Thursday, February 21, 2019
আগুনে নিহত যাদের পরিচয় মিলেছে
রাজধানীর চকবাজার আবাসিক এলাকার ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা সর্বশেষ দাঁড়িয়েছে ৭০ জন। সকাল ৯ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে ৬৭ জনের। এর মধ্যে পরিচয় সনাক্ত করা গেছে ৪১ জনের।
তারা হলেন- রাজু (৩০), মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আবু বকর সিদ্দিক (২৭), আলি মিয়া (৭৫), মোসারফ হোসেন(৩৮), কামাল হোসেন (৫২),ইয়ামিন খান রনি (৩২), জুম্মন(৬৫), এনামুল হক অভি (২৮), মজিবর হাওলাদার (৪৫), ওমর (৩৫), মোহাম্মদ আলী (৩২), আবু রায়হান (৩১), আরাফাত (৩), ডা. ইমতিয়াজ ইমরোজ রাসু (২৪), হেলাল (৩০), সোনিয়া (২৮), মিঠু, সাহির, রহিম দুলাল (৪৫), হীরক, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওসার, আয়সা খাতুন, আরমান হোসেন, মামুনুর রশিদ, আবু তাহের, রুবেল হোসেন, সৈয়দ আলাউদ্দিন, মুছা, ইলিয়াস মিয়া, মো. হোসেন বাবু, খলিলুর রহমান, ইসলাম হানিফ, নবী উল্লাহ খান, মিজানুর।
বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ষ্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ২০০ জন কর্মি ছাড়াও কাজ করেছে রেড সেন্ট,বাংলাদেশ স্কাউটসহ অনেকে।
এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া আহত ৪১ জন কে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
Related Posts:
আগুনে নিহত যাদের পরিচয় মিলেছে রাজধানীর চকবাজার আবাসিক এলাকার ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা সর্বশেষ দাঁড়িয়েছে ৭০ জন। সকাল ৯ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।… Read More
সবকিছু ছাই হলেও, অস্তিত্ব রইলো নূরানি কায়দার নূরানি কায়দার – রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক বিবরণ পাওয়া যায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের … Read More
স্বজনরা লাশ পাবেন যেভাবে, জানালেন ডা. সোহেল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত চকবাজারের অগ্নিাকণ্ডের ঘটনায় ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প… Read More
পুড়ে যাওয়া ভবনের ভেতর আবারও বিস্ফোরণ! রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনে এখনও থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় প্রথম বিস্ফোরণের… Read More
চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় এরশাদের শোক রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকশ করে সরকারকে অবিলম্বে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরো… Read More