Wednesday, December 5, 2018

প্রিয়াঙ্কার বিয়েতে কী উপহার দিলেন মোদি?


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ ডিসেম্বর মঙ্গলবার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বর-কনে দুজনের জন্যই বিশেষ উপহার নিয়ে এসেছিলেন তিনি।

স্টেজে উঠেই প্রিয়াঙ্কা এবং নিকের হাতে দুটি লাল গোলাপ দিয়েছেন মোদি। বিয়ের উপহার হিসেবে তাদের জন্য এই গোলাপ এনেছেন তিনি। এর আগে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়েতে গিয়েও লাল গোলাপ উপহার দিয়েছিলেন মোদি।

২৪ নভেম্বর প্রিয়াঙ্কা এবং নিক বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে মোদির সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন। দেখা হয়নি, তবে কার্ড রেখে এসেছিলেন।

দিল্লির তাজ প্যালেসে হোটেলে প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের রিসেপশনের জমকালো আয়োজন করা হয়েছে। রিসেপশনে উপস্থিত ছিলেন সেলব্রিটি থেকে শুরু করে রাজনৈতি ব্যক্তিত্বরা। নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের ডেকোরেশন ছিল খুব ছিমছাম। নজর কেড়েছে দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে সাজানো ‘এনপি’।

রিসেপশনে প্রিয়াঙ্কা পড়েছেন গোল্ডেন লেহেঙ্গা। সঙ্গে ডায়ামন্ডের গহনা, সিঁথিতে সিঁদুর এবং হাতে লাল চূড়া। নিকের পরনে ছিল ভেলভেট ব্লু টাক্স ও ট্রাউজার। ফাল্গুনি-শেন এর পিকক কালেকশন এর পোশাক দুটিই।

১ এবং ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান এবং হিন্দু রীতিতে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা এবং নিক এর। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা।

Related Posts: