Sunday, November 4, 2018
টাইগার ভক্ত শোয়েব আলীর মানবতার গল্প
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের পর আজ (৩ নভেম্বর) সিলেটে শুরু হয়েছে টেস্ট সিরিজ। সবসময় গ্যালারীতে টাইগারদের জন্য গর্জন করা শোয়েব যেতে পারেননি খেলা দেখতে। এর পিছনের কারণটি যে কোনও মানুষের মনকে ছুঁয়ে যাবে।
একটু অসুস্থ শরীর নিয়েই খেলা দেখার উদ্দেশ্যে গতকাল (২ নভেম্বর) রাতে শোয়েব আলী ঢাকার বাড্ডা থেকে সিলেটের পথে রওনা করেন। এরপর এয়ারপোর্ট ট্রেন স্টেশনে যান। সেখানে গিয়ে এক বয়স্ক লোককে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরিচয় না জানা অসুস্থ লোকটিকে রেখে আর ট্রেনে উঠা হয়নি শোয়েবের। ছিলেন তাঁর পাশে।
সেটি জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে শোয়েব লিখেন, “জ্বর-সর্দি নিয়ে খেলা দেখার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।কিন্তু এয়ারপোর্ট ট্রেন স্টেশনে দেখি এই লোকটি শুয়ে আছে। অসুস্থ অনেক।
দুই ঘন্টা থেকে ওনার পাশে আছি। উনার নাম মোঃ ছামিউল। মুন্সিগঞ্জ বাসা। ঢাকায় মেয়ের বাড়ি এসেছিলেন। এরপর যাবার সময় অসুস্থ হয়ে পড়েন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। এখন ওনাকে একা রেখে যেতে পারছি না। কাল হয়তো মাঠে থাকা হবে না! একটু সুস্থ হলে হয়তো বাসার তথ্য পাওয়া যাবে। দোয়া করবেন।”
তবে এই গল্প এখানেই শেষ হয়নি। রাতে লোকটির পাশে থেকে খাবারের ব্যবস্থা করেন। কিছুটা সুস্থ হয়ে কথা বলার পর্যায়ে আসার পর তাঁর কাছে ঠিকানা শুনে নেন। এরপর আজ অসুস্থ সেই লোকটিকে পরিবারের কাছে পৌঁছে দিয়ে আসেন।
শোয়েব ফেসবুকে বলেন, “কাল যে অসুস্থ লোকটার ছবি দিয়েছিলাম। আজ তাকে মুন্সিগঞ্জে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। উনি মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। এরপর বাসা ফিরে যাওয়ার সময় অজ্ঞানপার্টির কবলে পড়েন।
তারা মোবাইল,টাকা-পয়সা সব নিয়ে চলে যায়। এরপর ওনাকে এয়ারপোর্ট ট্রেন স্টেশনে ফেলায় রাখে। কয়েকদিন থেকে স্টেশনে অসুস্থ পড়েছিলেন। কাল বাংলাদেশের খেলা দেখার জন্য সিলেট যাওয়ার সময় আমি তাকে দেখতে পাই। উনিই কথাই বলতে পারছিলেন না।
এরপর খাওয়া-দাওয়া করে একটু সুস্থ হবার পর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করি। আজ ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। ওনার পরিবারের লোকজন অনেক দুশ্চিন্তায় ছিলেন। বাসায় নিয়ে যাওয়ার পর তার পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখে খুব ভালো লেগেছে। মনে অনেক শান্তি লাগতেছে।”
এদিকে গতকাল যেতে না পারলেও টাইগারদের সমর্থন দিতে আজ রাতে সিলেট যাচ্ছেন শোয়েব। এই বিষয়ে এক ফোনালাপে বিডিক্রিকটাইমকে শোয়েব জানান, “আমি যেদিন থেকে মাঠে খেলা দেখতে শুরু করেছি, এরপর কখনও দেশের ভিতর খেলা মিস করিনি।
তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিন মাঠে ছিলাম না। এইজন্য আমার আফসোস হলেও খারাপ লাগছে না। লোকটির পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেই শান্তি লাগতেছে। রাতেই সিলেট যাচ্ছি। ইন শা আল্লাহ কাল গ্যালারীতে গর্জন হবে। ”
Related Posts:
টি-২০তে প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড করল গেইল প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। রবিবার রাতে… Read More
কেক কেটে কাজের মেয়ে কল্পনার জন্মদিন পালন করলেন তাসকিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেস বলার তাসকিন আহমেদ। সম্প্রতি বাবা হয়েছেন এ তারকা টাইগার, বাবা হয়েই আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে না খ… Read More
মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ক্রিকেটাররা এখন শুধু তারকা নন, কখনও কখনও মহাতারকা। তাদের জনপ্রিয়তার কারণে নানা সময়েই ঘটে অদ্ভুত সব ঘটনা। পছন… Read More
অসাধারণ শুরুর পরেও ২২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ বিনা উইকেটেই ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় ভালো শুরুটা জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১৫১ রানেই ৫ উইকেট হারানো দলকে… Read More
এটা কি করে আউট হয়? প্রতিপক্ষ ভারত। সুতরাং, যেমন ইচ্ছা তেমন আউট দিয়ে দিতেই হবে- এমন মানসিকতাই যদি ম্যাচের আম্পায়ার এবং অফিসিয়ালদের থেকে থাকে, তাহলে আর খেলার দরকারই বা … Read More