Tuesday, July 24, 2018
চুলে মেহেদি লাগানোর আগে এই ৬টি কাজ করছেন তো?
চুলের (hair) গোড়া মজবুত করা, চুলের (hair) রুক্ষতা দূর করা নতুন চুল(hair) গজানো থেকে শুরু করে চুলের নানা সম্যসা দূর করে থাকে মেহেদি। কিন্তু মেহেদি লাগানোর আগে কিছু নিয়ম আছে যা অবশ্যই পালনীয়।
অনেক সময় এই নিয়ম না মানার কারণে মেহেদির সঠিক ফল পাওয়া সম্ভব হয় না। আসুন জেনে নিই চুলে মেহেদি লাগানোর কিছু টিপস।চুলের(hair) যত্নে মেহেদি প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করে থাকেন।
আগের দিনে চুলের যত্নে বা চুলের রং করতে মেহেদিকে ব্যবহার করা হত। চুলের (hair) গোড়া মজবুত করা, চুলের রুক্ষতা দূর করা নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সম্যসা দূর করে থাকে মেহেদি। কিন্তু মেহেদি লাগানোর আগে কিছু নিয়ম আছে যা অবশ্যই পালনীয়। অনেক সময় এই নিয়ম না মানার কারণে মেহেদির সঠিক ফল পাওয়া সম্ভব হয় না।
আসুন জেনে নিই চুলে মেহেদি লাগানোর কিছু টিপস।
১। মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে
মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে বা অন্যকোন সমস্যা থাকলে মেহেদি লাগাবেন না। মেহেদি তালুর ইনফেকশন আরও বাড়িয়ে দিতে পারে। তাই এক দুই সপ্তাহ অপেক্ষা করুন। ইনফেকশন ভাল হলে তারপর মেহেদি লাগান।
২। চুল (hair) কালার করা থাকলে
আপনি যদি চুল রং করে থাকেন, তবে মেহেদি লাগাবেন না। কেমিকাল রং এবং মেহেদি রং দুটি মিশে আপনার চুলের (hair) ক্ষতি করতে পারে। এমনকি চুল (hair) পড়া বেড়ে যেতে পারে। চুলে রং লাগানোর ৬ মাস পর মেহেদি লাগাবেন।
৩। ভ্যাসলিনের ব্যবহার
চুলে (hair) মেহেদি লাগানোর সময় কপাল, কানের আশেপাশে মেহেদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কপালে, কানের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে করে এই অংশগুলোতে মেহেদি রং লাগবে না।
৪। লেবুর রসের ব্যবহার
অনেকেই মেহেদির প্যাকে লেবুর রস ব্যবহার করে থাকে। কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিত নয়। লেবুর রসে অ্যাসিড আছে যা চুলকে (hair) শুষ্ক করে দেয়। লেবুর রসের পরিবর্তে আপনি চায়ের লিকার বা কফি ব্যবহার করতে পারেন। এটি মেহেদির রং আরও গাঢ় করবে।
৫। সময় দিন
মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল (hair) ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।
৬। চুল রুক্ষ করে তোলে
অনেকেই বলে মেহেদি চুল(hair) রুক্ষ করে থাকে। হ্যাঁ আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদি চুল রুক্ষ করে তুলবে। তাই মেহেদির প্যাকের সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান।
টিপস:
১। মেহেদির পেস্ট ঘন করার জন্য এতে চিনি ব্যবহার করুন।
২। যেদিন মেহেদি দিবেন তার আগের দিন চুলে (hair) তেল দিন। এতে করে মেহেদি লাগানোর পর চুল আর রুক্ষ হয়ে যাবে না।
৩। গাঢ় রং পাওয়ার জন্য ফ্রেশ মেহেদি ব্যবহার করার চেষ্টা করুন। ২-৩ বার লাগানোর পর স্থায়ীভাবে চুল রং হবে।
৪। মেহেদির সাথে অতিরিক্ত উপাদান যোগ করবেন না। এটি চুলের (hair) উপকারের চেয়ে ক্ষতি করতে পারে বেশি।
৫। মেহেদি লাগানোর পর চুলে হেয়ার ক্যাপ ব্যবহার করুন। এতে চুল (hair) থেকে মেহেদি কাপড় বা গায়ে পড়বে না।
Related Posts:
চুক্তি হচ্ছে, ভারতে ২৪ ঘণ্টাই বিটিভি দেখানো হবে খুব শিগগিরই প্রতিবেশী দেশ ভারতে ২৪ ঘণ্টা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের আব… Read More
২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়লো বাংলাদেশ ২০২০ সালের টি-টুয়েন্টি- ২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ সালে অস্ট্রেলিয়াতে অারো একটি বড় টুর্নামেন্ট অায়োজন করবে অাইসিসি। ২০২০ সালে ট… Read More
বান্ধবীকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে গণধর্ষণ বান্ধবীকে জিনিসপত্র কিনে দেয়ার কথা বলে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ধর্ষণ করেছে তিন বন্ধু। গুরুতর অবস্থায় রাতেই দশম শ্রেণির ওই ছাত্রীকে খুলনা মে… Read More
আহত হয়ে হাসপাতালে হিরো আলম মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিকেলে রাজধানীর বনশ্রীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্… Read More
ডিভোর্স হওয়া বাবা-মা’কে এক করলো দুই শিশু ১২ বছর আর ৯ বছরের দুই শিশু কাঁদছে। তাদের একই কথা ‘আমরা আর কিছু চাই না। শুধু মা-বাবাকে একসঙ্গে দেখতে চাই। তাঁদের সঙ্গে থাকতে চাই।’ দুই শিশুর এ কান্ন… Read More