This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label sports. Show all posts
Showing posts with label sports. Show all posts

Tuesday, June 18, 2019

পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ


সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে আজকের ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে।

এর ফলে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ খেলায় পাঁচ পয়েন্ট। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে গেল বাংলাদেশ।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এ টনটনে সোমবারের খেলায় টসে জিতে প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ৩২১ রান করে। শাই হোপ সর্বোচ্চ ১৯১ বলে ৯৬ রান করেন। লুইস এবং হেটমেয়ার করেন যথাক্রমে ৭০ ও ৫০ রান।

জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ৫২ রানে সৌম্য সরকারের (২৯) উইকেটটি হারায়। এর পর ১২১ রানের মাথায় তামিম ইকবাল আউট হন ৪৮ রান করে। এর পর মুশফিকুর রহিম মাত্র ১ রান করে আউট হলে বাংলাদেশের সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল।

কিন্তু সাকিব আল হাসান এবং লিটন দাস চমৎকার ব্যাটিং করে চতুর্থ উইকেটে ১৮৯ রান তোলেন। সাকিব আল হাসান ৯৯ বলে ১২৪ আর লিটন দাস ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের পরের ম্যাচ ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

Tuesday, June 4, 2019

কাল নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দুরন্ত বাংলাদেশ


শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করার পর আগামীকাল দ্বাদশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুরন্ত বাংলাদেশ। বিশ্বকাপের নবম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। খবর বাসসের।

প্রোটিয়াদের ২১ রানে হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগারবাহিনী। আত্মবিশ্বাসের সাথেই কিউইদের মোকাবেলা করতে নামবে মাশরাফির দল। বাংলাদেশের মত দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে নিউ জিল্যান্ডও। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে আগামীকালের বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ।

২ জুন বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করে বাংলাদেশ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলো দক্ষিণ আফ্রিকা। ফেভারিটের তকমাটা ছিলো প্রোটিয়াদের উপরই। কিন্তু ফেভারিটের তকমা ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে বাংলাদেশ। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলে মাশরাফির দল।

ওভালের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় বাংলাদেশকে। মুশফিকুর রহিমের ৮০ বলে ৭৮, সাকিব আল হাসানের ৮৪ বলে ৭৫ ও শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদের ৩৩ বলে অপরাজিত ৪৬ রানের উপর ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

জবাবে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত বোলিং ও দুই স্পিনার সাকিব আল হাসান মেহেদি হাসানের বুদ্ধিদীপ্ত বোলিং-এর সামনে লক্ষ্যে স্পর্শ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৯ রান করে ম্যাচ হারে প্রোটিয়ারা।

দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। তারপরও প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের ব্যাপারে বেশ সর্তক বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে তেমনটাই বলেছিলেন ঐ ম্যাচের সেরা সাকিব, ‘নিউ জিল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য। কারণ তারা আইসিসি’র ইভেন্টগুলাতে সব সময় খুবই ভালো পারফরমেন্স করে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি আমাদের অনেক কাজে দিবে পরের ম্যাচে। কিন্তু এটিও মনে রাখতে হবে, নিউ জিল্যান্ডও নিজেদের প্রথম ম্যাচে ১০ উইকেটে জিতেছে ভালো দলের বিপক্ষে। তাই স্বাভাবিকভাবেই আমাদের সেরা খেলাটা খেলতে হবে। যদি আমরা সবকিছু ঠিক-ঠাকভাবে করতে পারি, ফলাফল ভালো হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টি বাংলাদেশকে আত্মবিশ্বাসী রাখবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার দলপতি বলেন, ‘আমাদের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। আমাদের সেটি নিয়েই পরিকল্পনা করতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কি পরিকল্পনা করছি, সেগুলো ঠিক-ঠাক করতে পারছি কি-না এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের কাছে এগুলোই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আজকে জিতেছি, তাই আত্মবিশ্বাস ভালো থাকবে। তবে আমার কাছে মনে হয়, আরো বেশি চ্যালেঞ্জ আসবে। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ আরও বেশি অপেক্ষা করছে। তাই আরও বেশি পরিকল্পনা করে ব্যাটসম্যানরা কিভাবে বড় ইনিংস খেলবে সেদিকে ফোকাস হওয়া উচিত। সেই সাথে ম্যাচটি কিভাবে আরও ভালো খেলা যায়।’

নিউ জিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু স্মৃতি রয়েছে বাংলাদেশের। কিউইদের বিপক্ষে এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে টাইগাররা। এরমধ্যে ১০টিতে জয় ও ২৪টিতে হার। এরমধ্যে ২০১০ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে জয়, ২০১৩ সালে আবারো দেশের মাটিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এছাড়া গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে গ্রুপ ‘এ’র ম্যাচে কার্ডিফে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ। তাই এমন সব স্মৃতি বাংলাদেশ দলকে আরও একটি বিজয়ের জন্য যে চাঙ্গা করবে এতে কোন সন্দেহ নেই।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

