Friday, September 28, 2018
১৫ জন লোক ঘিরে ধরেছে আমাদের
কারিশমা শর্মা হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ। এছাড়া ‘রাগিণী এম এম এস টু’-এর মতো ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। সেই অভিনেত্রী এবার প্রকাশ্যে শেয়ার করলেন তার জীবনের এক ভয়ঙ্কর কাহিনী।
আসলে কারিশমাকে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল। সেই ভয়ঙ্কর ঘটনার কথা ভেবে এখনও শিউরে ওঠেন তিনি।
কারিশমা জানান, ‘আমি একবার ধর্মশালায় বেড়াতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। একটা মন্দিরে গিয়েছিলাম আমরা। নিজেদের মধ্যে গল্প করছি, ছবি তুলছি। হঠাৎই পিছনে তাকিয়ে দেখি ১৫ জন লোক ঘিরে ধরেছে আমাদের। খুব বাজে ভাবে তাকাচ্ছে। এত ভয় পেয়ে গিয়েছিলাম, কোনও কথা বলতে পারছিলাম না। দৌড়ে নেমে এসেছিলাম সকলে…।’
শুধু মন্দিরে নয়, ওই ট্রিপে শপিংয়ের সময়ও নাকি কারিশমাকে অনুসরণ করেছিলেন কয়েকজন। এমনকি, তাদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও সে সময় মনে হয়েছিল অভিনেত্রীর। তবে এ ধরনের ঘটনা ঘটলেও তিনি দমে যাওয়ার পাত্রী নন বলে জানিয়েছেন কারিশমা। ফের বেড়াতে যেতে চান বন্ধুদের সঙ্গে।