Tuesday, July 10, 2018

নারীর ৮টি গোপন অঙ্গভঙ্গি যা একজন পুরুষকে পাগল করে


নারীর রূপের পূজারি পুরুষ (male)। প্রতিটি পুরুষই (male) চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুন আছে। যা একজন পুরুষকে (male) তার দিকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট।


সেই গোপন বিষয়গুলি একবার ঝালিয়ে নিতে পারেন।

১/ ধর্মীয় বিশ্বাস: নারী কতটা ধার্মিক তার চেয়ে সে ধর্মীয় অনুভুতি সম্পর্কে কতটা আস্থাশীল তার উপর একজন পুরুষের (male) ওই নারীর প্রতি ভালোলাগার মাত্রা নির্ভর করে।

২/ সুগন্ধী: মহিলাদের শরীরের মিষ্টি সুগন্ধ পুরুষের (male) আকৃষ্টতায় নেশা ধরায়। এটি বাধ্যতামুলন নয় যে, নারীকে কোন একটি পারফিউম ব্যবহার করতে হবে। নারীর women শরীরে প্রাকৃতিকভাবে যে গন্ধ থাকে, তা একধরনের প্রাকৃতিক অস্ত্র।

৩/ আত্মবিশ্বাস: পুরুষকে (male) আকৃষ্ট করতে নারীর আত্মবিশ্বাসের বিকল্প নেই। যে নারী তার সৌন্দর্য্য এবং ব্যাক্তিত্ব নিয়ে আত্মবিশ্বাসী, পুরুষ তাকে ততটা বেশি পছন্দ করে।

৪/ হাস্যোজ্জলতা: সদা হাস্যোজ্জল নারীকে পুরুষ (male)পছন্দের শীর্ষে রাখে। গোমড়ামুখো নারী পুরুষের প্রধান অপছন্দ।

৫/ সামান্য পিঠ খোলা: শুনতে বিশ্রী শুনাচ্ছে? আসলে পুরুষ (male)নারীর পিঠ সামান্য খোলা অবস্থায় দেখতে পছন্দ করে। তবে অবশ্যই কাপড় থাকতে হবে। পিঠের কটি হাড্ডির উপর পর্যন্ত।

৬/ সঙ্গীর নাম ধরে ডাকা: অনেক পুরুষ তাদের স্ত্রীর মুখে তাদের নাম শুনতে চান। বিশেষ করে স্বামী-স্ত্রী একা থাকলে স্বামীর কানে ফিসফিস করে তার নাম উচ্চারন করে কথা বলা অনেক পুরুষের জন্য আনন্দদায়ক বিষয়।

৭/ বক্রাকার কোমর: পুরুষ (male)নারীর কোমরের খাঁজ তথা কার্ভ দেখতে পছন্দ করে। নিতম্ব শরীরের সঙ্গে মানানসই হওয়া সৌন্দর্য্যের অন্যতম একটি আনুষাঙ্গিকতা।

৮/ পরিপাটি জামা-কাপড়: প্রত্যেক পুরুষই (male)নারীর পরিপাটি সাজের আশিক। তবে তা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য্য মানের হতে হবে।

Related Posts:

  • দ্বিতীয় সংসারও ভাঙছে ন্যান্সির! কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির দ্বিতীয় সংসারও ভেঙে যাচ্ছে। ন্যান্সি নামে পরিচিত তিনি। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। … Read More
  • এবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনে রাজি মুহিত, তবে… নতুন সরকারেও অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালনে রাজি আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে সেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই তিনি এ দায়িত… Read More
  • বিয়ে ভাঙছে বিদ্যার? ৪০-এ পা রাখলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী বিদ্যা বালান। বয়স নিয়ে হোক কিংবা অতিরিক্ত ওজন, কোনও কিছুতেই কখনও খুব বেশি মাথা ঘামাননি বিদ্যা। কিন্তু,… Read More
  • ভারতের নাগরিকত্ব চান জয়া ভারত সরকারের অনুমতি পেলে দু’দেশের নাগরিকত্ব নিতে চান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবেলা’য় দেওয়া এক সাক্ষাৎকা… Read More
  • কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন এই জোট। আওয়ামী লীগ স… Read More