Friday, May 24, 2019
Home »
Bangladesh
» নখের খোঁচায় উঠে যাচ্ছে রাস্তার পিচ
নখের খোঁচায় উঠে যাচ্ছে রাস্তার পিচ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদীপুর-শ্মশানঘাট সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। হাতের নখের খোঁচাতেই রাস্তার পিচ উঠে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ইউএনওর কাছে অভিযোগ জানিয়েছেন। ইউএনও বিষয়টি দেখার জন্য প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।
স্থানীয়রা জানান, হাতের নখের খোঁচাতেই সদ্য নির্মিত রাস্তার পিচ উঠে যাচ্ছে। রাস্তাটি সংস্কারের সময় এলাকাবাসী ঠিকাদারকে বার বার বললেও তিনি কোনো কর্ণপাত করেননি। যেনতেনভাবে উন্নয়ন কাজটি করা হয়েছে। এলজিইডি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারি উন্নয়ন প্রকল্পে হরিলুট করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
তবে রাস্তার কাজে অনিয়মের বিষয়ে ঠিকাদার আবুল কালাম বলেন, কেরোসিন বেশি পড়ে যাওয়ায় ও রাস্তার নিচে গরুর গোবর থাকায় পিচ উঠেছে। এছাড়া নখের খোঁচায় পিচ উঠে যায় না। স্থানীয় লোকজন কুবুদ্ধি করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
উপজেলা এলজিইডি অফিস থেকে জানায়, হাদীপুর মাদরাসা থেকে শ্মশানঘাট পর্যন্ত ৯৭৫ মিটার ও সখিপুর আরঅ্যান্ডএইচ-কেয়ার রোড পর্যন্ত ৬৮৫ মিটার রাস্তা পিচ করার জন্য একটি প্যাকেজে ৫৪ লাখ ৭৮ হাজার ১৮৫ টাকা বরাদ্দ দেয়া হয়। এলজিইডির আওতায় রাস্তা দুটির কাজ পায় মেসার্স সালেহা এন্টারপ্রাইজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের আবুল কালাম। দরপত্র অনুযায়ী কাজ শুরু হয় চলতি বছরের ১১ এপ্রিল। কাজ শেষ হবে চলতি বছরের দুই জুলাই।
অভিযোগের বিষয়ে দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, ঠিকভাবে রাস্তা নির্মাণ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, অভিযোগ পেয়ে বিষয়টি এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।
Related Posts:
আজ রাত ১২টা থেকে নিষিদ্ধ হচ্ছে যেসব যানবাহন আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে একাদশ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার রাত ১২টা থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট চার দিন সারাদেশ… Read More
কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে কমিউ… Read More
ভোট উৎসবে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা রংপুর বিভাগের ৪ জেলার বিলুপ্ত ১১১ ছিটমহলের সাড়ে ৩৭ হাজার বাসিন্দা ভোট উৎসবে মেতেছে। এই ছিটমহলের প্রায় ২১ হাজার ভোটার প্রথমবার ভোটাধিকার প্রযোগ করে … Read More
স্টুডিও ভাড়া নিয়ে ‘গুজবের কনটেন্ট’ তৈরি হতো, বলছে র্যাব স্টুডিও ভাড়া নিয়ে ডকুমেন্টারি আকারে ‘গুজবের ভিডিও’ এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে আটক… Read More
বিএনপির নির্বাচন বয়কটের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবা… Read More
0 comments:
Post a Comment