Wednesday, December 26, 2018
৩ দিন ইন্টারনেটের গতি কম থাকবে, বন্ধ হতে পারে ফেসবুক
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন এবং এর আগে ও পরে একদিন- মোট তিনদিন সারাদেশে মোবাইল ইন্টারনেটের গতি কম থাকতে পারে।
গতকাল (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সেই তিনদিন ফোরজি ও থ্রিজির গতি নামিয়ে টুজিতে রাখার জন্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসি।
সেসময় সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক পুরোপুরি বন্ধ রাখার বিষয়েও সংস্থাটিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যখন প্রয়োজন হবে তখন এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করবে ইসি।
বৈঠকে বিটিআরসি-র পক্ষ থেকে চারটি প্রস্তাবের কথা তুলে ধরা হয়। সেগুলোর মধ্যে ছিলো দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রাখা।
নাম না প্রকাশ করার শর্তে কর্মকর্তারা জানান, ইন্টারনেটের গতি কমানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছে ইসি।
Related Posts:
ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা রংপুর বিভাগের ৪ জেলার বিলুপ্ত ১১১ ছিটমহলের সাড়ে ৩৭ হাজার বাসিন্দা ভোট উৎসবে মেতেছে। এই ছিটমহলের প্রায় ২১ হাজার ভোটার প্রথমবার ভোটাধিকার প্রযোগ করে … Read More
১০৫ নম্বরে এসএমএস করে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহা… Read More
বিএনপির নির্বাচন বয়কটের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবা… Read More
স্টুডিও ভাড়া নিয়ে ‘গুজবের কনটেন্ট’ তৈরি হতো, বলছে র্যাব স্টুডিও ভাড়া নিয়ে ডকুমেন্টারি আকারে ‘গুজবের ভিডিও’ এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে আটক… Read More
কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউ… Read More