This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Slider. Show all posts
Showing posts with label Slider. Show all posts

Saturday, April 13, 2019

বন্ধ হলো পাবজি!


দিন-রাত মোবাইলের স্ক্রিনে চোখ নতুন প্রজন্মের। এ যেন নতুন নেশা। ছেলেমেয়েদের কিছুতেই রক্ষা করতে পারছেন না অভিভাবকরা। অবশেষে শিকল কাটতে বাধ্য হলো নেপাল টেলিকমিউনিকেশন।

জানা গেছে, কিছুদিন ধরেই পাবজির বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হচ্ছিল। যে কারণে নেপাল মেট্রোপলিটন ক্রাইম ডিভিশন সম্প্রতি কাঠমান্ডু জেলা আদালতে জনস্বার্থে মামলা করেন। এর পরই নেপালের টেলিকমিউনিকেশন দপ্তর, আইএসপিএস এবং মোবাইল সেবাদাতাদের পাবজি ব্লক করার কড়া নির্দেশ দিয়েছেন আদালত। যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

মেট্রোপলিটন ক্রাইম ডিভিশনের প্রধান জানিয়েছেন, এই গেম শিশুদের উপর কী পরিমাণে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে, সে সম্পর্কে মা-বাবা এবং স্কুল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একাধিক অভিযোগ এসেছে। তারপরেই পাবজি নিষিদ্ধ করার অনুমতি পাওয়ার জন্য কাঠমান্ডু জেলা আদালতকে অনুরোধ করা হয়। এর আগে আমরা মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি।

মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ মেনেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিভাবক এবং স্কুল অভিযোগ করেছিল, এই খেলা তাদের শিশুদের মনে দৃঢ়ভাবে প্রভাব ফেলছে। যার ফলে সর্বক্ষেত্রে তাদের হাবভাবে আক্রমনাত্মক আচরণ দেখা গেছে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে ঘণ্টার পর ঘণ্টা পাবজি খেললে আচরণে বদল আসতে বাধ্য।

Tuesday, April 9, 2019

অনলাইনে মোবাইলের বদলে মিলল হুইল সাবান!


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের ব্যবসায়ী আমজাদ হোসেন লিটন অনলাইন শপ দারাজে স্যামসাং এস৮ প্লাস এর একটি মোবাইল অর্ডার করেন। কিন্তু অর্ডারকৃত পণ্য কুরিয়ারে আসলে তিনি সেটা উঠাতে গিয়ে প্যাকেট খুলতেই তার চক্ষু চড়কগাছ। কারণ মোবাইলের পরিবর্তে তার প্যাকেটে দেয়া হয়েছে তিনটি হুইল সাবান।

সংবাদমাধ্যমকে এ বিষয়ে আমজাদ হোসেন জানান, অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে স্যামসাং এস৮ প্লাস অর্ডার করেছিলাম। অর্ডার করার দুইদিন পর ঠাকুরগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটি প্যাকেট চলে যায়। ফোন পেয়ে গত ৬ এপ্রিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠাকুরগাঁও সদর শাখায় গিয়ে তিনি মোবাইল ফোনটির দাম ৩৬ হাজার ২৭১ টাকা পরিশোধ করেন। এরপর দারাজ থেকে পাঠানো প্যাকেটটি কুরিয়ার সার্ভিসের লোকজনের সামনেই তিনি খুলে দেখেন ভেতরে কোনো ফোন নেই। ফোনের বদলে রয়েছে তিনটি হুইল সাবান। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানান ও দারাজের কর্তৃপক্ষকে ফোন করেন।

এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ভুল হয়েছে স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখবে বলে আমাকে জানিয়েছেন দারাজ কর্তৃপক্ষ। আর আমার জন্য একটি স্যামসাং এস৮ প্লাস মোবাইল পাঠাচ্ছে বলে জানিয়েছে তারা। তবে সেই ফোন এখনও হাতে পাইনি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সিসি টিভি ফুটেজে ঘটনাটি রেকর্ড রয়েছে জানিয়ে লিটন আরও বলেন, এইরকম একটি প্রতিষ্ঠানে পণ্য অর্ডার করে যদি ফোনের বদলে হুইল সাবান পাই, তাহলে অনলাইনে কেনাকাটা থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে।

এ ব্যাপারে ওই অনলাইন শপের জনসংযোগ কর্মকর্তা ফয়েজ বলেন, ব্যাপারটা আমরা জেনেছি। কোথাও একটা ভুল হয়েছে। ভুলটা কোথায় হয়েছে সেটা চিহ্নিত করার চেষ্টা চলছে।

ভুক্তোভোগী গ্রাহকের কাঙ্ক্ষিত মোবাইলটি তারা আবার পাঠিয়েছেন দাবি করে তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে ফোনটি তার হাতে পৌঁছে যাবে।

Thursday, March 21, 2019

ঝুঁকি নিয়ে রাস্তা পার হলে পথচারী আটক : ডিএমপি কমিশনার


ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমাদের (ট্রাফিক পুলিশ) দেয়ালে পিঠ ঠেকে গেছে। ট্রাফিক ব্যবস্থার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতেই হবে। বারবার বলছি, কাজ হচ্ছে না। এখন আমাদের কঠোরভাবে আইনি প্রয়োগে যেতে হবে। এখন থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে পথচারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে আয়োজিত ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাই। জবাব দিতে পারি না। কিন্তু এটার পরিবর্তন হওয়া দরকার। জনগণ যাতে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে, সেজন্য ট্রাফিক বিভাগকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছি। দুর্ঘটনা ঘটানোয় বাস যেমন আটক করেন তেমনি দুর্ঘটনার কারণ হলে পথচারীকেও আটক করুন। আটক করে মিডিয়াকে দেখান, দেশের মানুষকে দেখান যে, জীবনের ঝুঁকি নিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে, জেব্রা ক্রসিং ব্যতীত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে।

আছাদুজ্জামান মিয়া বলেন, বাসের দরজা যদি বন্ধ করে রাখেন এক স্টপেজ থেকে আরেক স্টপেজ তাহলে প্যাসেঞ্জার উঠতে পারবে না। এই অবস্থায় যাত্রীও বা কেন বাসটি দাঁড় করাবে? নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া যাত্রী নামাবেন না, উঠাবেন না। আমি ট্রাফিক বিভাগের প্রতি নির্দেশ দিচ্ছি- কোনো পরিবহন যদি এর ব্যত্যয় ঘটিয়ে যেখানে-সেখানে বাস দাঁড় করায় ও যাত্রী ওঠা-নামা করায়, দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তাহলে ওই পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। দোষ যদি হয় পথচারীর, তাহলে বাস ও বাসের চালক কেন আটক হবে? ভিডিও করুন, শুধু জরিমানা নয়, আটক করুন। আইনগত ব্যবস্থা নিন। যেখানে মালিক-শ্রমিকের দায়িত্ব আছে সেখানে পথচারীরও দায়িত্ব আছে। এই কাজগুলো এখন আমাদের করতে হবে।

তিনি বলেন, তিনটি বিষয় আমরা ক্লিয়ার রাখতে চাই। এক. ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস আর ঢাকা শহরে চলতে দেবো না। নির্ধারিত বাস স্টপেজের বাইরে বাস দাঁড়াতে পারবে না দরজা বন্ধ রাখুন। জেব্রা ক্রসিং এর আগে বাস দাঁড় করুন, যাত্রী সাধারণ ও পথচারীকে নিরাপদে রাস্তা পার হতে দিন। দুই. অভিযান জোরদার হবে ইনশাল্লাহ। তিন. দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ালে রপথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা।

মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চুক্তিভিত্তিক কাজ বন্ধ করেন। বেতনভিত্তিক মজুরি চালু করেন। বাসের রুট ঠিক রাখুন। এক লাইনের বাস অন্য লাইনে চলবে না।

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ফৌজদারি মামলা, ড্রাইভার আটক

ড্রাইভিং লাইসেন্স নেই কিন্তু গাড়ি চালাচ্ছে। কীভাবে সম্ভব? এটা হতে দেয়া যাবে না। ট্রাফিক বিভাগকে নির্দেশ দিচ্ছি- ড্রাইভিং লাইসেন্স না থাকলে, কেউ ড্রাইভিং সিটে বসতে পারবে না। যদি লাইসেন্স নেই এমন কেউ গাড়ি চালান আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা ও মামলা তো বটেই আটক করুন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দিন। কারণ একটা ভুয়া ড্রাইভার একশটি ভালো ড্রাইভারের সুনাম নষ্ট করছে।

প্রধান সড়কে লেগুনা চলবে না 

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের প্রধান সড়কে লেগুনা চলবে না। এই নির্দেশনা বলবৎ রয়েছে। ১১ বছরের শিশু লেগুনা চালায়, ভটভটি, ব্যাটারিচালিত রিকশা চালায়। কিন্তু লাইসেন্স নেই। এসবেও এখন ট্রাফিক বিভাগকে নজর দিতে হবে। প্রাইভেটকার, মোটরসাইকেল, লেগুনায় আপনাদের (ট্রাফিক পুলিশ) আগ্রহ বেশি। এসব বন্ধ করেন। কাজ করেন সড়কে শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা ফেরানোর জন্য। জনগণের সহায়তা নিন, মালিক পক্ষের সহায়তা নিন। কীভাবে সমাধান করা যায় সেটা করুন। একসাথে একযোগে কাজ করুন।

তিনি বলেন, শ্রমিকবিরোধী, মালিকবিরোধী কোনো কাজ আমরা করবো না। কিন্তু আমাদের কথা দিতে হবে, সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করবেন। ফিটনেসবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি চালাবেন না। কোনোভাবেই আমরা লক্কর-ঝক্কর যানবাহন চলতে দেবো না।

আছাদুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনা ঘটলে আমরা কাঠগড়ায় দাঁড়াই। তখন মানুষ যৌক্তিকও বলে, অযৌক্তিকও বলে। আমাদের সব শুনতে হয়। কোনো মোটিভেশনে কাজ হবে না, ট্রাফিক সপ্তাহে কাজ হবে না, যদি আমরা কথা না শুনি, ট্রাফিক আইন না মানি। মালিক-শ্রমিক পুলিশ মিলে রাজধানীতে যাত্রী ছাউনির পাশাপাশি টিকেট কাউন্টার করার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে সু-প্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। এরপর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আট দফা দাবিতে আন্দোলনে নামেন। টানা দুদিন আন্দোলনের পর গতকাল সরকারের আশ্বাসে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেন তারা।

Saturday, March 9, 2019

হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য, ১০ বছরের কারাদণ্ড


মালয়েশিয়ায় ইসলাম এবং নবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইসলাম ও নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। একই ধরনের অভিযোগে আরও তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় ইসলামের অবমাননার বিরুদ্ধে এই শাস্তিকে সবচেয়ে কঠোর বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দেশটিতে ধর্মীয় এবং জাতিগত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ফুজি হারুন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কের অপব্যবহার করে ইসলাম ও হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে ১০টি অভিযোগ গঠন করা হয়েছে।

এই অভিযোগের প্রত্যেকটির শাস্তি এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার রিঙ্গিত জরিমানা। এক বিবৃতিতে তিনি বলেছেন, এ সাজা ধারবাহিকভাবে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপর এক ব্যবহারকারীকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার বিরুদ্ধে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়া অপর দু’জনের বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি। তবে কোনো ধরনের জামিন ছাড়াই তারা আটক থাকবে।

এই চারজনের বিরুদ্ধে জাতিগত অসম্মান, উসকানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেটওয়ার্কের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে কোনো ধরনের উসকানিমূলক বার্তা, ছবি শেয়ার কিংবা আপলোড না করতে জনসাধারণকে পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দেশটির ধর্মীয় কল্যাণ বিষয়ক মন্ত্রী মুজাহিদ ইউসুফ রাওয়া বলেন, ইসলাম এবং নবী সম্পর্কে আপত্তিকর লেখা এবং পর্যবেক্ষণের জন্য ইসলামী কল্যাণ বিষয়ক বিভাগ একটি পর্যবেক্ষক ইউনিট গঠন করেছে। তিনি বলেছেন, ধর্মকে অবমাননা করে এমন কোনো বিষয়ের সঙ্গে আপোষ করবে না মন্ত্রণালয়।

