Saturday, November 3, 2018
মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল
বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ক্রিকেটাররা এখন শুধু তারকা নন, কখনও কখনও মহাতারকা। তাদের জনপ্রিয়তার কারণে নানা সময়েই ঘটে অদ্ভুত সব ঘটনা। পছন্দের তারকাদের জন্য কতো পাগলামিই না করেন ভক্তরা! প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে দর্শকদের ঢুকে পড়াটা তাই খুব একটা অপরিচিত ঘটনা নয়।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার সাথে পরপর কয়েকবার ঘটে মাঠে সমর্থক ছুটে আসার ঘটনা। এমনটি ঘটেছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথেও। মেসি-রোনালদোর জন্য ফুটবল মাঠে ও এরকম দৃশ্য অনেকবারই দেখা গেছে।
এবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টেও দেখা গেল তেমন একটি দৃশ্য। সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিন কাটিয়ে দিয়েছে সফরকারী দল। প্রথম দিনের খেলা চলাকালেই ঘটে অদ্ভুত এ ঘটনা।
দ্বিতীয় সেশন চলাকালীন এক কিশোর ভক্ত আচমকা মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এই ঘটনার আকস্মিকতায় মুশফিক আঁতকে উঠেছিলেন বলে জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
খেলায় তখন ৪৮তম ওভার শেষ হয়েছে। নতুন ওভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফিল্ডাররা। এমন সময় পূর্ব গ্যালারি থেকে এক কিশোর গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। ফাইন লেগ থেকে দৌড়ে সে সোজা গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে।
প্রথমে আঁতকে উঠলেও সেই কিশোরকেও জড়িয়ে ধরেন মুশফিক। নিরাপত্তা কর্মীরা পরে পাঁজকোলা করে বাইরে নিয়ে যান ওই কিশোরকে।
এই ঘটনার সময় স্কয়ার লেগে ফিল্ডিং করা আবু জায়েদ দিনশেষে জানিয়েছেন পুরো ঘটনার ছবি, ‘ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌঁড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না।’
‘মুশফিক ভাই তখন বলছে আমি ভয় পাইয়া গেছিলাম রে। ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না। জাস্ট মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল।’
নিরাপত্তারক্ষীরা অবশ্য রসিক নন! তাদের বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে কিশোর ঢুকেছে মাঠে। বেরসিক হওয়াটাই স্বাভাবিক! দ্রুত মাঠে ছুটে আসেন নিরাপত্তায় নিয়োজিত কর্তারা। মুশফিক ইশারায় তার ক্ষুদে ভক্তকে হেনস্থা করতে মানা করেন। আর তাই সীমানার বাইরে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় মুশফিকের ঐ ভক্তকে।
Related Posts:
বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও বিপিএলের ষষ্ঠ আসর সফলভাবে শেষ করার পর সপ্তম আসর নিয়ে ইতোমধ্যে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড … Read More
আসর থেকে ‘মুকুটবিহীন সম্রাট’র বিদায় মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। পরিসংখ্যানই বলবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছেন মাশরাফি। আর… Read More
২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়লো বাংলাদেশ ২০২০ সালের টি-টুয়েন্টি- ২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ সালে অস্ট্রেলিয়াতে অারো একটি বড় টুর্নামেন্ট অায়োজন করবে অাইসিসি। ২০২০ সালে ট… Read More
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করবে বাংলাদ… Read More
পরিবার-পরিজন ছাড়া যেভাবে ঈদ উদযাপন করছে টাইগাররা পরিবার-পরিজন ছাড়া ঈদ। পেশাদার জীবনে সেটি অধিকাংশ ক্রিকেটারের ক্ষেত্রে পুরোনো অভিজ্ঞতা হলেও এবারের ঈদে সবাইকে যেতে হল নতুন আরেক অভিজ্ঞতার ভেতর দিয়ে।… Read More