Tuesday, January 1, 2019
বিয়ে ভাঙছে বিদ্যার?
৪০-এ পা রাখলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী বিদ্যা বালান। বয়স নিয়ে হোক কিংবা অতিরিক্ত ওজন, কোনও কিছুতেই কখনও খুব বেশি মাথা ঘামাননি বিদ্যা। কিন্তু, বিভিন্ন সময় তাঁকে নিয়ে বি টাউনে একাধিক সমালোচনা হয়েছে। জন্মদিনেই দেখে নিন বিদ্যার জীবনের একাধিক বিতর্কিত বিষয় কোনগুলি…
সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে নাকি বিদ্যা বালানের বিচ্ছেদ হয়ে যাবে। সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর একাধিক সময় এই গুঞ্জন শুরু হয়ে যায়। বিদ্যাকে বিয়ের পরও নাকি অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান সিদ্ধার্থ। আর তার জেরেই বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর বিয়ে ভাঙতে বসেছে বলেও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত কোনও কিছুই সঠিক হয়নি।
‘ডার্টি পিকচারের’ সময় অতিরিক্ত ১২ কিলো ওজন বাড়াতে হয় বিদ্যা বালানকে। এরপর ‘তুম্হারি সুলু’-তেও বিদ্যার ওজন নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু, ওজনকে কখনওই অতিরিক্ত গুরুত্ব দেননি এই অভিনেত্রী।
বিদ্যা বালানের যে কোনও সিনেমা মুক্তি পাওয়ার আগে থেকেই তাঁর অন্তঃস্বত্তা হওয়ার খবর ছড়ায়। কিন্তু, প্রত্যেকবারই সেটা মিত্যে হয়ে যায়। ‘এনটিআর’-এর বায়পিকে অভিনয়ের সময়ও তার অন্যথা হয়নি এবার।
বিদ্যা বালানের ‘ফ্যাশন সেন্স’ অত্যন্ত খারাপ বলে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে। ফ্যাশন পুলিস প্রায়শই বিদ্যার বিরুদ্ধে তোপ দাগেন তাঁর স্টাইলিংয়ের জন্য।
‘ডার্টি পিকচারে’ যেভাবে সিল্ক স্মিতাকে দেখানো হয় বিদ্যা বালানের মাধ্যমে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেই অন্ধ্র প্রদেশ হাইকোর্টে যান স্মিতার দাদা। শুধু তাই নয়, গোটা দাক্ষিণাত্য জুড়েও ‘ডার্টি পিকচারের’ বিরুদ্ধে প্রচার শুরু করেন বেশ কিছু সামাজিক কর্মী। আর সেখানেই উঠে আসে বিদ্যা বালানের নাম।
‘পরিনিতা’-র শুটিংয়ের সময় সইফ আলি খানের সঙ্গে বিদ্যা বালানের সম্পর্ক গড়ে ওঠে বলে শোনা যায়।
করিনা কাপুরের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নাকি বিদ্যা বালানের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। ‘কামিনে’-র শুটিংয়ের সময় বিদ্যার কাধে মাথা রেখে শাহিদ করিনার দুঃখ ভোলার চেষ্টা করেন বলে খবর। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি।
Related Posts:
অভিনেতা সিয়াম-অবন্তী'র বিয়ে রোববার মিডিয়ায় প্রেম-বিয়ে নিয়ে অনেকে ভক্তদের কালো চশমা পরিয়ে রাখলেও এ ব্যাপারে প্রথম থেকেই সিয়াম ছিলেন স্পষ্টবাদী। যেখানে নায়কেরা নিজেদের প্রেম-বিয়ে গোপন … Read More
পাসে সেরা বরিশাল, জিপিএ-৫-এ ঢাকা অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় আট বোর্ডের মধ্যে পাসের হারে গত বছরের মতো এবারও সেরা বরিশাল। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দি… Read More
সেই যুবককে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় টানানো ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুবক রঙ মাখাচ্ছেন। সেটা দেখেই একজন ছেল… Read More
জেএসসি ও জেডিসিতে পাসের হার, যা বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার ২ লাখ ১২ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী বেশি পাস করেছে, এটা অবশ্যই ইতিবাচক একটি দিক। সোমবার (২৪ ডিসেম্বর) মন… Read More
এ যেন সাক্ষাৎ চাঁদের পূর্ণিমা! একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। এক সময়ের চলচ্চিত্র অভিনেত্রী বলার কারণ হচ্ছে, পূর্ণিমা অনেকদিন থেকেই বড় পর্দা থেকে দূরে আছেন। বিয়ের প… Read More