Thursday, October 4, 2018

শুভ জন্মদিন "নাদীম হুসাঈন"


অনলাইন রেডিও এবং নিউজ পোর্টাল রেডিও প্রাণ এর প্রধান আর.জে. এবং সম্পাদক নাদীম হুসাঈন ভাইয়ের জন্মদিন আজ। প্রিয় আর.জে., শুভ জন্মদিন।

হ্যাঁ আজ আমাদের সেই উজ্জীবিত সৃষ্টিশীল প্রিয় মানুষটির জন্মদিন। জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।

আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎকর্মগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই প্রার্থনাই করি। সেকেল ভাই, কি বলে শুভকামনা জানাবো বলেন, ভাষা নেই, কারন ফর্মালিটির সম্পর্ক তো আপনার সাথে আমার নয়। তবুও বলি, আমি এক স্বপ্নের ফেরিওয়ালা আর স্বপ্ন দেখতেও সাহস লাগে। আমাদের স্বপ্নযাত্রায় অভিভাবিকের জায়গায় আপনি আসায় নিজেকে এখন কিছুটা ভারমুক্ত মনে করি। আমি ব্যাক্তিগত ভাবে খুবই আবেগ প্রবন মানুষ, তাইতো কতটুকু দায়িত্ব বোধের পরিচয় দিতে পারি জানি না। তবে চেষ্টা করি কিছুটা পালন করতে।

দুরপরবাস থেকে  শ্রদ্ধা আর অফুরন্ত ভালবাসা ছাড়া দেবার মতো কিছুই নেই আজ সেকেল ভাই। আজকের এই দিনে অফুরন্ত ভালবাসা । পাশে থাকবেন একজন বড় ভাই ও অভিভাবকের মতো। ভালবাসি আপনাকে অনেক। আমাদের সাহস জুগিয়ে সঠিক পথে পরিচালনা করার মতো শক্তি ও আস্থা মহান আল্লাহতায়ালা আপনাকে দান করুক এই প্রার্থনাই করি সবসময়। আপনার পাশেই আছি।

Related Posts: