Saturday, December 29, 2018

দীপঙ্কর দীপনের ছবিতে নায়ক সিয়াম!


‘পোড়ামন-২’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষক হয় সিয়াম আহমেদের। এরপর ‘দহন’ ছবিতে অভিনয় করে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি। বাণিজ্যিক ঘরানার এই দুইটি ছবিই পেয়েছে ব্যবসায়িক সাফলতা। এবার  ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের ‘বিট কয়েন স্ক্যাম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নতুন প্রজন্মের আলোচিত এই নায়ক।

শনিবার নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন,‘এই সিনেমায় অভিনয়ের ব্যপারে পরিচালকের সঙ্গে প্রথমিক আলাপ হয়েছে। চূড়ান্ত কিছুই হয়নি। আসলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাটি আসবে সিনেমার প্রযোজক ও নির্মাতার পক্ষ থেকেই। এখন এর বেশি বলা সম্ভব নয়।’

এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বললেন, ‘সিনেমার আর্টিস্ট চূড়ান্ত করার আগে বেশ কিছু কাজ থাকে। সিয়ামের সঙ্গে কথা হয়েছে। পারিশ্রমিক, শুটিং ডেইট এইসব বিষয়য়ে আলাপ চলছে। বাকিটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে আমরা সিনেমার কলাকুশলীদের নাম প্রকাশ করবো।’

‘বিট কয়েন স্ক্যাম’ ছবির মূল থিম হলো দেশের ও সাধারণ মানুষের টাকা যেনো দেশেই থাকে, দেশ থেকে পাচার না হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি।

Related Posts: