Sunday, May 26, 2019
নারীরা জিন্স পরলে সন্তান হতে পারে হিজড়া!
যুগে যুগে পোশাকেও আসে পরিবর্তন। নারীরাও বেছে নেন তাদের পছন্দের পোশাক। নিজেকে আকর্ষণীয় করতে অনেকেই পরেন জিন্স প্যান্ট এবং শার্ট। কিন্তু এবার এমন পোশাককেই হুমকি হিসেবে উল্লেখ করেছেন এক অধ্যাপক। এ জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ওই অধ্যাপককে। তবে তাতে তিনি দমে যাননি।
গণমাধ্যম সূত্রে জানা যায়, অধ্যাপক রজিত কুমার বলেছেন, ‘মেয়েরা জিন্স পরলে ‘হিজড়া’ সন্তান প্রসব করতে পারেন। শুধু জিন্সই নয়, যে কোনো পুরুষ পোশাক ব্যবহারেই এমন বিপদ হতে পারে।’ বোটানির এ অধ্যাপক সচেতনতামূলক ক্লাস নিতে গিয়ে এমন দাবি করেছেন। ভারতের কেরালার কাসারাগড়ের অধ্যাপক রজিত শিক্ষার্থীদের কাছে এমনটাই দাবি করেছেন।
অধ্যাপক বলেছেন, ‘যে সব নারীরা জিন্স, শার্ট ইত্যাদি পুরুষ পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন।’ তিনি দাবি করেন, কেরালায় তিন লাখেরও বেশি হিজড়া রয়েছে। শুধু তা-ই নয়, লাইফ স্টাইল তার বিষয় না হলেও তিনি অনেক অনেক বিস্ময়কর দাবি করেছেন। তবে সে সব দাবি কতটা বৈজ্ঞানিক তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি সচেতনতা তৈরি করতে গিয়ে বলেছেন, ‘যে সব দম্পতির জীবনযাপন নারী, পুরুষ বিভাজন মেনে; তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে।’ তার দাবি অনুযায়ী, চরিত্রহীন বাবা-মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভুগে থাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তার এ ধরনের সচেতনতামূলক বক্তব্যে মেয়েদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তবু তিনি দমে যাননি। তিনি তার ‘সচেতনতা সভা’ চালিয়েই যাচ্ছেন। জিন্স প্রসঙ্গে এমন ‘হিজড়াতত্ত্ব’ কেবল তিনিই আবিষ্কার করেছেন।
Related Posts:
কীভাবে বুঝবেন কোন মেয়ে আপনার প্রেমে (love) পড়েছে কিনা? কোন মেয়ে আপনার প্রেমে পড়েছে কিনা কিংবা আপনার মনের মানুষটি আপনাকে ভালবাসে কিনা ,তা জানার সহজ উপায়। কাউকে পছন্দ করে ফেলা খুব আপেক্ষিক একটি ব্যাপার। য… Read More
প্রেমের শুরুতে প্রেমিকার সঙ্গে ভুলেও যা করবেন না প্রেমে (love) পড়ার পর সম্পর্কের(relation) প্রথম দিকে একে অপরের সঙ্গে ভালো সময় কাটানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে সঙ্গীর সুখের জন্য নিজেকে ব… Read More
এই ৬টি প্রাণীর উপদ্রব চিরতরে দূর করার কিছু কৌশল জেনে নিন ছয়টি প্রাণীর উপদ্রব-নানা কারণে ঘর বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয়। আর একবার কোন পোকা ঘরে বসবাস start করলে তা আর সহজে যেতে চায় না। বিশেষ করে মশা, তেল… Read More
নারীর ৮টি গোপন অঙ্গভঙ্গি যা একজন পুরুষকে পাগল করে নারীর রূপের পূজারি পুরুষ (male)। প্রতিটি পুরুষই (male) চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুন আছে।… Read More
নারীর ৮টি গোপন অঙ্গভঙ্গি যা একজন পুরুষকে পাগল করে নারীর রূপের পূজারি পুরুষ (male)। প্রতিটি পুরুষই (male) চায় তার সঙ্গী অবশ্যই স্মার্ট এবং আকর্ষণী হবে। তাকে আকৃষ্ট করবে। আর নারীর কিছু আলাদা গুন আছে।… Read More
0 comments:
Post a Comment