Monday, February 11, 2019

বয়ফ্রেন্ডকে দিয়ে খোলামেলা ছবি তুলে পোস্ট করলেন অভিনেত্রী!


শর্টকাটে খ্যাতি পাওয়ার আশায় মানুষ কত কিছুই না করে থাকে! যার নতুন নজির গড়লেন রুবিনা দিলায়েক। ইতিমধ্যেই ছোট পর্দার হিন্দি সিরিয়ালে জনপ্রিয় নাম তিনি। 'শক্তি অস্তিত্ব কে এহেসাস কি' নামে একটি সিরিয়ালে 'ট্রান্সজেন্ডার' এর ভূমিকায় অভিনয় করছেন রুবিনা।

এই 'ট্রান্সজেন্ডার' চরিত্র নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তার মা নাকি রুবিনার এই চরিত্রে অভিনয় মেনে নিতে পারেননি।

রুবিনা আসলে সাহসী। তিনি নিজের মতামত ব্যক্ত করতে ভয় পান না। কিন্তু, তা বলে যা ইচ্ছা তাই করবেন? এমনও প্রশ্ন অনেকে তুলেছেন। 'ট্রান্সজেন্ডার' চরিত্র নিয়ে এমনিতেই বিতর্কে ছিলেন রুবিনা, তার মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অর্ধনগ্ন ছবি।

যথেষ্টই সুন্দরী রুবিনা। তার দুধেআলতা গায়ের রং যে কারোর কাছেই ঈর্ষার। 'ট্রান্সজেন্ডার' এর চরিত্রে অভিনয় করা রুবিনা যে আসলে যথেষ্ট আকর্ষণীয় চেহারার অধিকারী, সেটাই নাকি তিনি দর্শকদের দেখাতে চেয়েছিলেন। কিন্তু, তা বলে অর্ধনগ্ন ছবি পোস্ট?


রুবিনা অবশ্য খুশি লো-কাট বিকিনি পরা এই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। এই ছবির জন্য তিনি বয়ফ্রেন্ড অভিনব শুক্লাকেই কৃতিত্ব দিয়েছেন। রুবিনা জানিয়েছেন, তার এই বিকিনি পরা ছবি আসলে অভিনবই তুলে দিয়েছেন।

সম্প্রতি অভিনব শুক্লার সঙ্গে প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছেন রুবিনা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিনবের সঙ্গে এই সম্পর্কের কথা স্বীকারও করেছেন। যদিও, হিন্দি টেলি-ইন্ডাস্ট্রির একটি অংশের দাবি, প্রেমিকাকে 'ট্রান্সজেন্টার' এর ভূমিকায় অভিনয় করতে দেখে মোটেও খুশি নন অভিনব। তা হলে কি প্রেমিককে খুশি করতেই স্বল্পবাসে ছবি তুলিয়েছেন রুবিনা?

এমন জল্পনাও চারপাশে ঘুরঘুর করছে। সোশ্যাল মিডিয়ায় সেই অর্ধনগ্ন ছবি পোস্ট করে সাধারণ দর্শককে তার আসল ইমেজ সম্পর্কেই কি অবগত করতে চাইলেন রুবিনা?

Related Posts: