Thursday, December 27, 2018
নায়ক ফারুককে সমর্থন দিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এরশাদ
আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককেকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক জরুরি সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফারুক বিকেল ৪টার দিকে দোয়া নিতে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এরশাদ তাকে সমর্থন দিয়ে দোয়া করেন।
সংবাদ সম্মেলন এরশাদ বলেন, ‘আমরা শরীরটা ভালো না। আমার বোন শেখ হাসিনা জন্যই আমি দেশে ফিরে এসেছি। আমি ঢাকা-১৭ আসনটি ছেড়ে দিয়েছি। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুককে সমর্থন দিয়েছি।’
গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাপা চেয়ারম্যান। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জেলা রংপুরের সদর ও শহরের আসনের (রংপুর-৩) পাশাপাশি ঢাকা-১৭ আসনেরও প্রার্থী ছিলেন এরশাদ। নানা গুঞ্জন শেষে অবশেষে আজ আসনটি থেকে সরে দাঁড়ালেন তিনি।