Saturday, November 3, 2018
রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, জেনে নিন নতুন সময়
আগামীকাল রবিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায়। এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমূল হক খান জানান, আগামীকাল রবিবার জেএসসির ইংরেজি প্রথম পত্র আর জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হচ্ছে। রবিবারের পরীক্ষাগুলো শুক্রবার নেওয়া হবে। অন্যান্য দিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হলেও শুক্রবার পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।
গত ১ নভেম্বরে থেকে সারাদেশে একযোগে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ পরীক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে। তার মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ ছাত্র। দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষায় দেবে।
Related Posts:
বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও বিপিএলের ষষ্ঠ আসর সফলভাবে শেষ করার পর সপ্তম আসর নিয়ে ইতোমধ্যে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড … Read More
সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সব রোগী বের করা হয়েছে রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। অনেক রোগীকে … Read More
জবি’তেও ‘প্রেমবঞ্চিতদের’ বিক্ষোভ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কিছু শিক্ষার্থী। বঞ্চ… Read More
বাংলাদেশে বন্ধ করে দেয়া হচ্ছে টিকটক! নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে ইতিমধ্যে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এর ধারা… Read More
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ড রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। ফায়ার সার্ভিস… Read More