অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বললেন, ‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’ কথা শুনেই মিমি তেড়ে গেলেন তার হিরোর দিকে। চলতে লাগল মারপিট।
মিমি যোগ করলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’ অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’
দু’জনেই চান তাদের পরিশ্রম করে তৈরি ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখেন। অঙ্কুশ যোগ করেন ‘যারা আজও হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাদের জন্য ‘ভিলেন’।
এদিকে টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর এহেন মজা নতুন কিছু নয় ৷ তাকে নিয়ে গুঞ্জন যে হবে, সেটাই তো স্বাভাবিক৷ সে তার নতুন সম্পর্ক হোক বা নতুন ছবি, সব নিয়েই খবরে সরগরম থাকে টালিপাড়া৷ তিনি হলেন মিমি চক্রবর্তী৷
কিছুদিন আগে তার পায়ে চোট লাগার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নায়িকা নিজেই৷ সে সময় তিনি যে ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল- তার পুরো পায়ে ব্যান্ডেজ করা। কিন্তু কীভাবে মিমির এই হাল তা জানা যায়নি। তবে মিমির পা দেখে স্পষ্ট যে তিনি পায়ে মারাত্মক চোট পেয়েছেন। টুইটারে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘আনপ্রেডিক্টেবল’। পরিচালক বাবা যাদব পরিচালিত ‘ভিলেন’ ছবির পর বিরসা দাসগুপ্তর আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে।