Thursday, December 27, 2018
মহাজোটের বাইরে জাপার সব প্রার্থীকে সরে দাঁড়ানোর নির্দেশ এরশাদের
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সিদ্ধান্তের বাইরে জাতীয় পার্টি থেকে আলাদাভাবে যে সব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ সংবাদ সম্মেলনের তিনি একথা বলেন।
এবারের নির্বাচনে মহাজোট থেকে ২৯টি আসন পেয়েছে জাতীয় পার্টি। এর বাইরে আলাদাভাবে আরও ১৪০টি আসনে উন্মুক্ত প্রার্থী রাখার কথা জানায় জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল- নৌকা নয়, ধানের শীষ ঠেকাতেই এই প্রার্থী দেওয়া হয়েছে।
মহাজোটের বাইরে আলাদা প্রার্থীদের বিষয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘মহাজোট মনোনীত যেসব প্রার্থী আছে, তারা ছাড়া অন্যদের সরে যেতে হবে। মহাজোটকে বিজয়ী করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।’
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘মহাজোট সরকার উন্নয়নের রোল মডেল। এবারের নির্বাচনে মহাজোটই জিতবে। কারণ বিএনপির অতীত ইতিহাস ভালো না। নৌকা নয়, ধানের শীষ ঠেকাতে জাপার আলাদা প্রার্থী।’
এর আগে ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুককে সমর্থন জানিয়ে আসনটি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন হুসেইন মুহম্মদ এরশাদ।
নির্বাচনী সহিংসতার বিষয়ে তিনি বলেন: প্রতিবারই নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটে। এটা নতুন কিছু নয়। নির্বাচনী ইতিহাসে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি কখনও।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৬ দিন পর ভোটের তিন দিন আগে গতকাল দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। বুধবার রাত ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে অবতরণ করে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে বারিধারার বাড়ির পথে রওনা হন।