পরিবার-পরিজন ছাড়া যেভাবে ঈদ উদযাপন করছে টাইগাররা


পরিবার-পরিজন ছাড়া ঈদ। পেশাদার জীবনে সেটি অধিকাংশ ক্রিকেটারের ক্ষেত্রে পুরোনো অভিজ্ঞতা হলেও এবারের ঈদে সবাইকে যেতে হল নতুন আরেক অভিজ্ঞতার ভেতর দিয়ে। ‘শতভাগ নিরাপত্তা’ নিশ্চিত করতে সাধারণের চোখ এড়িয়ে অনেকটা নিভৃতে ঈদের নামাজ আদায় করতে হয়েছে সাকিব-মাশরাফীদের।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ইংল্যান্ডে মঙ্গলবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর। সোমবার বিকেল থেকেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের নামাজ পড়া নিয়ে শুরু হয় লুকোচুরি। কোথায়, কীভাবে নামাজ আদায় করা হবে, তা কেউ বলতে পারছিলেন না। নিউজিল্যান্ডের সেই ভয়াবহ ঘটনাই এর জন্য দায়ী।

ক্রিকেটাররা বিদেশে থাকলে সাধারণত একসঙ্গেই নামাজ পড়তে যান। বিসিবির সঙ্গে আলোচনা করে আয়োজকেরাই সবকিছু ব্যবস্থা করে। কিন্তু এবার ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা (আইসিসি) ঈদের নামাজে যাওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করে।

এর ভেতর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, কোলাহলপূর্ণ জায়গা ছেড়ে শহর থেকে দূরে কোনো মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন টাইগার ক্রিকেটাররা। যেখানে মানুষের ভিড় থাকবে কম। শেষ পর্যন্ত হয়েছে সেটাই।

এবার ঈদে সাকিব, মাশরাফীর মতো সিনিয়র ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের সঙ্গে ইংল্যান্ডে ঈদ করলেও সদ্য বিবাহিতরা সেই সুযোগ পাননি। মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমানকে বিয়ের প্রথম ঈদ পার করতে হল জীবনসঙ্গীকে ছাড়াই।

Monday, May 13, 2019

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ প্রথমে ফিল্ডিং করবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশের আজ (সোমবার) সেই লক্ষ্যপূরণের ম্যাচ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের ফাইনালের প্রতিপক্ষ হিসেবে নাম লেখাবে মাশরাফি বিন মর্তুজার দল।

৩ ম্যাচে ২ জয়ে ১টি বোনাস পয়েন্টসহ ৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সবার উপরে। ২ ম্যাচে এক জয়ের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।

আর ৩ ম্যাচে একটি পরিত্যক্ত ম্যাচের সুবাদে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে স্বাগতিক আয়ারল্যান্ড। আজ বাংলাদেশ হারলে আইরিশদের একটা সুযোগ থাকবে, শেষ ম্যাচে এই দুই দলই লড়বে।

Wednesday, February 13, 2019

বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও


বিপিএলের ষষ্ঠ আসর সফলভাবে শেষ করার পর সপ্তম আসর নিয়ে ইতোমধ্যে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, আগামী আসরে বরিশাল থেকে পুনরায় দল ফিরবে বিপিএলে। এছাড়া নোয়াখালীর প্রতিনিধিত্ব করেও একটি দল দেখা যেতে পারে বিপিএলের মঞ্চে।

বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও এর আগে বরিশাল বুলস বিপিএলে খেলেছিল বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল হিসেবে।

এমনটাই উল্লেখ করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে। সপ্তম বিপিএলে তাই দল সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯-এ।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বরিশাল তো অনেক আগে থেকেই চেষ্টা করছে আরেকটি দল নিয়ে বিপিএলে ফেরার জন্য। নোয়াখালী জেলা থেকেও যারা সাপোর্ট করেন তাদের মধ্য থেকেও চাচ্ছেন তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হোক। সবকিছু নির্ভর করছে তাদের আন্তরিকতার উপর।’

এদিকে বিপিএলের দর্শকপ্রিয়তা বাড়াতে সিলেট ও চট্টগ্রামে ম্যাচ বাড়ানোর কথা ভাবছে বিসিবি। ষষ্ঠ বিপিএলেও সিলেট ও চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো ছিল দর্শকে ঠাসা। সেদিন বিবেচনায় অনেকটাই ফাঁকা ছিল ঢাকার ম্যাচগুলো। যদিও এবারও ঢাকায়ই হয়েছে সিংহভাগ ম্যাচ। সিলেট-চট্টগ্রামে ম্যাচ সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে দেখা যেতে পারে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে, যেখানে ইতিপূর্বেও আয়োজিত হয়েছিল বিপিএলের ম্যাচ।

জালাল ইউনুস বলেন, ‘সিলেট ও চট্টগ্রামে বেশি করে খেলা দিতে পারলে আমি মনে করি আগ্রহ আরও বাড়বে। কোনো সন্দেহ নেই, খুলনা বেশ ভালো একটি ভেন্যু। স্টেডিয়াম ভালো, মাঠ ভালো। দর্শকও প্রচুর পাওয়া যাবে। এটা আমাদের মাথায় আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন- কবে মাঠে গড়াবে সপ্তম বিপিএল? বিপিএল গভর্নিং কাউন্সিল এই বছরেই আরও একটি আসর মাঠে গড়াতে চাইলেও ফ্র্যাঞ্চাইজিরা একই বছরে দুটি আসরে অংশ নিতে নারাজ- এমনটিই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ২০২০ সালের জানুয়ারিই হতে পারে বিপিএলের আগামী মৌসুম শুরুর সময়।

