Saturday, November 3, 2018

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, জেনে নিন নতুন সময়


আগামীকাল রবিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায়। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমূল হক খান জানান, আগামীকাল রবিবার জেএসসির ইংরেজি প্রথম পত্র আর জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হচ্ছে। রবিবারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে। অন্যান্য দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।

গত ১ নভেম্বরে থেকে সারাদেশে একযোগে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষায় দেবে।

Related Posts: