Monday, May 13, 2019
Home »
Bangladesh
» ইফতারের আগেই নামতে পারে বৃষ্টি
ইফতারের আগেই নামতে পারে বৃষ্টি
সকাল থেকেই ভ্যাপসা গরম। তবে গত কয়েক দিনের মতো টানা প্রখর সূর্যের তাপ নেই। মাঝে মাঝে হালকা মেঘাবরণে সূর্যি মামা ঢেকে যাচ্ছে। বইছে মৃদু হাওয়া। এ যেন সূর্য আর মেঘের লুকোচুরি খেলা। নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন নামবে বৃষ্টি। প্রচণ্ড গরমে ঘরে ঘরে জ্বর, ঠান্ডা, কাশি ও গলাব্যথা হচ্ছে। গরমের কারণে রাতে ভালো করে ঘুমও হচ্ছে না অনেকের।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাবউদ্দিন সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় জাগো নিউজকে বলেন, আজ বিকেল থেকে পরবর্তী ৭/৮ ঘণ্টার মধ্য যে কোনো সময়ে রাজধানীতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তবে ইফতারের আগেই বৃষ্টি শুরু হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল রোববার (১২ মে) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ (১৩ মে) দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
Related Posts:
১ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি বেশি থাকবেঃ আবহাওয়া অফিস আগামী দু’দিনের মধ্যে বৃষ্টির সুসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। আজকের আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী মাসের ১ তারিখ থেকে … Read More
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত পরিবর্তন, বুধবার ঈদ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাত ১১টায় এক ব্রিফিংয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্র… Read More
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এক বিব… Read More
এইমাত্র পাওয়া: চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে না। ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। আজ মঙ্গল… Read More
পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে আজকের ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। এর ফলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ … Read More
0 comments:
Post a Comment