জালাল ইউনুসের ভাষ্য, ‘ডিসেম্বর হচ্ছে সঠিক সময়। আপনারা জানেন জুলাই থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে।’

Wednesday, February 6, 2019

আসর থেকে ‘মুকুটবিহীন সম্রাট’র বিদায়


মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। পরিসংখ্যানই বলবে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সবচেয়ে বেশি সফলতা এনে দিয়েছেন মাশরাফি। আর দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ বিপিএলের দিকে যদি তাকানো হয় তাহলে একথা দ্বিতীয় বার ভাবতে হবে না যে, টুর্নামেন্টটির ইতিহাসে মাশরাফিই সেরা অধিনায়ক। তিনিই ‘মুকুটবিহীন সম্রাট’।

২০১২ সালে ঢাকা গ্লাডিয়েটরসে এনে দিয়েছিলেন বিপিএলের প্রথম শিরোপা। পরের বছরও তাকে ধরে রেখেছিল ঢাকা। ফলাফল দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তোলে ঢাকা। এক বছর বিরতির পর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেন মাশারাফি। সেবারও তার হাতেই উঠে শিরোপা।

২০১৬ সালের আসরে মাশরাফির রাজত্বে ভাগ বসান ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। তবে পরের বছরেই আবারো হারানো মুকুট পুনরুদ্ধার করেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

শিরোপা ধরে রাখার মিশনে চলতি আসরেও শক্তিশালী দল পেয়েছিলেন মাশরাফি। আসরের শুরুটা ভালো না হলেও এবি ডি ভিলিয়ার্স যোগ দেয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। দাপট দেখিয়ে টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে পা রাখে। তবে ফাইনালে উঠা দুইটা সুযোগই হাতছাড়া করে রংপুর। কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারার পর সেই সাকিবের বিপক্ষে হেরেই বিপিএল থেকে বিদায় নিতে হল মাশরাফিকে।

এখন দেখার বিষয় শুক্রবারের ফাইনালে সম্রাজ্য পুনরুদ্ধার করবেন সাকিব নাকি নতুন রাজা হিসেবে আবির্ভূত হবেন ইমরুল কায়েস।

Friday, January 18, 2019

২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়লো বাংলাদেশ


২০২০ সালের টি-টুয়েন্টি- ২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ সালে অস্ট্রেলিয়াতে অারো একটি বড় টুর্নামেন্ট অায়োজন করবে অাইসিসি। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায। পুরুষ ও নারী বিশ্বকাপের ওই টুর্নামেন্টের জন্য নিজেদের ভেুন্যগুলোর নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই প্রথমবারের মতো একই দেশে এবং একই বছর নারী ও পুরুষের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিজেদের আঙ্গিনায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ভেন্যুগুলো হচ্ছে অ্যাডিলেইড, ব্রিসবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, পার্থ, সিডনি ও মেলবোর্ন।



পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ অক্টোবর থেকে শুরু করে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে নারীদের বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি । আর সেই টুর্নামেন্টের পর্দা নামবে ৮ই মার্চ।

তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য বড় ধারনের দুঃসংবাদ অপেক্ষা করছে। বিশ্বকাপে সরাসরি খেলা এখনো অনিশ্চিত বাংলাদেশের জন্য। তার কারন ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে র্র্যাংকিংয়ে থাকা প্রথম ৮ দল। বাকি দল গুলিকে খেলতে হবে প্লে-অফ পর্ব। তবে ঠিক কয়টি দল টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে এটা এখনো অনিশ্চিত। ধারনা করা হচ্ছে মোট ১৪ টি দল খেলবে বিশ্বকাপে।


অাইসিসি টি-টুয়েন্টি র্র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০ নম্বারে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি অাসরে ২-০ তে সিরিজ হারে বাংলাদেশ। এছাড়া এ বছর অারো কমপক্ষে অারো ১০ টি-টুয়েন্টি খেলার কথা অাছে বাংলাদেশের। অার তাই সরাসরি বিশ্বকাপে খেলতে হলে বাকি ম্যাচ গুলিতে ভালো খেলতে হবে বাংলাদেশকে।

এ মহুর্তে ৭২ রেটিং পয়েন্ট নিয়ে র্র্যাংকিংয়ে দশে বাংলাদেশ। অার ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শ্রীলংকা এবং ৮৮ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশের পরবর্তী টি-টুয়েন্টি গুলি শ্রীলঙ্কা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের সাথে। অার তাই র্র্যাংকিংয়ে অাটে উঠা প্রায় অসম্ভাব বাংলাদেশের জন্য।

এখনো শ্রীলঙ্কার থেকে ২৪ পয়েন্ট নিচে বাংলাদেশ। তবে অারো খারাপ খবর অপেক্ষা করছে টাইগারদের জন্য এরপর যদি অার তিন ম্যাচ হেরে য়ায বাংলাদেশ তাহলে র্র্যাংকিংয়ে ১১তে নেবে যাবে বাংলাদেশ।