Thursday, March 7, 2019

যত বাধাই আসুক, রাসায়নিকের গুদাম থাকবে না : প্রধানমন্ত্রী


যত বাধাই আসুক পুরান ঢাকাসহ রাজধানীর অন্যান্য আবাসিক এলাকা থেকে সব ধরনের দাহ্য পদার্থের রাসায়নিকের গুদাম অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত ৫০ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গভবনের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে পারে না। তাদের (ব্যবসায়ী) জন্য আমরা আলাদা জায়গা খুঁজছি। তাদের ব্যবসা আমরা ধ্বংস করতে চাই না। তবে আবাসিক এলাকায় কোনো রাসায়নিকের গুদাম মেনে নেওয়া হবে না।

সম্প্রতি চকবাজারে আগুনের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এখানে তারা (দাহ্য রাসায়নিকের ব্যবসায়ী) তাদের শোরুম রাখতে পারবেন ও পণ্য বিক্রি করতে পারবেন। গুদামের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলো থাকতে পারে।

এ বিষয়ে কোনো ধরনের বাধাই মানা হবে না বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আবারও পুরান ঢাকায় গোডাউনে আগুন


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার নবাবপুরে মানুসি সিনেমা হলের সামনে একটি পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ২ টা ৩০ মিনিটের দিকে নবাবপুর মানুসি সিনেমা হলের সামনে একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু ধারণা পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফেব্রুয়ারি ২০ তারিখ রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ঘটে যায় এ যাবত কালের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে প্রাণ হারান ৭১ জন।

Monday, February 25, 2019

জমে উঠেছে ডিসিসি ৫৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার প্রচারনা।


জমে উঠেছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ৫৯নম্বর ওয়ার্ডের শেষ মুহুর্তের প্রচার প্রচারনা। বিকাল থেকে বিভিন্ন স্থানে ঢাক ঢোল পিটিয়ে মিছিল মিটিং না করলেও সময় নষ্ট করতে চাইছেন না তারা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে ভোট চাইছেন। আর নানা নাগরিক সমস্যায় জর্জরিত ভোটাররা বলছেন, দেখে শুনে এবং নিজের বিচার বুদ্ধিতেই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন।

এর আগে গত বৃহস্পতিবার কাউন্সিলর প্রার্থী জনাব মোঃ খলিলুর রহমান (খলিল)-এর এর উপর নিজ বাসায় দুর্বৃত্তের হামলায় মারাক্তক ভাবে আহত হন। এরপর তাকে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্বৃত্তরা তার সাথে তার পরিবার ও নেতা কর্মীদের উপরএ হামলা চালায়। শিশু এ নারীদের উপর অত্যাচার সহ ভাংচুরও লুটপাট করেন। এর পেক্ষিতে ঢাকার কদমতলি থানায় মামলা করা হয়।



আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ পেয়ে আবার প্রচার প্রচারণায় নামেন জনাব মোঃ খলিলুর রহমান (খলিল)।

জনাব মোঃ খলিলুর রহমান (খলিল) দীর্ঘ ৩৫ বছর যাবৎ ৫৯নং ওয়ার্ডের মানুষের পাশে থেকে সমাজ সেবক হিসেবে এলাকার সেবা করে আসছে। তার নির্বাচনী ইশতেহারের উলে্লখ যোগ্য হচ্ছে ৫৯নং ওয়ার্ড থেকে মাদক, ভূমিদস্যু, দুর্নিতি দমন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, অসামাজিক কার্যকলাপ ও অপশকি্তর প্রহশনমূলক বিচার কার্যের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখা। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানরে উন্নায়ন এ সাঠক মান সংরক্ষণ করা।


Thursday, February 21, 2019

পুড়ে যাওয়া ভবনের ভেতর আবারও বিস্ফোরণ!


রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবনে এখনও থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে।

বুধবার দিবাগত রাত সাড়ে দশটায় প্রথম বিস্ফোরণের প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকেও কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল ভবনের ভেতর থেকে।

এদিকে আগামীকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বিস্ফোরক পরিদফতরের প্রধান পরিদর্শক মো. শামসুল আলম।

প্রধান পরিদর্শক শামসুল আলম বলেন, আমরা আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবো। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন দেখে কী হয়েছিল তা আমরা বলতে পারবো। এখনই কিছু বলা সম্ভব নয়।

বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর আশেপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট সাড়ে চার ঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনের ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৭০টি মৃতদেহ উদ্ধার করেছেন। এছাড়া, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

স্বজনরা লাশ পাবেন যেভাবে, জানালেন ডা. সোহেল


বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত চকবাজারের অগ্নিাকণ্ডের ঘটনায় ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা: সোহেল মাহমুদ বেলা সাড়ে এগারটায় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারা ৭৮টি মৃতদেহ পেয়েছেন।


কিভাবে মৃতদেহ পাবেন স্বজনরা?


ডা. সোহেল মাহমুদ বলছেন, যেসব লাশ তাদের স্বজনরা সহজেই সনাক্ত করতে পারছেন সেগুলো আজই যথাযথ প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

কিন্তু যাদের সনাক্ত করা যাচ্ছেনা তাদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে সনাক্ত করার চেষ্টা করা হবে। যদি সেটিতে সনাক্ত হয়ে যায় তাহলে সেগুলোও স্বজনরা গ্রহণ করতে পারবেন।

কিন্তু যেসব লাশ একেবারেই সনাক্ত করা যাচ্ছেনা সেগুলো ডিএনএ পরীক্ষার পর দেয়া হবে এবং এজন্য কিছুটা সময় লাগবে।

গত রাত সাড়ে ১০টার পরে পুরনো ঢাকার চকবাজারে শাহী মসজিদের কাছে ‘ওয়াহিদ ম্যানসন’ নামের একটি ভবনে আগুন লাগার পর তা আশেপাশে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ শুরু করে তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কিছু বলেনি কর্তৃপক্ষ।

অনুমতি নেই রাসায়নিক রাখার

২০১০ সালের জুনে পুরানো ঢাকার নিমতলীতে রাসায়নিকের কারখানায় আগুন ধরে ১২৪ জন নিহত হয়েছিলেন।

এরপর পুরানো ঢাকার আবাসিক এলাকায় রাসায়নিকের কারখানা বা সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছিল।

তাহলে কিভাবে চকবাজারে রাসায়নিকের গুদাম থাকতে পারে?

বিবিসির এমন প্রশ্নের জবাবে মিঃ খান বলেন, “নিষেধাজ্ঞার পরেও অনেকে হয়ত চোরাইভাবে রেখে ব্যবসাবাণিজ্য করে।

কর্তৃপক্ষের অগোচরে কাজ করে তারা। কিন্তু এর পরিণতি হচ্ছে এ ধরণের ঘটনা।”

সরু রাস্তা ও পানির সংকট

চকবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় ব্যয় হয়েছে, এর কারণ হিসেবে মিঃ খান সরু রাস্তা ও পানির সংকটকে প্রধান সমস্যা বলে চিহ্নিত করেছেন।

“অনেক দূর ঘুরিয়ে গাড়ি ভেতরে আনতে হয়েছে। সেই সঙ্গে এটা একটা জনবহুল এলাকা তাই আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বেশি।”

এছাড়া এখানে পানির অভাবও রয়েছে। এখন পুকুর থেকে পানি এনে কাজ চালানো হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তবে তিনি জানিয়েছেন আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

ফায়ার সার্ভিসের এক পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালের পর থেকে বাংলাদেশে ৮৮ হাজার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে ক্ষয়ক্ষতি হয়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি। প্রাণহানি হয়েছে ১৪০০ জন, আহত হয়েছে অন্তত ৫০০০ মানুষ।

চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় এরশাদের শোক


রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকশ করে সরকারকে অবিলম্বে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ।

বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি বর্তমান অগ্নিনির্বাপণ পদ্ধতির সক্ষমতকে যথাযথভাবে মূল্যায়ন করে আরও যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

প্রসঙ্গত, চকবাজারের একটি রাসায়ক গুদামে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খাবর পাওয়া পর্যন্ত ৮১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুনে নিহত যাদের পরিচয় মিলেছে


রাজধানীর চকবাজার আবাসিক এলাকার ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা সর্বশেষ দাঁড়িয়েছে ৭০ জন। সকাল ৯ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে ৬৭ জনের। এর মধ্যে পরিচয় সনাক্ত করা গেছে ৪১ জনের।


তারা হলেন-  রাজু (৩০), মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আবু বকর সিদ্দিক (২৭), আলি মিয়া (৭৫), মোসারফ হোসেন(৩৮), কামাল হোসেন (৫২),ইয়ামিন খান রনি (৩২), জুম্মন(৬৫), এনামুল হক অভি (২৮), মজিবর হাওলাদার (৪৫), ওমর (৩৫), মোহাম্মদ আলী (৩২), আবু রায়হান (৩১), আরাফাত (৩), ডা. ইমতিয়াজ ইমরোজ রাসু (২৪), হেলাল (৩০), সোনিয়া (২৮), মিঠু, সাহির, রহিম দুলাল (৪৫), হীরক, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওসার, আয়সা খাতুন, আরমান হোসেন, মামুনুর রশিদ, আবু তাহের, রুবেল হোসেন, সৈয়দ আলাউদ্দিন, মুছা, ইলিয়াস মিয়া, মো. হোসেন বাবু, খলিলুর রহমান, ইসলাম হানিফ, নবী উল্লাহ খান, মিজানুর।


বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ষ্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ২০০ জন কর্মি ছাড়াও কাজ করেছে রেড সেন্ট,বাংলাদেশ স্কাউটসহ অনেকে।

এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া আহত ৪১ জন কে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সবকিছু ছাই হলেও, অস্তিত্ব রইলো নূরানি কায়দার


নূরানি কায়দার – রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক বিবরণ পাওয়া যায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ছিল। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত লাশের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। কাজেই চকবাজারসহ পুরান ঢাকার বাতাস ছিল শোক আর আর্তনাদে ভারী।

ঘটনাস্থলে মোটরসাইকেল, প্রাইভেটকার, রিকশাভ্যান, রাসায়নিক, দাহ্য পদার্থ, বডি স্প্রে, বোতল, পাউডার, প্লাস্টিকের দানা পড়ে থাকতে দেখা গেছে। ভস্মীভূত হওয়া ভবনগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও একটি দুর্ঘটনা।

নিম্নমানের সিলিন্ডার দিয়ে কীভাবে ব্যবসা করার অনুমতি পায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন কেউ কেউ। ঘটনাস্থলের কাছে একটি মসজিদ। আশপাশের সব কিছু পুড়ে গেলেও অক্ষত আছে মসজিদটি। পুড়ে ছাই হয়ে গেছে মুদি দোকান। ছাইয়ের মধ্যে পড়ে আছে নুরানি কায়দা।

কালো বর্ণের ধ্বংসাবশেষের মধ্যে গোটা গোটা আরবি হরফগুলো একমাত্র রক্ষা পাওয়া বস্তু। যে ভবনটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তার কাছের একটি বাড়িতে থাকেন শিল্পী আকতার। তিনি বলেন, রাতে ১টা গায়েহলুদ অনুষ্ঠানে যোগ দিতে বের হয়েছিলাম। তখন দেখি কালো ধোঁয়ায় সব ছেয়ে গেছে। ক্ষিপ্র আগুন ছড়িয়ে পড়ছে চারপাশে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার বলেন, পাশের কমিউনিটি সেন্টারে গায়েহলুদের অনুষ্ঠান ছিল। একটা গাড়ি সেখানে এসে থামলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে ওপরে উঠে যায় সেটি। একেবারে হলিউডের চলচ্চিত্রের গাড়ি ধ্বংসের দৃশ্যের মতো। মসজিদের পাশেই মদিনা ফার্মেসি। সেখানে ওষুধ কিনতে এসেছিলেন ৪৩ বছর বয়সী আয়শা বেগম। কিন্তু আর প্রাণ নিয়ে ফিরতে পারেননি।

