This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday, April 16, 2020

মাত্র ১০০ ঘন্টার মধ্যে করোনার ভাইরাস ধ্বংস করে ফেলা সম্ভব - ড. মুসা বিন শমসের


বিশ্বব্যাপী ল’কডা’উন সিস্টেম মোটেই উদার ধারণা নয়। ড. মুসা বিন শমসের এবং তার ব্যবসায়িক অংশীদার ভ’য়ঙ্ক’র অ’স্ত্র ব্যবসায়ী আদনান এম. কাশোগি (খাশোকজি) বিশ্বের বহু দেশকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের জন্য বিরাট অবদান রেখেছেন।

বিশেষভাবে আদনান কাশোগি উত্তর কোরিয়া এবং ইরানকে বিশ্বের সবচেয়ে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পরিণত করেছেন। ড. মূসা পুরোপুরি চ্যালেঞ্জ করে জানিয়েছিলেন যে, নাসা যদি সেলফার ডাস্টের সাথে পারমাণবিক ধূলিকণা মিশ্রনে ঘন ধোঁয়া তৈরী করে এবং আমেরিকান এয়ার ফোর্সের মাধ্যমে এই ধোঁয়া সারা বিশ্বে ১০ হাজার ফুট উপরে থেকে ছড়িয়ে দিতে পারে তাহলে করোনা ভাইরাসের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

মানব স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে বিজ্ঞানীরা আরও কিছু উপাদান যুক্ত করতে পারেন এর সাথে। বিশ্ব নেতৃবৃন্দের ধারণা নেই যে করোনার ভাইরাস আ’ক্রান্ত রোগী’রা যারা সুস্থ হয়ে
হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে তারা আবারও আক্রান্ত হবে। সুতরাং, বিশ্ব নেতাদের জন্য বিজ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে ড. মূসা বিন শমসেরের এই অভূতপূর্ব তত্ত্বটি বাস্তবায়নের জন্য সর্বসম্মতভাবে এগিয়ে আসার সময় এসেছে।

অন্য কোনও চিকিৎসা এবং কোনও ওষুধই করোনা ভাইরাস নামক এই বিপজ্জনক অনিবার্য মহামারী থেকে এই বিশ্বকে বাঁচাতে পারবে না। বিশ্ব নেতৃবৃন্দ যদি বাস্তবায়নে ব্যর্থ হন তবে কিয়ামতের দিনটি আসন্ন।

গৌরিকে নামাজ পড়তে বললেন শাহরুখ খান, যা বললেন স্ত্রী গৌরি


শাহরুখ খান এবং গৌরী খানের বিয়ে বলিউডের অন্যতম আলোচিত একটি বিষয়।

শাহরুখের যখন বলিউডে সবে হাতেখড়ি হয়,

সেই সময় তাঁর সঙ্গে সাতপাক ঘোরেন গৌরী।

পঞ্জাবি পরিবার থেকে এসে তিনি যেভাবে গুছিয়ে তোলেন শাহরুখের সংসার,

তা যে কোনও দম্পতির কাছে এক অন্যন্য উদাহরণ।

কিন্তু, শাহরুখ খানের সঙ্গে গৌরীর বিয়ে নিয়ে কি খুশি ছিল কন্যা পক্ষ?

ফরিদা জালাল-এর এক সাক্ষাতকারে এ বিষয়ে বেশ রসিয়ে উত্তর দেন শাহরুখ খান।

তিনি বলেন, বিয়ের পর রিসেপশনের সময় তিনি দেখেন,

গৌরীর বাড়ির প্রত্যেকে হাজির। তাঁরা নিজেদের মধ্যে পঞ্জাবিতে কথা বলছেন।

শুধু তাই নয়, বিয়ের পর শাহরুখ কি গৌরীর ধর্ম পরিবর্তন করে দিয়েছেন, নাম পাল্টে দিয়েছেন,

এমন সব আলোচনায় যেন তাঁরা বিভোর ছিলেন ওই সময়।

গৌরীর বাড়ির লোকের আলোচনা শুনে হেসে ফেলেন শাহরুখ খান।

এবং মজা করেই বলেন, এবার থেকে গৌরীকে ‘বোরখা’ পরে বাইরে বের হতে হবে। নামও ফেলতে হবে পাল্টে।

এবার থেকে গৌরী খানের নাম আয়েশা হবে বলেও রিসেপশনে জানান শাহরুখ।

যা শুনে গৌরীর বাড়ির লোক কার্যত অবাক হয়ে যান।

এবং রাগে ফুঁসতে শুরু করেন। কিন্তু, যাঁর মনে যাই হোক না কেন,

মজা করার ফল যে এমন হতে পারে, তা কল্পনাও করতে পারেননি বলে জানান শাহরুখ।

এরপরই এসআরকে আরও বলেন, বিয়ে এবং রিসেপশন মিলিয়ে যা হয়েছিল, তা চিরকাল মনে থাকবে তাঁর।

কিন্তু, কোনও ধর্মকে অসম্মান কখনও করেননি তিনি। ভবিষ্যতেও করবেন না বলে সাক্ষাত্কারে জানান শাহরুখ।

গৌরী খান যদিও কখনও বাড়ি ছেড়ে চলে যান, তখন শাহরুখ কী করবেন বলে ওই সাক্ষাতকারে প্রশ্ন করা হয়।

যার উত্তরে শাহরুখ বলেন, এমন কোনও দিন নেই, যেদিন বাড়ি থেকে বেরিয়ে যাবেন বলে হুমকি না দিয়ে থাকেন তাঁর স্ত্রী।

কিন্তু, গৌরী যদি কখনও বাড়ি ছেড়ে যান, তাহলে জামা ছিঁড়ে রাস্তার উপর গান গাইতে শুরু করবেন তিনি।

আর সেটা দেখার পর গৌরী আবার তাঁর কাছে ফিরে আসবেন বলেও জানান শাহরুখ খান।

পাশাপাশি শাহরুখ আরও বলেন, মহিলাদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয়।

১৪ থেকে ৪০, প্রত্যেক বয়সের মহিলাদের কাছেই তিনি কিং খান।

তা সত্ত্বেও তাঁর নামে কোনও কেচ্ছা, কেলেঙ্কারি নেই বলেও দাবি করেন শাহরুখ খান।

যদিও, ‘ডন টু’-এর সময় শাহরুখ খান প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ান বলে শোনা যায়।

এমনকী, দুবাইতে গিয়ে শাহরুখ প্রিয়াঙ্কাকে বিয়ে করেন বলেও শোনা যায়।

যদিও ওই গুঞ্জনের সত্যতা কত, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

Thursday, June 20, 2019

‘আব্বাস’ চলচ্চিত্রের প্রথম পোস্টারেই চমক


প্রকাশ হলো সাইফ চন্দন পরিচালিত ছবি ‘আব্বাস’ চলচ্চিত্রের প্রথম পোস্টার। নতুন লুকের চমক নিয়ে পোস্টারে হাজির হয়েছেন চিত্রনায়ক নিরব। বৃহস্পতিবার দুপুরে পোস্টারটি প্রকাশের পর থেকেই প্রসংশা পাচ্ছে দর্শকের। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ জুলাই।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ ছবির কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। পোস্টারে দেখা যাচ্ছে, পুরান ঢাকার একটি গলিতে দাঁড়িয়ে আছেন নিরব। গলায় ঝোলানো লকেটে আঙুল রাখা তার। অন্য হাতে ভর দিয়েছেন কোমরে।

ছবিতে নিজের চরিত্র নিয়ে নিরব বলেন, ‘এই আমি ছবিতে পুরান ঢাকার সন্ত্রাসী ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করছি। যেখানে দেখা যাবে আব্বাস নামে এক ছেলের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস হয়ে উঠার চিত্র। গল্প, সংলাপ, নাচ, গান, মারপিট সবকিছু মিলিয়ে মশলাদার বিনোদনের দারুণ একটি প্যাকেজ ‘আব্বাস’ সিনেমা।’

‘আব্বাস’ চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা। চলচ্চিত্রে নিরব-সাবা জুটি এবারই প্রথম। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। নিরব, সাবা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ডন, আলেকজান্ডার বো প্রমুখ।

এর আগে সাইফ চন্দন নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কায়েস আরজু ও আইরিন। ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির মাধ্যমে চলচ্চিত্র শুরু করেন সাইফ চন্দন। এরই মধ্যে নির্মাণ করেছেন ‘টার্গেট’। ‘আব্বাস’ তার তৃতীয় চলচ্চিত্র।

Tuesday, June 18, 2019

পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ


সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে আজকের ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে।

এর ফলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ খেলায় পাঁচ পয়েন্ট। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ টনটনে সোমবারের খেলায় টসে জিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩২১ রান করে। শাই হোপ সর্বোচ্চ ১৯১ বলে ৯৬ রান করেন। লুইস এবং হেটমেয়ার করেন যথাক্রমে ৭০ ও ৫০ রান।

জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫২ রানে সৌম্য সরকারের (২৯) উইকেটটি হারায়। এর পর ১২১ রানের মাথায় তামিম ইকবাল আউট হন ৪৮ রান করে। এর পর মুশফিকুর রহিম মাত্র ১ রান করে আউট হলে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

কিন্তু সাকিব আল হাসান এবং লিটন দাস চমৎকার ব্যাটিং করে চতুর্থ উইকেটে ১৮৯ রান তোলেন। সাকিব আল হাসান ৯৯ বলে ১২৪ আর লিটন দাস ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের পরের ম্যাচ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Tuesday, June 4, 2019

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত পরিবর্তন, বুধবার ঈদ


পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

রাত ১১টায় এক ব্রিফিংয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখে গেছে। তাই বৃহস্পতিবার নয়, বুধবারই পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমের সভাকক্ষে  জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে না। বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।’

তিনি বলেন, সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এমতাবস্থায়, আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে এবং এদিন ১ শাওয়াল সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কাল নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দুরন্ত বাংলাদেশ


শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করার পর আগামীকাল দ্বাদশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুরন্ত বাংলাদেশ। বিশ্বকাপের নবম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। খবর বাসসের।

প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগারবাহিনী। আত্মবিশ্বাসের সাথেই কিউইদের মোকাবেলা করতে নামবে মাশরাফির দল। বাংলাদেশের মত দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে নিউ জিল্যান্ডও। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে আগামীকালের বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ।

২ জুন বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। ফেভারিটের তকমাটা ছিলো প্রোটিয়াদের উপরই। কিন্তু ফেভারিটের তকমা ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে বাংলাদেশ। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে মাশরাফির দল।

ওভালের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় বাংলাদেশকে। মুশফিকুর রহিমের ৮০ বলে ৭৮, সাকিব আল হাসানের ৮৪ বলে ৭৫ ও শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের উপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

জবাবে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিং ও দুই স্পিনার সাকিব আল হাসান মেহেদি হাসানের বুদ্ধিদীপ্ত বোলিং-এর সামনে লক্ষ্যে স্পর্শ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করে ম্যাচ হারে প্রোটিয়ারা।

দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। তারপরও প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের ব্যাপারে বেশ সর্তক বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে তেমনটাই বলেছিলেন ঐ ম্যাচের সেরা সাকিব, ‘নিউ জিল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য। কারণ তারা আইসিসি’র ইভেন্টগুলাতে সব সময় খুবই ভালো পারফরমেন্স করে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি আমাদের অনেক কাজে দিবে পরের ম্যাচে। কিন্তু এটিও মনে রাখতে হবে, নিউ জিল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভালো দলের বিপক্ষে। তাই স্বাভাবিকভাবেই আমাদের সেরা খেলাটা খেলতে হবে। যদি আমরা সবকিছু ঠিক-ঠাকভাবে করতে পারি, ফলাফল ভালো হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি বাংলাদেশকে আত্মবিশ্বাসী রাখবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার দলপতি বলেন, ‘আমাদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আমাদের সেটি নিয়েই পরিকল্পনা করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কি পরিকল্পনা করছি, সেগুলো ঠিক-ঠাক করতে পারছি কি-না এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের কাছে এগুলোই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজকে জিতেছি, তাই আত্মবিশ্বাস ভালো থাকবে। তবে আমার কাছে মনে হয়, আরো বেশি চ্যালেঞ্জ আসবে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ আরও বেশি অপেক্ষা করছে। তাই আরও বেশি পরিকল্পনা করে ব্যাটসম্যানরা কিভাবে বড় ইনিংস খেলবে সেদিকে ফোকাস হওয়া উচিত। সেই সাথে ম্যাচটি কিভাবে আরও ভালো খেলা যায়।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু স্মৃতি রয়েছে বাংলাদেশের। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে ১০টিতে জয় ও ২৪টিতে হার। এরমধ্যে ২০১০ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জয়, ২০১৩ সালে আবারো দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এছাড়া গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে গ্রুপ ‘এ’র ম্যাচে কার্ডিফে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ। তাই এমন সব স্মৃতি বাংলাদেশ দলকে আরও একটি বিজয়ের জন্য যে চাঙ্গা করবে এতে কোন সন্দেহ নেই।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

এছাড়াও বিবৃতিতে শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

তিনি বলেন, ‘ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।’

এছাড়াও অপর এক বিবৃতিতে দেশের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদুল ফিতরে তিনি দেশবাসীর মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

পরিবার-পরিজন ছাড়া যেভাবে ঈদ উদযাপন করছে টাইগাররা


পরিবার-পরিজন ছাড়া ঈদ। পেশাদার জীবনে সেটি অধিকাংশ ক্রিকেটারের ক্ষেত্রে পুরোনো অভিজ্ঞতা হলেও এবারের ঈদে সবাইকে যেতে হল নতুন আরেক অভিজ্ঞতার ভেতর দিয়ে। ‘শতভাগ নিরাপত্তা’ নিশ্চিত করতে সাধারণের চোখ এড়িয়ে অনেকটা নিভৃতে ঈদের নামাজ আদায় করতে হয়েছে সাকিব-মাশরাফীদের।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে মঙ্গলবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর। সোমবার বিকেল থেকেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের নামাজ পড়া নিয়ে শুরু হয় লুকোচুরি। কোথায়, কীভাবে নামাজ আদায় করা হবে, তা কেউ বলতে পারছিলেন না। নিউজিল্যান্ডের সেই ভয়াবহ ঘটনাই এর জন্য দায়ী।

ক্রিকেটাররা বিদেশে থাকলে সাধারণত একসঙ্গেই নামাজ পড়তে যান। বিসিবির সঙ্গে আলোচনা করে আয়োজকেরাই সবকিছু ব্যবস্থা করে। কিন্তু এবার ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা (আইসিসি) ঈদের নামাজে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে।

এর ভেতর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে শহর থেকে দূরে কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন টাইগার ক্রিকেটাররা। যেখানে মানুষের ভিড় থাকবে কম। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।

এবার ঈদে সাকিব, মাশরাফীর মতো সিনিয়র ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে ইংল্যান্ডে ঈদ করলেও সদ্য বিবাহিতরা সেই সুযোগ পাননি। মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমানকে বিয়ের প্রথম ঈদ পার করতে হল জীবনসঙ্গীকে ছাড়াই।