Wednesday, January 2, 2019

জন্মদিনে রুবেলকে স্মরণ করলো আইসিসি


বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রুবেল হোসেন। আজ জন্মদিন তার। ২৯ বছরে পা রাখলেন এই স্পিড বোলার। রুবেলের এমন শুভদিনে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে রুবেলকে নিয়ে একটি পোস্ট দিয়েছে।

আইসিসি ফেসবুক পেইজে ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের জন্য রুবেলের অনন্য অবদান স্মরণ করিয়ে দেন। ইংল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফিবাহিনী। স্কোরটি ছিল- বাংলাদেশ ২৭৫/৭ (৫০ ওভার), ইংল্যান্ড ২৬০/১০ (৪৮.৩ ওভার)। টাইগাররা ১৫ রানে জয়ী।



জিততে ১২ বলে ১৬ রান দরকার ছিল ইংল্যান্ডের। এমন উত্তেজনাকর, রোমাঞ্চকর মুহূর্তে রুবেল কী কাজটিই না করে দিলেন। ইংল্যান্ডের শেষ ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচই জিতিয়ে দিলেন। তার এ দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসই গড়ে ফেলেছিল বাংলাদেশ।

নতুন বছর নিজেকে শুধরে নেবার প্রতিজ্ঞা করলেন সাব্বির


ক্যাটস আই সাব্বির রহমান সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের এক ‘ব্যাড বয়’র নাম। আজ মাঠে দর্শক লাঞ্ছিত করেছেন তো কাল ড্রাইভারের সঙ্গে দুর্ব্যবহার। আবার কখনো ড্রেসিং রুমে সতীর্থকে ব্যাট দিয়ে পেটানোর কুকীর্তি।

অথচ এই সাব্বিরের ব্যাটেই একসময় টিম বাংলাদেশ স্বপ্ন দেখতো। কারণটাও তো বেশ পরিষ্কার। ড্যাশিং ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলিং লাইনআপ গুঁড়িয়ে দিতে তার যে জুরি নেই। তামিম ইকবালের পরে লাল সবুজের ব্যাটসম্যানদের কাছে যদি কেউ চার ছক্কার ফুলঝুঁড়ি দেখতে চাইতেন সেই তৃষ্ণা কেবল সাব্বিরের ব্যাটেই মিটতো।

ফলে টিম ম্যানেজমেন্ট তো বটেই সতীর্থদের চোখেও লোয়ার মিডল অর্ডারে তিনিই হয়ে উঠেছিলেন অটোমেটিক চয়েস। কিন্তু একের পর এক দলের নিয়ম ভেঙ্গে সেই সাব্বির আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে। অবশ্য নিষেধাজ্ঞা উঠে যেত খুব সময় তাকে অপেক্ষা করতে হবে না। আগামি মাস (ফেব্রুয়ারি) থেকেই আবার জাতীয় দলের জার্সি পড়ার বৈধতা ফিরে পাচ্ছেন তিনি।

তবে তার আগে নিজেকে বিশুদ্ধ করে নেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ২০১৮ সালের শেষ দিন নিজের কাছে প্রতিজ্ঞা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন অনাগত দিনগুলোতে যেন পুরোনো দিনের ভুলের পুনরাবৃত্তি না হয়।

‘কাল রাতে প্রতিজ্ঞা করেছি। আসলে ২০১৮ খুব খারাপ গিয়েছি কি ভাল গিয়েছে জানি না। আজ (মঙ্গলবার) ২০১৯ সালের প্রথম দিন। সামনে তাকাতে চাইছি।’

মঙ্গলবার (১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে সিলেট সিক্সার্সের অনুশীলন শেষে তিনি সংবাদ মাধ্যমকে একথা বলেন।

ছয় মাস! সে তো আর কম সময় নয়। এরমধ্যে জাতীয় দলের কতকিছু বদলেছে! বদলেছে টিম কম্বিনেশনও। তার জায়গায় এখন মোহাম্মদ মিঠুন টাইগার টিম ম্যানেজমেন্টের অন্যতম ভরসার পাত্র। কাজেই নিষেধাজ্ঞা উঠে গেলেই তিনি জাতীয় দলে ফিরতে পারবেন সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

তবে হাল ছাড়ছেন না। চাইছেন বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নিজের হারানো জায়গা পুনরোদ্ধার করে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে।

‘অবশ্যই হারানো জায়গা ফিরে পাওয়া সম্ভব। আমি যদি বিপিএলে ভাল পারফর্ম করতে পারি, অবশ্যই আমার সুযোগ থাকবে।চেষ্টা করবো বিপিএলে ভালোকিছু করার জন্য তারপর বিশ্বকাপে সুযোগ হবে।’

কিন্তু ৬ মাস জাতীয় দলের বাইরে থেকে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া সে তো চারটে খানি কথা নয়। ফিটনেস থেকে শুরু করে ফর্ম এবং দলের আবহে থাকার ব্যাপারটি ও তো এখানে প্রাধ্যান্য পাবে। সেটা তিনি কী করে পূরণ করবেন?

চিটাগাং ভাইকিংসের অধিনায়ক হলেন মুশফিক


বাংলাদেশ জতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। অধিনায়ক হিসেবে সাবেক হয়ে যাওয়া জাতীয় দলের এই নির্ভরযোগ্য ক্রিকেটারকে বিপিএলে চিটাগাং ভাইকিংসের নেতৃত্ব দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার।

চিটাগাং ভাইকিংসে যারা খেলছেন-

দেশি ক্রিকেটার: মুশফিকুর রহিম, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ, নাইম হাসান, খালেদ আহমেদ, মোহাম্মদ আশরাফুল, নাঈম হাসান, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান ও সাদমান ইসলাম

বিদেশি ক্রিকেটার: লুক রনকি, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শাহজাদ, রবার্ট ফ্রিলিঙ্ক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শনাকা।


উল্লেখ্য, আগামী শনিবার থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিীগের (বিপিএল) ষষ্ঠ আসর। প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দল।

Thursday, December 27, 2018

কাবা শরিফের সামনে দাঁড়ানো সাকিব কন্যা


উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেই পরদিনই সপরিবারে দেশ ছাড়েন সাকিব আল হাসান। এদিন বিকালে স্ত্রী, কন্যা ও মাকে নিয়ে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে ছুটে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সৌদি আরব যাওয়ার চারদিনের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা মিললো সাকিব কন্যা আলাইনা হাসান অউব্রির। এদিন দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো ছোট্ট অউব্রির একটি ছবি পোস্ট করেন সাকিব নিজেই।

ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে অউব্রির ছবিটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে বাঁহাতি এই অলরাউন্ডার লিখেন, ‘শান্তি।’

এর আগে ২৩ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওয়ানা হন সাকিব। তার সঙ্গে ওমরাহ পালনে যান স্ত্রী উম্মে আহমেদ শিশির, মা শিরিন রেজা ও মেয়ে আলাইনা হাসান অউব্রি। পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।


চলতি বছরই হজ পালন করেছেন সাকিব। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে সেবার হজ পালন করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সৌদি থেকে দেশে ফিরে উড়ে যান যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী-কন্যার সঙ্গে দেখা করে এশিয়া কাপ খেলতে মাঠে নামেন বাঁহাতি এই অলরাউন্ডার।

Sunday, November 4, 2018

টাইগার ভক্ত শোয়েব আলীর মানবতার গল্প


জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের পর আজ (৩ নভেম্বর) সিলেটে শুরু হয়েছে টেস্ট সিরিজ। সবসময় গ্যালারীতে টাইগারদের জন্য গর্জন করা শোয়েব যেতে পারেননি খেলা দেখতে। এর পিছনের কারণটি যে কোনও মানুষের মনকে ছুঁয়ে যাবে।

একটু অসুস্থ শরীর নিয়েই খেলা দেখার উদ্দেশ্যে গতকাল (২ নভেম্বর) রাতে শোয়েব আলী ঢাকার বাড্ডা থেকে সিলেটের পথে রওনা করেন। এরপর এয়ারপোর্ট ট্রেন স্টেশনে যান। সেখানে গিয়ে এক বয়স্ক লোককে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরিচয় না জানা অসুস্থ লোকটিকে রেখে আর ট্রেনে উঠা হয়নি শোয়েবের। ছিলেন তাঁর পাশে।

সেটি জানিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে শোয়েব লিখেন, “জ্বর-সর্দি নিয়ে খেলা দেখার জন্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম।কিন্তু এয়ারপোর্ট ট্রেন স্টেশনে দেখি এই লোকটি শুয়ে আছে। অসুস্থ অনেক।

দুই ঘন্টা থেকে ওনার পাশে আছি। উনার নাম মোঃ ছামিউল। মুন্সিগঞ্জ বাসা। ঢাকায় মেয়ের বাড়ি এসেছিলেন। এরপর যাবার সময় অসুস্থ হয়ে পড়েন। ঠিকমতো কথাও বলতে পারছেন না। এখন ওনাকে একা রেখে যেতে পারছি না। কাল হয়তো মাঠে থাকা হবে না! একটু সুস্থ হলে হয়তো বাসার তথ্য পাওয়া যাবে। দোয়া করবেন।”

তবে এই গল্প এখানেই শেষ হয়নি। রাতে লোকটির পাশে থেকে খাবারের ব্যবস্থা করেন। কিছুটা সুস্থ হয়ে কথা বলার পর্যায়ে আসার পর তাঁর কাছে ঠিকানা শুনে নেন। এরপর আজ অসুস্থ সেই লোকটিকে পরিবারের কাছে পৌঁছে দিয়ে আসেন।

শোয়েব ফেসবুকে বলেন, “কাল যে অসুস্থ লোকটার ছবি দিয়েছিলাম। আজ তাকে মুন্সিগঞ্জে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। উনি মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। এরপর বাসা ফিরে যাওয়ার সময় অজ্ঞানপার্টির কবলে পড়েন।

তারা মোবাইল,টাকা-পয়সা সব নিয়ে চলে যায়। এরপর ওনাকে এয়ারপোর্ট ট্রেন স্টেশনে ফেলায় রাখে। কয়েকদিন থেকে স্টেশনে অসুস্থ পড়েছিলেন। কাল বাংলাদেশের খেলা দেখার জন্য সিলেট যাওয়ার সময় আমি তাকে দেখতে পাই। উনিই কথাই বলতে পারছিলেন না।

এরপর খাওয়া-দাওয়া করে একটু সুস্থ হবার পর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করি। আজ ওনাকে বাসায় পৌঁছে দিয়ে আসলাম। ওনার পরিবারের লোকজন অনেক দুশ্চিন্তায় ছিলেন। বাসায় নিয়ে যাওয়ার পর তার পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখে খুব ভালো লেগেছে। মনে অনেক শান্তি লাগতেছে।”

এদিকে গতকাল যেতে না পারলেও টাইগারদের সমর্থন দিতে আজ রাতে সিলেট যাচ্ছেন শোয়েব। এই বিষয়ে এক ফোনালাপে বিডিক্রিকটাইমকে শোয়েব জানান, “আমি যেদিন থেকে মাঠে খেলা দেখতে শুরু করেছি, এরপর কখনও দেশের ভিতর খেলা মিস করিনি।

তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের প্রথম দিন মাঠে ছিলাম না। এইজন্য আমার আফসোস হলেও খারাপ লাগছে না। লোকটির পরিবারের কাছে পৌঁছে দিতে পেরেই শান্তি লাগতেছে। রাতেই সিলেট যাচ্ছি। ইন শা আল্লাহ কাল গ্যালারীতে গর্জন হবে। ”

কেক কেটে কাজের মেয়ে কল্পনার জন্মদিন পালন করলেন তাসকিন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেস বলার তাসকিন আহমেদ। সম্প্রতি বাবা হয়েছেন এ তারকা টাইগার, বাবা হয়েই আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিলেন তিনি।

তবে আজকে তাসকিন বা তার পরিবারের কেউ নয়, তাদের পরিবারের কাজের মেয়ে কল্পনার আজ জন্মদিন।

তবে কল্পনা কখনো- তাসকিনের বাসায় কাজের মেয়ের মত ছিল না। সে পরিবারের ই একজন। তাইতো তার জন্মদিনে স্পেশাল আয়োজন ই করা হল।

কেক কেটে পালন করা হল কল্পনার জন্মদিন।

কল্পনার জন্মদিন পালনের ছবি প্রকাশ করে সিয়াম হোসাইন শান্ত নামে একজন ফেসবুকে লিখেছে-
‘শুভ জন্মদিন কল্পনা। প্লেয়ারা তো কাজের মেয়ে কে খেতে দেয় না এক সাথে নিয়ে যায় না। নানান সময় নিউজ হয় । তাসকিন ভাইয়ার বাসায় গেলে কোন দিন মনে হয়নি যে,কল্পনা তাদের আলাদা কেউ। এক টেবিলে ভাত খায়,আর আজকে সেই কল্পনার জন্মদিন।’

Saturday, November 3, 2018

মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল


বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তার কারণে ক্রিকেটাররা এখন শুধু তারকা নন, কখনও কখনও মহাতারকা। তাদের জনপ্রিয়তার কারণে নানা সময়েই ঘটে অদ্ভুত সব ঘটনা। পছন্দের তারকাদের জন্য কতো পাগলামিই না করেন ভক্তরা! প্রিয় খেলোয়াড়ের জন্য মাঠে দর্শকদের ঢুকে পড়াটা তাই খুব একটা অপরিচিত ঘটনা নয়।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার সাথে পরপর কয়েকবার ঘটে মাঠে সমর্থক ছুটে আসার ঘটনা। এমনটি ঘটেছিল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথেও। মেসি-রোনালদোর জন্য ফুটবল মাঠে ও এরকম দৃশ্য অনেকবারই দেখা গেছে।

এবার সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টেও দেখা গেল তেমন একটি দৃশ্য। সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিন কাটিয়ে দিয়েছে সফরকারী দল। প্রথম দিনের খেলা চলাকালেই ঘটে অদ্ভুত এ ঘটনা।

দ্বিতীয় সেশন চলাকালীন এক কিশোর ভক্ত আচমকা মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এই ঘটনার আকস্মিকতায় মুশফিক আঁতকে উঠেছিলেন বলে জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।

খেলায় তখন ৪৮তম ওভার শেষ হয়েছে। নতুন ওভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফিল্ডাররা। এমন সময় পূর্ব গ্যালারি থেকে এক কিশোর গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। ফাইন লেগ থেকে দৌড়ে সে সোজা গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে।

প্রথমে আঁতকে উঠলেও সেই কিশোরকেও জড়িয়ে ধরেন মুশফিক। নিরাপত্তা কর্মীরা পরে পাঁজকোলা করে বাইরে নিয়ে যান ওই কিশোরকে।

এই ঘটনার সময় স্কয়ার লেগে ফিল্ডিং করা আবু জায়েদ দিনশেষে জানিয়েছেন পুরো ঘটনার ছবি, ‘ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌঁড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না।’

‘মুশফিক ভাই তখন বলছে আমি ভয় পাইয়া গেছিলাম রে। ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না। জাস্ট মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল।’

নিরাপত্তারক্ষীরা অবশ্য রসিক নন! তাদের বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে কিশোর ঢুকেছে মাঠে। বেরসিক হওয়াটাই স্বাভাবিক! দ্রুত মাঠে ছুটে আসেন নিরাপত্তায় নিয়োজিত কর্তারা। মুশফিক ইশারায় তার ক্ষুদে ভক্তকে হেনস্থা করতে মানা করেন। আর তাই সীমানার বাইরে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় মুশফিকের ঐ ভক্তকে।

