Tuesday, July 17, 2018
ইসলামের দৃষ্টিতে কোন সময়ে শারীরিক মিলন করা হারাম?
কোন সময়ে শারীরিক মিলন- আমরা অনেকেই হয়ত ইসলামিক শরীয়ত মোতাবেক সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা সম্পর্কে জানি না। এখানে এ বিষয়ে একটু ধারণা দেয়া হলো যদিও হাদিস থেকে বিভিন্ন আসনে সহবাস করার দৃষ্টান্ত পাওয়া যায়।
তবে সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে, স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষতি হয়। সর্বপরি এদিকেই অত্যন্ত সুক্ষভাবে ইঙ্গিতকরা
১। রাত্রি দ্বি-প্রহরের আগে এবং কোন গাছের নিচে ও খোলা মাঠে স্ত্রী সহবাস করবে না।
২। উল্টাভাবে ও পূর্ব-পশ্চিম দিকে শুয়ে স্ত্রী সহবাস করবেন না। ভরা পেটে ও জোহরের নামাজের পরে স্ত্রী সহবাস করবেন না।
৩। সহবাসের প্রথমে দোয়া পড়বেন। স্ত্রী সহবাসের দোয়া। তারপর স্ত্রীকে আলিঙ্গন করবেন। স্ত্রী যদি ইচ্ছা হয় তখন তাকে ভালো বাসা দিবে এবং আদর সোহাগ দিবে। চুম্বন দিবে। তখন উভয়ের মনের পূর্ণ আশা হবে সহবাস। তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন।
৪। স্ত্রী সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শন ও সহবাসের সুফলের প্রতি মনো নিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরি স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রুপের কল্পনা করিবে না। তাহার সাহিত মিলন সুখের চিন্তা করবেন না। স্ত্রীর ও তাই করা উচিৎ।
৫। রবিবার, বুধবার ও বিদেশ যাওয়ার আগের রাত্রে স্ত্রীর সহবাস করবেন না।
৬। স্ত্রীর হায়েজ-নেফাসের সময় উভয়ের অসুখের সময় সহবাস করবেননা। সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা বলবেন না।
৭। স্ত্রীর জরায়ু দিকে চেয়ে ও নাপাক শরীরে স্ত্রী সহবাস করবেন না। ইহাতে চোখেজ্যোতি নষ্ট হয়ে যায়।
৮। চন্দ্র মাসের প্রথম এবং পনের তারিখ রাতে স্ত্রী সহবাস করবেন না। উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় ও স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করবেন না।
Related Posts:
নতুন বছর নিজেকে শুধরে নেবার প্রতিজ্ঞা করলেন সাব্বির ক্যাটস আই সাব্বির রহমান সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের এক ‘ব্যাড বয়’র নাম। আজ মাঠে দর্শক লাঞ্ছিত করেছেন তো কাল ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার। আবার কখনো… Read More
নতুন বছরকে বরণ করতে ২০১৯ বার ডুব দিয়ে রেকর্ড গড়লেন। ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন দেশেই নানা জমকালো উৎসবের আয়োজন করা হয়ে থাকে। আতশবাজি, নাচ, গান ইত্যাদির মাধ্যমে বরণ করে নেয়া হয় নতু… Read More
জন্মদিনে রুবেলকে স্মরণ করলো আইসিসি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন। আজ জন্মদিন তার। ২৯ বছরে পা রাখলেন এই স্পিড বোলার। রুবেলের এমন শুভদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্… Read More
চিটাগাং ভাইকিংসের অধিনায়ক হলেন মুশফিক বাংলাদেশ জতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। অধিনায়ক হিসেবে সাবেক হয়ে যাওয়া জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটারকে বিপিএলে চিটাগাং … Read More
“পেঁয়াজের কেজি মাত্র ৪ টাকা” দাম শুনে হার্ট অ্যাটাক করলেন বৃদ্ধ কৃষক। বিক্রি করতে গিয়ে বাজারে পেঁয়াজের কেজি ৪ টাকা শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এক বৃদ্ধ কৃষক। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে। খবর আনন্দ বা… Read More