Friday, September 28, 2018

এবার অঙ্কুশকে নিয়ে বোমা ফাটালেন মিমি


মারামারি আর ভালবাসাবাসি। এ এক অন্য রকম বন্ধুতা। পুজোতে আসছে তাদের ছবি ‘ভিলেন’। মিমি আর অঙ্কুশ জোট বেঁধে খুনসুটি করলেন। শোনা গিয়েছে, নায়ক অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে ছেড়ে এখন নায়িক মিমি চক্রবর্তীর প্রেমে। সেটা বলতেই হেসে উঠলেন দু’জনে। ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’



অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বললেন, ‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’ কথা শুনেই মিমি তেড়ে গেলেন তার হিরোর দিকে। চলতে লাগল মারপিট।

মিমি যোগ করলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’ অঙ্কুশ বুঝিয়ে দেন, ‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’

দু’জনেই চান তাদের পরিশ্রম করে তৈরি ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখেন। অঙ্কুশ যোগ করেন ‘যারা আজও হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাদের জন্য ‘ভিলেন’।

এদিকে টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রীর এহেন মজা নতুন কিছু নয় ৷ তাকে নিয়ে গুঞ্জন যে হবে, সেটাই তো স্বাভাবিক৷ সে তার নতুন সম্পর্ক হোক বা নতুন ছবি, সব নিয়েই খবরে সরগরম থাকে টালিপাড়া৷ তিনি হলেন মিমি চক্রবর্তী৷

কিছুদিন আগে তার পায়ে চোট লাগার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নায়িকা নিজেই৷ সে সময় তিনি যে ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল- তার পুরো পায়ে ব্যান্ডেজ করা। কিন্তু কীভাবে মিমির এই হাল তা জানা যায়নি। তবে মিমির পা দেখে স্পষ্ট যে তিনি পায়ে মারাত্মক চোট পেয়েছেন। টুইটারে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘আনপ্রেডিক্টেবল’। পরিচালক বাবা যাদব পরিচালিত ‘ভিলেন’ ছবির পর বিরসা দাসগুপ্তর আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে।

Related Posts:

  • এবার অঙ্কুশকে নিয়ে বোমা ফাটালেন মিমি মারামারি আর ভালবাসাবাসি। এ এক অন্য রকম বন্ধুতা। পুজোতে আসছে তাদের ছবি ‘ভিলেন’। মিমি আর অঙ্কুশ জোট বেঁধে খুনসুটি করলেন। শোনা গিয়েছে, নায়ক অঙ্কুশ ন… Read More
  • ধুম-৪ এ সালমান নয়, থাকছে শাহরুখ বলিউডের আলোচিত চলচ্চিত্রে ধুম। এই নিয়ে এই চলচ্চিত্রে তিনিটি সিরিজ বের হয়েছে। এবার আসছে ধুম-৪। আর এই ছবিতে শোনা গিয়েছিল এবার থাকছে সালমান খান। তবে স… Read More
  • আবার একত্র হচ্ছেন শাকিব-অপু ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম জয়ের তৃতীয় জন্মদিন আজ। ছেলের জন্মদিনে গতবারের মত এবারো গুলশানের একটি রেস্তরাঁয় পার্টি… Read More
  • শুটিংয়ের সময় সেটেই যৌন হেনস্থা ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় সেটের মধ্যেই নানা পাঠেকর তাঁকে যৌন হেনস্থা করেছেন। বলে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে বিস্ফোরক দাবি … Read More
  • অজয়কে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন কাজলকে বর্তমানে ‘হেলিকপ্টার ইলা’-র প্রমোশনে ব্যস্ত কাজল। কিন্তু, তার মধ্যেই কাজলকে যে প্রশ্নের মুখোমুখি হতে হলো, তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। সম্প্রতি … Read More