Tuesday, February 19, 2019
২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যাতায়াতের রুট-ম্যাপ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এই রুট-ম্যাপ প্রণয়ন করে।
সোমবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার রাত ৮:০০টা থেকে কার্যকর হবে।
রুট-ম্যাপ অনুযায়ী যাতায়াত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ-
১. পুরোনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন ।
২. কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।
৩. নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিকস ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবী আইসক্রীম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।
৪. চাঁনখার পুল এলাকা থেকে বকশি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে ।
৫. বিশেষভাবে উল্লেখ্য যে, টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবনের গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখার পুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে ।
৬. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখার পুল হয়ে শুধুমাত্র প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।
Related Posts:
ফাইনালের জন্য চূড়ান্ত ভাবে বাংলাদেশের শক্তিশালী একাদশ প্রকাশ প্রতিপক্ষ দলটা ভারত। ভারতের বিপক্ষে গত এগারো আন্তর্জাতিক ম্যাচে নেই কোনো জয়। অনুপ্রেরণার যোগান পেতে সর্বশেষ সুখস্মৃতি ২০১৫ সালের। এশিয়া কাপের সুপার… Read More
কানে আঘাত লেগে কানের পর্দা ফাটলে করণীয় কি কানে আঘাত লেগে- কোনো একটি ঘটনায় কানে আঘাত লাগার কারণে কান দিয়ে সামান্য রক্ত বের হয় এবং কান ব্যথা হয়। এক থেকে দুদিনের মধ্যে ব্যথা কমে যায় এবং কান দ… Read More
বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনালে পৌঁছানো বিশ্বের অনেকের কাছেই গাত্রদাহের কারণ। পাকিস্তানি সাবেক ও সমর্থকরা যেমন পরাজয় মেনে নিতে পারছে না, তাদের … Read More
অজয়কে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন কাজলকে বর্তমানে ‘হেলিকপ্টার ইলা’-র প্রমোশনে ব্যস্ত কাজল। কিন্তু, তার মধ্যেই কাজলকে যে প্রশ্নের মুখোমুখি হতে হলো, তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। সম্প্রতি … Read More
১৫ জন লোক ঘিরে ধরেছে আমাদের কারিশমা শর্মা হিন্দি সিরিয়ালের পরিচিত মুখ। এছাড়া ‘রাগিণী এম এম এস টু’-এর মতো ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। সেই অভিনেত্রী এবার প্রকাশ… Read More