তার ভাইয়ের ছেলে রাতুল বলেন, তিনি রাতের বেলায় ওষুধ কিনতে বের হন। পরে আর তার খোঁজ পাইনি। সকালে খবর পেলাম ৪৮ নম্বর সিরিয়ালে তার মরদেহ। দুই ছেলে ও এক মেয়ে আছে তার।

প্লাস্টিকের দানার ব্যবসায়ী সাবির বলেন, মসজিদের সামনে এখানে দুটি প্রাইভেটকার ছিল, আরেকটা পাউডারের গাড়ি ভুল পাশে দাঁড় করানো ছিল, এসময় একটা রিকশা মসজিদের সামনে যাওয়ার পর সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।রিকশাতে একটা শিশু ছিল। সবাই মারা গেছেন।

নাছির আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রিকশায় এক নারী তার সন্তানকে রক্ষার জন্য আকুতি করছিলেন। ইচ্ছা করলে তিনি নিজে বাঁচতে পারতেন। কিন্তু সন্তানকে বুকে নিয়ে মৃত্যুকে বেঁচে নিয়েছেন তিনি।

## ছোট বোনের বিয়ের বাজার করতে গিয়ে লাশ হলেন ভাই-বন্ধুরা:

মার্চেই ছোট বোনের বিয়ে। শুভদিন ১০ তারিখ। নানান ব্যস্ততা। রোহান তার পাঁচ বন্ধুকে নিয়ে গেছে পুরনো ঢাকার চকবাজারে। তিনটি বাইকে ছয় বন্ধু। কমিউনিটি সেন্টার বুকড, নানান শপিং করা জরুরি। সময়ও ফুরিয়ে আসছে। তাই রোহান বন্ধুদের নিয়ে যাচ্ছিলেন চুড়িহাট্টার গলিপথ দিয়েই।

কিন্তু রোহানরা কি জানত তাদের এই হাসি ঠাট্টা মিইয়ে যাবে আগেুনের লেলিহান শিখায়। তাদের পথচলার গতিকে থামিয়ে দেবে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের গতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী রোহান আর তার তিন বন্ধুর লাশ উদ্ধার করা হয় চকবাজার থেকে। মর্গে এখন নাতি রোহানের জন্য লাশের অপেক্ষা নানা ও মা।

চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার খবর শোনার পর সারারাত ঘুমাননি প্রধানমন্ত্রী


পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডের খবর শোনামাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব চিন্তিত ও বিমর্ষ হয়ে পেড়েছেন। সারারাত তিনি ঘুমাতে পারেননি।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে মর্মান্তিক ওই দুর্ঘটনায় ৭০ জনের প্রাণহানি এবং ৪১ জনের আহত হওয়ার খবর তুলে ধরা হয়। আহতদের মধ্যে দগ্ধ নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মেয়র খোকন বলেন, প্রধানমন্ত্রী দুর্ঘটনার পর থেকে সার্বক্ষণিক অগ্নিকাণ্ডের খোঁজখবর রাখেন। তিনি সুষ্ঠুভাবে উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন। সারারাত তার তত্ত্বাবধানে আমরা উদ্ধার কাজ পরিচালনা করেছি।

বাবার লাশের জন্য দুই যমজ শিশুর অপেক্ষা


পুরান ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে নিহত হয়েছেন এইচ এম কাওসার আহমেদ। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ৪র্থ বর্ষের শিক্ষার্থী। কাজ করতেন চুড়িহাট্টায় এক ফার্মেসিতে। চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে কাওসার আহমেদের প্রাণ কেড়ে নিয়েছে।

প্রতিদিনের মতো গতকালও কাজে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ এখন ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। সেখানে কাওসার আহমেদের ৪ মাস বয়সের ২ বাচ্চা বাবার লাশের জন্য অপেক্ষায় করছেন। নিহতদের স্বজনদের কোলে মর্গের সামনে এই শিশুদের দেখা যায়।