Monday, October 22, 2018

টি-২০তে প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড করল গেইল


প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফরম্যাটের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে ১২ হাজার রান পূর্ণ করলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। রবিবার রাতে আফগানিস্তান টি-২০ লিগের ফাইনালে ৫৬ রানের ইনিংস খেলে প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।

বর্তমানে গেইলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরের পরিসংখ্যান ৩৫৩ ম্যাচের ৩৪৫ ইনিংসে ২১টি সেঞ্চুরি ও ৭৫টি হাফ-সেঞ্চুরিতে ১২০৫২ রান। সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে রয়েছেন তিনি। ৯৬২০ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ম্যাচ খেলেছেন ৩৫৬টি।

৪৩১ ম্যাচে ৮৫১১ রান করে তৃতীয়স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড।

Friday, September 28, 2018

অসাধারণ শুরুর পরেও ২২৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


বিনা উইকেটেই ১২০ রান। সেখান থেকে হঠাৎ বিপর্যয়। মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীনতায় ভালো শুরুটা জলাঞ্জলি দিয়েছে বাংলাদেশ। ১৫১ রানেই ৫ উইকেট হারানো দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করেন সেঞ্চুরিয়ান লিটন দাস।

এটা কি করে আউট হয়?


প্রতিপক্ষ ভারত। সুতরাং, যেমন ইচ্ছা তেমন আউট দিয়ে দিতেই হবে- এমন মানসিকতাই যদি ম্যাচের আম্পায়ার এবং অফিসিয়ালদের থেকে থাকে, তাহলে আর খেলার দরকারই বা কী? আগে থেকে ভারতকে ট্রফিটা দিয়ে দিলেই হয়। সবই তো পূর্বনির্ধারিত।

বাংলাদেশ দল ও সমর্থকদের ‘বেয়াদব’ বলছে ভারতীয় চ্যানেল


হারিয়ে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনালে পৌঁছানো বিশ্বের অনেকের কাছেই গাত্রদাহের কারণ। পাকিস্তানি সাবেক ও সমর্থকরা যেমন পরাজয় মেনে নিতে পারছে না, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয়দের কাছেও মাশরাফী বাহিনীর সাফল্য ঈর্ষণীয় আর অপছন্দের।

ফাইনালের জন্য চূড়ান্ত ভাবে বাংলাদেশের শক্তিশালী একাদশ প্রকাশ


প্রতিপক্ষ দলটা ভারত। ভারতের বিপক্ষে গত এগারো আন্তর্জাতিক ম্যাচে নেই কোনো জয়। অনুপ্রেরণার যোগান পেতে সর্বশেষ সুখস্মৃতি ২০১৫ সালের। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ছিল অসহায় আত্মসমর্পণ।

বাংলাদেশের পাঁচ ফাইনাল


বাংলাদেশ-ভারত ২০১৬, ঢাকা

সর্বশেষ এশিয়া কাপের ফাইনাল ছিল সেটা। এবার এশিয়া কাপটা হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এই ফাইনালে বাংলাদেশ অবশ্য তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। আগে ব্যাট করা বাংলাদেশ ১৫ ওভারে ছোট হয়ে আসা ম্যাচে ১২০ রান তুলতে পেরেছিল। সাব্বির রহমান রুম্মন ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন। তবে আসল কাজটা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মাত্র ১৩ বলে ৩৩ রানের এক ইনিংস খেলেন।

১৫ ওভারের তুলনায় রানটা যথেষ্ট হলেও ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সেটা যথেষ্ট ছিল না। যদিও বাংলাদেশ ৫ রানে তুলে নিয়েছিল রোহিত শর্মার উইকেট। কিন্তু শিখর ধাওয়ান ৬০ ও বিরাট কোহলি ৪১ রান করে ম্যাচ বের করে নিয়ে যান।

বাংলাদেশ-শ্রীলঙ্কা২০০৯, ঢাকা

প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে বসেছিল বাংলাদেশ। একেবারে বাংলাদেশের মুঠো থেকে এই ম্যাচ কেড়ে বের করে নিয়ে যান মূলত মুত্তিয়া মুলারিধরন।

আগে ব্যাট করা বাংলাদেশ এই ওয়ানডে ম্যাচে মাত্র ১৫২ রান করে অলআউট হয়েছিল। একমাত্র বলার মতো স্কোর করেছিলেন রকিবুল হাসান। তার অপরাজিত ৪৩ রান মান বাঁচিয়েছিল বাংলাদেশের। কিন্তু খেলার আসল মজাটা তখনো বাকি ছিল।

মূলত নাজমুল হোসেন এবং মাশরাফি ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল তখনকার তারকাখচিত শ্রীলঙ্কা দল। উপল থারাঙ্গা, সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, চামারা কাপুগেদেরা, থিলান থুসারা ফিরে গিয়েছিলেন ব্যক্তিগত দুই অংক স্পর্শ করার আগেই।

