Tuesday, April 9, 2019
অনলাইনে মোবাইলের বদলে মিলল হুইল সাবান!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন লিটন অনলাইন শপ দারাজে স্যামসাং এস৮ প্লাস এর একটি মোবাইল অর্ডার করেন। কিন্তু অর্ডারকৃত পণ্য কুরিয়ারে আসলে তিনি সেটা উঠাতে গিয়ে প্যাকেট খুলতেই তার চক্ষু চড়কগাছ। কারণ মোবাইলের পরিবর্তে তার প্যাকেটে দেয়া হয়েছে তিনটি হুইল সাবান।
সংবাদমাধ্যমকে এ বিষয়ে আমজাদ হোসেন জানান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে স্যামসাং এস৮ প্লাস অর্ডার করেছিলাম। অর্ডার করার দুইদিন পর ঠাকুরগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি প্যাকেট চলে যায়। ফোন পেয়ে গত ৬ এপ্রিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠাকুরগাঁও সদর শাখায় গিয়ে তিনি মোবাইল ফোনটির দাম ৩৬ হাজার ২৭১ টাকা পরিশোধ করেন। এরপর দারাজ থেকে পাঠানো প্যাকেটটি কুরিয়ার সার্ভিসের লোকজনের সামনেই তিনি খুলে দেখেন ভেতরে কোনো ফোন নেই। ফোনের বদলে রয়েছে তিনটি হুইল সাবান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান ও দারাজের কর্তৃপক্ষকে ফোন করেন।
এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ভুল হয়েছে স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখবে বলে আমাকে জানিয়েছেন দারাজ কর্তৃপক্ষ। আর আমার জন্য একটি স্যামসাং এস৮ প্লাস মোবাইল পাঠাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে সেই ফোন এখনও হাতে পাইনি।
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিসি টিভি ফুটেজে ঘটনাটি রেকর্ড রয়েছে জানিয়ে লিটন আরও বলেন, এইরকম একটি প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করে যদি ফোনের বদলে হুইল সাবান পাই, তাহলে অনলাইনে কেনাকাটা থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে।
এ ব্যাপারে ওই অনলাইন শপের জনসংযোগ কর্মকর্তা ফয়েজ বলেন, ব্যাপারটা আমরা জেনেছি। কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করার চেষ্টা চলছে।
ভুক্তোভোগী গ্রাহকের কাঙ্ক্ষিত মোবাইলটি তারা আবার পাঠিয়েছেন দাবি করে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে ফোনটি তার হাতে পৌঁছে যাবে।
Related Posts:
বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করা হবে: সুব্রামনিয়াম বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশের মাটিতে হিন্দুদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ দখ… Read More
এটা কি করে আউট হয়? প্রতিপক্ষ ভারত। সুতরাং, যেমন ইচ্ছা তেমন আউট দিয়ে দিতেই হবে- এমন মানসিকতাই যদি ম্যাচের আম্পায়ার এবং অফিসিয়ালদের থেকে থাকে, তাহলে আর খেলার দরকারই বা … Read More
কানে আঘাত লেগে কানের পর্দা ফাটলে করণীয় কি কানে আঘাত লেগে- কোনো একটি ঘটনায় কানে আঘাত লাগার কারণে কান দিয়ে সামান্য রক্ত বের হয় এবং কান ব্যথা হয়। এক থেকে দুদিনের মধ্যে ব্যথা কমে যায় এবং কান দ… Read More
বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনালে পৌঁছানো বিশ্বের অনেকের কাছেই গাত্রদাহের কারণ। পাকিস্তানি সাবেক ও সমর্থকরা যেমন পরাজয় মেনে নিতে পারছে না, তাদের … Read More
অসাধারণ শুরুর পরেও ২২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ বিনা উইকেটেই ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় ভালো শুরুটা জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১৫১ রানেই ৫ উইকেট হারানো দলকে… Read More