Wednesday, February 6, 2019
আসর থেকে ‘মুকুটবিহীন সম্রাট’র বিদায়
মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। পরিসংখ্যানই বলবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছেন মাশরাফি। আর দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের দিকে যদি তাকানো হয় তাহলে একথা দ্বিতীয় বার ভাবতে হবে না যে, টুর্নামেন্টটির ইতিহাসে মাশরাফিই সেরা অধিনায়ক। তিনিই ‘মুকুটবিহীন সম্রাট’।
২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটরসে এনে দিয়েছিলেন বিপিএলের প্রথম শিরোপা। পরের বছরও তাকে ধরে রেখেছিল ঢাকা। ফলাফল দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তোলে ঢাকা। এক বছর বিরতির পর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেন মাশারাফি। সেবারও তার হাতেই উঠে শিরোপা।
২০১৬ সালের আসরে মাশরাফির রাজত্বে ভাগ বসান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। তবে পরের বছরেই আবারো হারানো মুকুট পুনরুদ্ধার করেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।
শিরোপা ধরে রাখার মিশনে চলতি আসরেও শক্তিশালী দল পেয়েছিলেন মাশরাফি। আসরের শুরুটা ভালো না হলেও এবি ডি ভিলিয়ার্স যোগ দেয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। দাপট দেখিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে পা রাখে। তবে ফাইনালে উঠা দুইটা সুযোগই হাতছাড়া করে রংপুর। কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারার পর সেই সাকিবের বিপক্ষে হেরেই বিপিএল থেকে বিদায় নিতে হল মাশরাফিকে।
এখন দেখার বিষয় শুক্রবারের ফাইনালে সম্রাজ্য পুনরুদ্ধার করবেন সাকিব নাকি নতুন রাজা হিসেবে আবির্ভূত হবেন ইমরুল কায়েস।
Related Posts:
বিএনপির নির্বাচন বয়কটের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবা… Read More
আগামীকাল নির্বাচনে বড় জয়ের পথে নৌকা : জয় আগামীকাল (৩০ডিসেম্বর) সংসদ নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়… Read More
স্টুডিও ভাড়া নিয়ে ‘গুজবের কনটেন্ট’ তৈরি হতো, বলছে র্যাব স্টুডিও ভাড়া নিয়ে ডকুমেন্টারি আকারে ‘গুজবের ভিডিও’ এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে আটক… Read More
১০৫ নম্বরে এসএমএস করে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুবিধার্থে ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ সার্ভিস শুধু মহা… Read More
ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা রংপুর বিভাগের ৪ জেলার বিলুপ্ত ১১১ ছিটমহলের সাড়ে ৩৭ হাজার বাসিন্দা ভোট উৎসবে মেতেছে। এই ছিটমহলের প্রায় ২১ হাজার ভোটার প্রথমবার ভোটাধিকার প্রযোগ করে … Read More