Tuesday, January 1, 2019

কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা?


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন এই জোট।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সরকার প্রধান হতে যাচ্ছেন এটা শতভাগ নিশ্চিত । আওয়ামী লীগের পরেই আসন সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে জাতীয় পার্টি। জোটভুক্ত ও উন্মুক্ত মিলে মোট ২২টি আসন পেয়েছে দলটি। ফলে জাতীয় পার্টিই আগেরবারের মতোই সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকছে এটাও বলা যায় নিশ্চিত।

কিন্তু সংসদে প্রধান বিরোধী দলনেতা এবার কে হচ্ছেন সেটা নিয়ে চলছে আলোচনা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, নাকি বর্তমান বিরোধী দলনেতা পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ?

কারণ দশম সংসদে বিরোধী দলনেতা হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এরশাদ প্রথমে স্ত্রী রওশনকে বিরোধী দলনেতা হওয়ার জন্য মত দিলেও পরে আবার নিজেই হতে চেয়েছিলেন। কিন্তু শেষেমেশ রওশনই হয়েছিলেন দলনেতা।

যদিও এ নিয়ে তখন এরশাদ-রওশন দ্বন্দ্ব প্রকাশ পেয়েছিল। এক পর্যায়ে প্রধানমন্ত্রী এরশাদকে তার বিশেষদূত হিসেবে নিয়োগ দেন। তবে এবার এরশাদ-রওশনের মধ্যে খুব একটা মতপার্থক্য নেই বলেই দেখা যাচ্ছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম অবশ্য বলেছেন, ‘আমার মনে হয় ম্যাডামই (রওশন এরশাদ) বিরোধী দলনেতা হবেন। যেহেতু স্যারের (এরশাদ) শরীরটা অনেক খারাপ। আপনারা দেখেছেন, তিনি নির্বাচনী ক্যাম্পেইনেও অংশ নিতে পারেননি।’

রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ফলাফল ঘোষণা করা ২৯৮ আসনের।নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি। ২২টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি। বিএনপি ৫টি আসন এবং অন্যান্যরা ১৩টি আসনে জয় লাভ করেছে। সে হিসাবে জাতীয় সংসদের দ্বিতীয় বৃহত্তম দল এবার জাতীয় পার্টিই।