Thursday, January 3, 2019
“পেঁয়াজের কেজি মাত্র ৪ টাকা” দাম শুনে হার্ট অ্যাটাক করলেন বৃদ্ধ কৃষক।
বিক্রি করতে গিয়ে বাজারে পেঁয়াজের কেজি ৪ টাকা শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন এক বৃদ্ধ কৃষক। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে।
খবর আনন্দ বাজারের জানা গেছে, ওই কৃষকের নাম বেহরুলাল মালব্যও। তিনি ২৭ কুইন্টাল (২৭০০ কেজি) পেঁয়াজ নিয়ে স্থানীয় বাজারে গিয়েছিলেন বিক্রি করতে। পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রির পর তাকে যে দাম দেয়া হয় তা দেখে হতভম্ব হয়ে যান তিনি।
প্রতি কেজি পেঁয়াজ মাত্র ৩.৭২ রুপি (প্রায় ৪ টাকা) দাম ধরা হয়। পেঁয়াজ বিক্রির করে মাত্র ১০ হাজার ৪৪০ রুপি পান তিনি। কিন্তু পেঁয়াজ চাষ করতে যে পরিমাণ ঋণ নিয়েছেন তা শোধ হবে না এই টাকায়।
হঠাৎ হার্ট অ্যাটাক করে বাজারেই লুটিয়ে পড়েন বেহরুলাল। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।