Thursday, January 3, 2019
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা…
সিগারেটের পেছনে মাসে কারো কারো হাজার হাজার টাকা ব্যয় হয়। জানেন কি এই সিগারেট কি থেকে তৈরি হয়? হ্যাঁ, অবশ্যই তামাক পাতা সুন্দর করে কেটে পরিশোধন করার পর তার সঙ্গে আনুষঙ্গিক কয়েকটি উপাদান মিশিয়ে কাগজে মোড়ানো সিলিন্ডারের ভেতর পুরে সিগারেট তৈরি করা হয়।
তবে সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গেছে, সিগারেটের মুল উপাদান গুলির একটি ইঁদুরের বিষ্ঠা। অবাক হওয়ার কিছুই নেই। কারণ সম্প্রতি অপর একটি গবেষণায় জানানো হয়েছে, পৃথিবী বিখ্যাত আইভরি কফি তৈরি নাকি তৈরি হয় হাতির বিষ্ঠা থেকে। যেমনটি ভারতে কফি তৈরি হয় বিড়ালের মল থেকে!
যাই হোক এসব তাও মেনে নেওয়া যায়। কিন্তু পরবর্তী যে তথ্যটি একেবারেই ঘৃন্যকর, সেটি হল সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয় শূকরের রক্ত। নেদারল্যান্ডস এর এক গবেষণায় দেখা গেছে- ১৮৫টি সিগারেট উৎপাদনকারী কারখানায় ব্যবহার করা হয় শূকরের রক্ত। কারণ সিগারেটের ফিল্টারে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিন ব্যবহার করা হয়।
নেদারল্যান্ডসের ওই গবেষণায় আরও দেখা গেছে, শূকরের রক্ত থেকে হিমোগ্লোবিন নিয়ে তা সিগারেটের ফিল্টারে ব্যবহার করা হয়। গ্রিসের একটি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান শূকরের হিমোগ্লোবিন ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে। তারও আগে জানা গিয়েছিল, সস্তা সিগারেটের মধ্যে অ্যাজবেস্টস এবং মৃত মাছিও থাকে।
Related Posts:
নারীর ৮টি গোপন অঙ্গভঙ্গি যা একজন পুরুষকে পাগল করে নারীর রূপের পূজারি পুরুষ (male)। প্রতিটি পুরুষই (male) চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুন আছে।… Read More
নারীর ৮টি গোপন অঙ্গভঙ্গি যা একজন পুরুষকে পাগল করে নারীর রূপের পূজারি পুরুষ (male)। প্রতিটি পুরুষই (male) চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুন আছে।… Read More
এই ৬টি প্রাণীর উপদ্রব চিরতরে দূর করার কিছু কৌশল জেনে নিন ছয়টি প্রাণীর উপদ্রব-নানা কারণে ঘর বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয়। আর একবার কোন পোকা ঘরে বসবাস start করলে তা আর সহজে যেতে চায় না। বিশেষ করে মশা, তেল… Read More
কীভাবে বুঝবেন কোন মেয়ে আপনার প্রেমে (love) পড়েছে কিনা? কোন মেয়ে আপনার প্রেমে পড়েছে কিনা কিংবা আপনার মনের মানুষটি আপনাকে ভালবাসে কিনা ,তা জানার সহজ উপায়। কাউকে পছন্দ করে ফেলা খুব আপেক্ষিক একটি ব্যাপার। য… Read More
প্রেমের শুরুতে প্রেমিকার সঙ্গে ভুলেও যা করবেন না প্রেমে (love) পড়ার পর সম্পর্কের(relation) প্রথম দিকে একে অপরের সঙ্গে ভালো সময় কাটানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে সঙ্গীর সুখের জন্য নিজেকে ব… Read More