Saturday, December 29, 2018

হিরো আলমের অফিসে ভাঙচুর ও হুমকি


হিরো আলমের নির্বাচনী অফিস ভাঙচুর ও তার সমস্ত পোস্টার ছিঁড়ের ফেলা ও নেতা-কর্মীদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, কে বা কারা নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। আমি গতকাল রাতেও ওই অফিসে নির্বাচনী সভা করেছি। এরপরেই আজ সকালে জানতে পারি, আমার অফিস ভাঙচুর করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও ৫ টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

হিরো আলম তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমার কর্মী নজরুল, রাসেল, মোস্তফাসহ আরো অনেককেই ক্রমাগত ফোনে হুমকি দেয়া হচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা খ্যাতি পাওয়া হিরো আলাম।

Related Posts: