Wednesday, December 5, 2018
অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে যা বললেন চাচা অনিল কাপুর
বলিউডের বাতাস বর্তমানে গরম করে রেখেছে অভিনেতা অর্জুন কাপুর ও আইটেম তারকা মালাইকা অরোরার বিয়ের খবর। তারা যে এক বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন, এখানে সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন- এসব খবর পুরনো হয়ে গেছে। অলিগলিতে এখন শুধু ঘুরে বেড়াচ্ছে দুই তারকার বিয়ের খবর।
অসম এ জুটির প্রেম ও বিয়ের খবর নিয়ে ইন্ডাস্ট্রি এবং এর বাইরের মানুষ কে কী ভাবছেন সেটা কোনো বিষয় নয়। অর্জুন-মালাইকা এসব পাত্তাও দিচ্ছেন না। দুই তারকার পরিবার তাদের নিয়ে কী ভাবছেন সেটাই মুখ্য। মঙ্গলবার ‘নো ফিল্টার নেহা সিজন ৩’-অনুষ্ঠানে মালাইকার সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় অর্জুনের চাচা অভিনেতা অনিল কাপুরকে।
জবাবে অনিল বলেন, ‘আমি অর্জুনকে খুব ভালোভাবে চিনি এবং জানি। ও যেটাতে খুশি থাকবে আমি সেটাকেই সমর্থন করব। ওর খুশিতেই আমরা খুশি। ওর ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলব না। আমরা পরিবারের লোকেরা ওকে সমর্থন করব।’
কয়েকদিন আগে ‘কফি উইথ করণ’-এ অর্জুন যখন জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুনের সৎ বোন বোন অর্থাৎ প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও। জাহ্নবীও মালাইকার সঙ্গে দাদার বিয়ের বিষয়ে কোনো আপত্তি তোলেননি। শুধু অর্জুনের কথা শুনে লজ্জায় মুখ ঢেকেছিলেন।