Monday, February 11, 2019
বয়ফ্রেন্ডকে দিয়ে খোলামেলা ছবি তুলে পোস্ট করলেন অভিনেত্রী!
শর্টকাটে খ্যাতি পাওয়ার আশায় মানুষ কত কিছুই না করে থাকে! যার নতুন নজির গড়লেন রুবিনা দিলায়েক। ইতিমধ্যেই ছোট পর্দার হিন্দি সিরিয়ালে জনপ্রিয় নাম তিনি। 'শক্তি অস্তিত্ব কে এহেসাস কি' নামে একটি সিরিয়ালে 'ট্রান্সজেন্ডার' এর ভূমিকায় অভিনয় করছেন রুবিনা।
এই 'ট্রান্সজেন্ডার' চরিত্র নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তার মা নাকি রুবিনার এই চরিত্রে অভিনয় মেনে নিতে পারেননি।
রুবিনা আসলে সাহসী। তিনি নিজের মতামত ব্যক্ত করতে ভয় পান না। কিন্তু, তা বলে যা ইচ্ছা তাই করবেন? এমনও প্রশ্ন অনেকে তুলেছেন। 'ট্রান্সজেন্ডার' চরিত্র নিয়ে এমনিতেই বিতর্কে ছিলেন রুবিনা, তার মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্ধনগ্ন ছবি।
যথেষ্টই সুন্দরী রুবিনা। তার দুধেআলতা গায়ের রং যে কারোর কাছেই ঈর্ষার। 'ট্রান্সজেন্ডার' এর চরিত্রে অভিনয় করা রুবিনা যে আসলে যথেষ্ট আকর্ষণীয় চেহারার অধিকারী, সেটাই নাকি তিনি দর্শকদের দেখাতে চেয়েছিলেন। কিন্তু, তা বলে অর্ধনগ্ন ছবি পোস্ট?
রুবিনা অবশ্য খুশি লো-কাট বিকিনি পরা এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। এই ছবির জন্য তিনি বয়ফ্রেন্ড অভিনব শুক্লাকেই কৃতিত্ব দিয়েছেন। রুবিনা জানিয়েছেন, তার এই বিকিনি পরা ছবি আসলে অভিনবই তুলে দিয়েছেন।
সম্প্রতি অভিনব শুক্লার সঙ্গে প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছেন রুবিনা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনবের সঙ্গে এই সম্পর্কের কথা স্বীকারও করেছেন। যদিও, হিন্দি টেলি-ইন্ডাস্ট্রির একটি অংশের দাবি, প্রেমিকাকে 'ট্রান্সজেন্টার' এর ভূমিকায় অভিনয় করতে দেখে মোটেও খুশি নন অভিনব। তা হলে কি প্রেমিককে খুশি করতেই স্বল্পবাসে ছবি তুলিয়েছেন রুবিনা?
এমন জল্পনাও চারপাশে ঘুরঘুর করছে। সোশ্যাল মিডিয়ায় সেই অর্ধনগ্ন ছবি পোস্ট করে সাধারণ দর্শককে তার আসল ইমেজ সম্পর্কেই কি অবগত করতে চাইলেন রুবিনা?
Related Posts:
‘ভোট দেওয়া ঘিরে সংঘবদ্ধ ধর্ষণ’ তদন্ত করবে মানবাধিকার কমিশন নোয়াখালীতে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি তদন্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন। মঙ্গলবার (১ জান… Read More
কে হচ্ছেন বিরোধী দলীয় নেতা? একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন এই জোট। আওয়ামী লীগ স… Read More
এবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পালনে রাজি মুহিত, তবে… নতুন সরকারেও অর্থমন্ত্রীর দ্বায়িত্ব পালনে রাজি আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে সেটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই তিনি এ দায়িত… Read More
সেলফোন অপারেটর : তরঙ্গ ফি নির্ধারণ প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সেলফোন অপারেটরদের প্রতিষ্ঠানগুলোকে ফোরজি সেবার লাইসেন্স দেয়া হয় গত বছরের ফেব্রুয়ারিতে। একই সঙ্গে টুজি তরঙ্গের লাইসেন্সের আওতায় দেয়া হয় প্রযুক্তি নি… Read More
বিএনপির জয়ী প্রার্থীরা শপথ নেবেন না : ফখরুল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ী প্রার্থীরা জাতীয় সংসদে যাবেন না এবং তারা শপথগ্রহণ থেকেও বিরত থাকবেন বলে সাফ জানিয়ে দিলেন বিএনপি মহাসচিব মির্… Read More