এখান থেকে দলকে টেনে নিয়ে যান ৫৯ রান করা সাঙ্গাকারা ও ৮ নম্বরে নামা পারভেজ মাহরুফ। তারপরও খেলা বাংলাদেশের হাতে ছিল। ২৪ বলে দরকার ছিল ৩৫ রান। এখান থেকেই মুত্তিয়া মুরালিধরন রুবেলের এক ওভারে ২০ রান তুলে নিয়ে ম্যাচ বের করে নেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা ২০১৮, ঢাকা

চলতি বছরে খেলা তিনটি ফাইনালের প্রথমটা ছিল এটা। দেশের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টের এই ফাইনালে উঠেছিল বাংলাদেশ ২ ম্যাচ হাতে রেখে। প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে বোনাস পয়েন্টসহ হারায় বাংলাদেশ।

প্রবল প্রতাপে চলে আসে ফাইনালে। কিন্তু ফাইনাল খেলার আগেই ‘মোমেন্টাম’ হারিয়ে ফেলে তারা। ফলে ফাইনালে আর সেভাবে লড়াই হয়নি। আগে ব্যাট করা শ্রীলঙ্কা এই ফাইনালে ২২১ রান করেছিল। এই রান পাড়ি দেওয়া খুব কঠিন ছিল না। কিন্তু বাংলাদেশের ব্যাটিং যাচ্ছেতাই ভাবে ধসে পড়ে। ৭৬ রান করে একমাত্র ব্যতিক্রম ছিলেন মাহমুদউল্লাহ। বাকিরা কেউ প্রতিরোধই গড়তে পারেননি। ফলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ।



এই ট্রফিটার দিকে বাংলাদেশ মাঠের বাইরের একটা কারণে তাকিয়েছিল। এই টুর্নামেন্টের কিছুদিন আগে বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন চান্দিকা হাথুরুসিংহে। এই টুর্নামেন্টেই তার সাথে দেখা হয়েছিল বাংলাদেশের। তখন তিনি শ্রীলঙ্কার কোচ। প্রথম ম্যাচে হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছিল বাংলাদেশ দল। এরপর ফাইনালে আশা ছিল বাংলাদেশ তাদের হারিয়ে ট্রফিটা জিতবে। কিন্তু সেটা হয়নি।

বাংলাদেশ-পাকিস্তান ২০১২, ঢাকা

সেটাও ছিল এশিয়া কাপের ফাইনাল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সম্ভবত সবচেয়ে ট্রাজিক ম্যাচ ছিল সেটা। বাংলাদেশ নিশ্চিত জয় দেখতে পাচ্ছিল। কিন্তু মাত্র ২টি রানের ব্যবধানে এশিয়া কাপের ট্রফিটি খোয়াতে হয়েছিল।

আগে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেটে ২৩৬ রান তুলেছিল। ৮ নম্বরে নেমে এখনকার অধিনায়ক সরফরাজ আহমেদ অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে পাকিস্তানের স্কোরটা বড় করেছিলেন। মাশরাফি, রাজ্জাক, সাকিব ২টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে তামিমের ৬০ ও সাকিবের ৬৮ রানে দিব্যি পথে ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ব্যাটিং ধস বাংলাদেশকে রান-বলের হিসাবে দাঁড় করিয়ে দেয়।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম ২ বলে ২ রান তুলে নেন রিয়াদ ও রাজ্জাক। তৃতীয় বল ছিল ডট। চতুর্থ বলে রিয়াদ ৩ রান নেন। বাকি ২ বলে দরকার ছিল ৪ রান। এই সময় ৩ রান নিতে গিয়ে রাজ্জাক আবার স্ট্রাইকে চলে যান। পঞ্চম ওই বলে রাজ্জাক বোল্ড হয়ে যান। ষষ্ঠ বলে শাহাদাত হোসেন রাজীব একটি মাত্র রান নিতে পেরেছিলেন।

বাংলাদেশ-ভারত ২০১৮, কলম্বো

দেশের বাইরে বাংলাদেশের প্রথম কোনো ফাইনাল। এই ফাইনালে ওঠার পথে নাটকীয়ভাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছিল। নিদাহাস ট্রফি নামে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করা বাংলাদেশ ১৬৬ রান করেছিল। এই রান নিয়েও বাংলাদেশের জয়ের ভালো সম্ভাবনা ছিল।

রোহিত শর্মা ৫৬ রান করে ভারতকে পথে রেখেছিলেন। কিন্তু বল ও রানের সমীকরণে বাংলাদেশ এগিয়েই ছিল একটা সময়। শেষ ২ ওভারে ভারতের ৩৪ রান দরকার ছিল। এখান থেকে ভারতীয় উইকেটরক্ষক দিনেশ কার্তিক হয়ে উঠলেন যেন সুপার ম্যান। ২২ রান তুলে নিলেন রুবেল হোসেনের ১৯তম ওভার থেকে। শেষ ওভারে দরকার ছিল ১২ রান।

সৌম্য সরকার প্রথম তিন বলে দিলেন ৩ রান। পরের ৩ বলে দরকার ৯ রান। এই অবস্থায় চতুর্থ বলে হলো বাউন্ডারি এবং পঞ্চম বলে সৌম্য উইকেট নিলেন। শেষ বলে ভারতের দরকার ৫ রান। তখনই সেই কার্তিক ছক্কা মেরে দিলেন।