Tuesday, June 4, 2019
পরিবার-পরিজন ছাড়া যেভাবে ঈদ উদযাপন করছে টাইগাররা
পরিবার-পরিজন ছাড়া ঈদ। পেশাদার জীবনে সেটি অধিকাংশ ক্রিকেটারের ক্ষেত্রে পুরোনো অভিজ্ঞতা হলেও এবারের ঈদে সবাইকে যেতে হল নতুন আরেক অভিজ্ঞতার ভেতর দিয়ে। ‘শতভাগ নিরাপত্তা’ নিশ্চিত করতে সাধারণের চোখ এড়িয়ে অনেকটা নিভৃতে ঈদের নামাজ আদায় করতে হয়েছে সাকিব-মাশরাফীদের।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে মঙ্গলবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর। সোমবার বিকেল থেকেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের নামাজ পড়া নিয়ে শুরু হয় লুকোচুরি। কোথায়, কীভাবে নামাজ আদায় করা হবে, তা কেউ বলতে পারছিলেন না। নিউজিল্যান্ডের সেই ভয়াবহ ঘটনাই এর জন্য দায়ী।
ক্রিকেটাররা বিদেশে থাকলে সাধারণত একসঙ্গেই নামাজ পড়তে যান। বিসিবির সঙ্গে আলোচনা করে আয়োজকেরাই সবকিছু ব্যবস্থা করে। কিন্তু এবার ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা (আইসিসি) ঈদের নামাজে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে।
এর ভেতর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে শহর থেকে দূরে কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন টাইগার ক্রিকেটাররা। যেখানে মানুষের ভিড় থাকবে কম। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।
এবার ঈদে সাকিব, মাশরাফীর মতো সিনিয়র ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে ইংল্যান্ডে ঈদ করলেও সদ্য বিবাহিতরা সেই সুযোগ পাননি। মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমানকে বিয়ের প্রথম ঈদ পার করতে হল জীবনসঙ্গীকে ছাড়াই।
Related Posts:
মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ক্রিকেটাররা এখন শুধু তারকা নন, কখনও কখনও মহাতারকা। তাদের জনপ্রিয়তার কারণে নানা সময়েই ঘটে অদ্ভুত সব ঘটনা। পছন… Read More
কাবা শরিফের সামনে দাঁড়ানো সাকিব কন্যা উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেই পরদিনই সপরিবারে দেশ ছাড়েন সাকিব আল হাসান। এদিন বিকালে স্ত্রী, কন্যা ও মাকে নিয়ে পবিত্র ওমরা পালন করতে সৌ… Read More
চিটাগাং ভাইকিংসের অধিনায়ক হলেন মুশফিক বাংলাদেশ জতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। অধিনায়ক হিসেবে সাবেক হয়ে যাওয়া জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটারকে বিপিএলে চিটাগাং … Read More
টাইগার ভক্ত শোয়েব আলীর মানবতার গল্প জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের পর আজ (৩ নভেম্বর) সিলেটে শুরু হয়েছে টেস্ট সিরিজ। সবসময় গ্যালারীতে টাইগারদের জন্য গর্জন করা শোয়েব যেতে… Read More
কেক কেটে কাজের মেয়ে কল্পনার জন্মদিন পালন করলেন তাসকিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেস বলার তাসকিন আহমেদ। সম্প্রতি বাবা হয়েছেন এ তারকা টাইগার, বাবা হয়েই আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে না খ… Read More
0 comments:
Post a Comment