Monday, December 24, 2018
ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে জিরো!
গতকাল ২১ ডিসেম্বর মুক্তিপেলো বামন শাহরুখ খানের জিরো সিনেমা। বামন শাহরুখের সঙ্গে এ ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন হালের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।
চাতকের ন্যায় জিরো ছবির প্রতীক্ষায় সিনেপ্রেমীরা। ইতিমধ্যে ছবিটির ট্রেলার ও গানের কিছু অংশ প্রকাশিত হয়েছে।
তবে এবার সিনেমার মুক্তির আগেই এক বিতর্কের জালে জড়ালো জিরো।
এ ছবিতে ভারতের শিখ সম্প্রদায়কে আঘাত করা হয়েছে, এমন অভিযোগ আনলেন ক্ষমতাসীন বিজেপি সরকারের এমএলএ মঞ্জিন্দর সিং শীর্ষা।
শুধু অভিযোগই নয়, এসব দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে ছবির পরিচালক ও ছবির মুখ্য ভূমিকায় অভিনেতা শাহরুখ খানকে একরকম হুশিয়ারি দিয়েছেন তিনি।
এই মর্মে দিল্লি পুলিশের কাছে জিরোর পরিচালক আনন্দ এল রাই ও অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ করার ইচ্ছাও পোষণ করেছেন এ নেতা।
তিনি শাহরুখকে সাবধান করে বলেন, যদি আপত্তিকর দৃশ্য বাদ দেয়া না হয়, তা হলে এ ছবি মুক্তির পর শিখ সম্প্রদায় সিনেমা হলে বিক্ষোভ দেখাবে।
কোন দৃশ্যটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে- এমন প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন মঞ্জিন্দর সিং।
তিনি জানান, সিনেমাটির প্রোমো ও পোস্টারে দেখা গেছে শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন।
আর শিখ ধর্মীয় রীতির কোড অব কনডাক্ট অনুযায়ী-কৃপান শুধু ‘অমৃতধারী' (ব্যাপটাইজড) শিখরাই ধারণ করতে পারেন।
সেখানে শাহরুখের ধর্মীয় বিষয়টি এভাবে সিনেমায় আনা ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
এই দৃশ্য অবিলম্বে বন্ধ করতে হবে বলে দাবি জানান মিস্টার শীর্ষা।
উল্লেখ্য, বিজেপির এমএলএ মঞ্জিন্দর সিং শীর্ষা দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির জেনারেল সেক্রেটারি ও রাজৌরি গার্ডেন বিধানসভার একজন আইনজীবী।