Monday, May 13, 2019

ছেলের উপহার পেয়ে চমকে গেলেন অপু বিশ্বাস


চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার পুত্র আব্রাম খান জয়। সে এখন শোবিজের ক্ষুদে সেলিব্রেটি। তার স্টাইল, লুক, মায়ের সঙ্গে ছবি, স্কুলজীবন- সবকিছু নিয়ে আলোচনা হয়।

গতকাল ছিলো আন্তর্জাতিক মা দিবস। এদিনও আলোচনায় সে। মা অপু বিশ্বাসকে উপহার দিয়েছে ছোট্ট জয়। মা দিবসে ছেলের কাছ থেকে সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত অপু।

গতকাল একটা ঘোড়ার ছবি এঁকে মাকে উপহার দিয়েছে জয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের আঁকা সেই ছবি শেয়ার করে অপু বিশ্বাস লিখেছেন- ‘মা দিবসের উপহার। জয়, অনেক ভালোবাসি তোমাকে পাপা।’

জয়ের এই উপহার অপু বিশ্বাসকে অনেক আনন্দ দিয়েছে। যার বহির্প্রকাশ তার লেখায়। অপু জানান, আব্রামের মধ্যে নিজের জীবন খুঁজে পান। বলেন, ‘আমার ছেলেই আমার অস্তিত্ব।’

ঢালিউডের তুমুল জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস দম্পতির সন্তান আব্রাম খান জয়। তার জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে।

বহু নাটকীয়তার পর দুদিকে বাঁক নিয়েছে শাকিব-অপুর সংসার। আব্রাম এখন মায়ের সঙ্গেই থাকছে। রাজধানীর বারিধারার আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের প্লে-গ্রুপে পড়ছে সে। অবশ্য বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে। সারপ্রাইজ দিয়ে তার বাবা শাকিব হুট করেই হাজির হন আব্রামের কাছে।

Related Posts:

  • শুটিংয়ের সময় সেটেই যৌন হেনস্থা ‘হর্ন ওকে প্লিস’-এর শুটিংয়ের সময় সেটের মধ্যেই নানা পাঠেকর তাঁকে যৌন হেনস্থা করেছেন। বলে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে বিস্ফোরক দাবি … Read More
  • অজয়কে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন কাজলকে বর্তমানে ‘হেলিকপ্টার ইলা’-র প্রমোশনে ব্যস্ত কাজল। কিন্তু, তার মধ্যেই কাজলকে যে প্রশ্নের মুখোমুখি হতে হলো, তা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। সম্প্রতি … Read More
  • এবার অঙ্কুশকে নিয়ে বোমা ফাটালেন মিমি মারামারি আর ভালবাসাবাসি। এ এক অন্য রকম বন্ধুতা। পুজোতে আসছে তাদের ছবি ‘ভিলেন’। মিমি আর অঙ্কুশ জোট বেঁধে খুনসুটি করলেন। শোনা গিয়েছে, নায়ক অঙ্কুশ ন… Read More
  • ধুম-৪ এ সালমান নয়, থাকছে শাহরুখ বলিউডের আলোচিত চলচ্চিত্রে ধুম। এই নিয়ে এই চলচ্চিত্রে তিনিটি সিরিজ বের হয়েছে। এবার আসছে ধুম-৪। আর এই ছবিতে শোনা গিয়েছিল এবার থাকছে সালমান খান। তবে স… Read More
  • আবার একত্র হচ্ছেন শাকিব-অপু ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম জয়ের তৃতীয় জন্মদিন আজ। ছেলের জন্মদিনে গতবারের মত এবারো গুলশানের একটি রেস্তরাঁয় পার্টি… Read More

0 comments:

Post a Comment