Friday, September 28, 2018
শুটিংয়ের সময় সেটেই যৌন হেনস্থা
‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় সেটের মধ্যেই নানা পাঠেকর তাঁকে যৌন হেনস্থা করেছেন। বলে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে বিস্ফোরক দাবি করেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে গোটা বলিউড জুড়ে।
তনুশ্রী দত্ত যতই নানা পাঠেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করুন না কেন, নানাজি ওই ধরনের কোনও ব্যবহার করেননি বলে সরব হয়েছেন বলিউডের জনপ্রিয় করিওগ্রাফার গণেশ আচার্য। কিন্তু, তনুশ্রী দত্তের ওই হেনস্থার অভিযোগের ভিত্তিতে নানা পাঠেকর প্রথমে মুখ না খুললেও, পরে বিষয়টি নিয়ে হেসে ফেলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
নানা পাঠেকরকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কী করব বলুন? আমার কী করার আছে? যৌন হেনস্থা বলতে কী বোঝাতে চান তনুশ্রী? ওইদিন শুটিং সেটে ৫০-৬০ জন হাজির ছিলেন।’ শুধু তাই নয়, এই বিষয়ে আলোচনা করা মানে শুধু শুধু সময় নষ্ট করা। নানা পাঠেকরের এই পাল্টা দাবির প্রেক্ষিতে অবশ্য এখনও মুখ খোলেননি তনুশ্রী দত্ত।
এদিকে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে নানা পাঠেকর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয় অমিতাভ বচ্চন এবং আমির খান-কে। বিগ বি বলেন, ‘আমি তনুশ্রী দত্তও নই, নানা পাঠেকরও নই। তাই এ বিষয়ে আমি কী করে কিছু বলব?’