Sunday, December 30, 2018
ভারতেও সেরা অভিনেত্রী জয়া আহসান
ভারতে এ বছরের সেরা বাঙালি নারী অভিনেত্রী জয়া আহসান।দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বেছে নিয়েছে জয়াকে।
কলকাতায় মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্রগুলোর অভিনেত্রীদের থেকে এই পত্রিকার বিচারে সেরা হয়েছেন কয়েকজন। এতে আছেন বাংলাদেশের তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও।
চলতি বছরের অক্টোবরে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া অভিনীত ভারতীয় চলচ্চিত্র ‘এক যে ছিল রাজা’। সৃজিত মুখার্জির এই ছবিতে ‘মৃণ্ময়ী’ চরিত্রে জয়া আবারও নিজেকে প্রমাণ করেছেন। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী নারী চরিত্রটি ছিল বাংলাদেশের জয়ার। এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসীর মামলার ঘটনা নিয়ে ছবিটি বানিয়েছেন সৃজিত। ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় ছিলেন যীশু, জয়া ছিলেন তার বোনের চরিত্রে। এ ছবিতে তথ্যের জন্য জয়া গাজীপুর, পুবাইল, ভাওয়াল গড়ে ঘুরেছেন।
চরিত্রের প্রতি এতটাই মনোযোগী ছিলেন, তাই ফলও পেয়েছেন। সমালোচকেরা স্বীকার করেছেন, ছবির অন্যতম সেরা প্রাপ্তি ছিল জয়ার অভিনয়।
টাইমস অব ইন্ডিয়ার এ তালিকায় অন্য নারী অভিনেত্রীদের মাঝে আছেন বলিউড অভিনেত্রী কাজলের মা অভিনেত্রী তনুজা (সোনার পাহাড়), মমতা শঙ্কর (আহারে মন), চূর্ণী গাঙ্গুলি (দৃষ্টিকোণ), চিত্রাঙ্গদা চক্রবর্তী (আহারে মন), পাওলি দাম (আহারে মন), সারা সেনগুপ্ত (উমা) ও শৌরসেনী মৈত্র (জেনারেশন আমি)।
Related Posts:
স্টুডিও ভাড়া নিয়ে ‘গুজবের কনটেন্ট’ তৈরি হতো, বলছে র্যাব স্টুডিও ভাড়া নিয়ে ডকুমেন্টারি আকারে ‘গুজবের ভিডিও’ এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে আটক… Read More
বিএনপির নির্বাচন বয়কটের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবা… Read More
কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউ… Read More
১০৫ নম্বরে এসএমএস করে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহা… Read More
ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা রংপুর বিভাগের ৪ জেলার বিলুপ্ত ১১১ ছিটমহলের সাড়ে ৩৭ হাজার বাসিন্দা ভোট উৎসবে মেতেছে। এই ছিটমহলের প্রায় ২১ হাজার ভোটার প্রথমবার ভোটাধিকার প্রযোগ করে … Read More