উল্লেখ্য, বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিদেশি সাংবাদিকদের পেটাল রোহিঙ্গারা


কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জার্মানের তিন সাংবাদিক ও পুলিশসহ ছয়জনকে ব্যাপক পিটিয়েছে রোহিঙ্গারা। এ সময় ভেঙে দেয়া হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও।

আহত জার্মান সাংবাদিকরা হলেন- ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। তাদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হলেন মো. সিহাবউদ্দিন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০)।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছিলেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও রোহিঙ্গাদের হামলায় আহত হন। রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে।

হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট) ও সাথে থাকা জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্প হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো জানান, জার্মান সাংবাদিকদের হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

Tuesday, February 19, 2019

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে যাতায়াতের রুট-ম্যাপ


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘একুশে উদ্‌যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এই রুট-ম্যাপ প্রণয়ন করে।

সোমবার জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার রাত ৮:০০টা থেকে কার্যকর হবে।

রুট-ম্যাপ অনুযায়ী যাতায়াত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ-

১. পুরোনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাৎ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন ।

২. কবরস্থানে না গিয়ে বিকল্প পথে যারা শহীদ মিনারে যেতে চান তারা উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যেতে পারবেন।

৩. নিউমার্কেট  ক্রসিং  থেকে  হোম  ইকোনমিকস ও  ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবী আইসক্রীম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

৪. চাঁনখার পুল এলাকা থেকে বকশি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে ।

৫. বিশেষভাবে উল্লেখ্য যে, টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাৎ শিব বাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।  উপাচার্য ভবনের গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখার পুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য সম্পূর্ণ বন্ধ  থাকবে ।

৬. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখার পুল হয়ে শুধুমাত্র প্রস্থান করা যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।

Monday, February 18, 2019

এবার ব্যবস্থা নেওয়া হবে সালমান-জেসিয়ার বিরুদ্ধে


ইন্টারনেটে অপেশাদার ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

আজ রোববার তাকে আটকের পর ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়।

বিকেল ৩ টার দিকে আটকের পর প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে বিকেল সাড়ে চারটার দিকে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম টিমের হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এসময় ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে সানাইয়ের পর এবার সালমান-জেসিয়াসহ আরও বেশ কিছু বিতর্কিত ফেসবুক সেলিব্রেটি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।

সূত্র আরও জানায়, যারা ইন্টারনেট ব্যাবহার করে অশ্লীল, আপত্তিকর ভিডিও বা কন্টেন্ট আপলোড করে নিজেদের ভাইরাল করতে চায় বা করেছে তাদের সাবধান করতেই মূলত এ পদক্ষেপ। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্বে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন এর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Saturday, February 16, 2019

বাংলাদেশে বন্ধ করে দেয়া হচ্ছে টিকটক!


নতুন প্রজন্মকে ইন্টারনেটের আপত্তিকর আসক্তি থেকে বের করে আনতে ইতিমধ্যে অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ সরকার। এর ধারাবাহিকতায় এবার দেশীয় সংস্কৃতি রক্ষায় টিকটক বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে।

বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের একাংশ,ঠোঁট মিলিয়ে ভিডিওতে কোনো খারাপ উক্তি তৈরির এই অ্যাপ নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে সমালোচনা ঝড় উঠেছে।

অ্যাপের কারণে আমাদের নতুন প্রজন্মের বেড়ে উঠা হুমকির মুখে পড়েছে। সোশ্যাল মিডিয়া অ্যাপের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে অশ্লীল কন্টেন্ট ও ব্যঙ্গাত্মক ভিডিও। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা তৈরি হয়। তারা স্বাভাবিক কথা কেউও ব্যঙ্গ করে বলে। এছাড়া এসব একসময় বদভ্যাসে পরিণত হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটকের ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে ভারতে।

সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সাইড দেশীয় সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। সাইট বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উদ্যোগ নেয়া হয়েছে। বিপথগামী ওয়েবসাইট ও অ্যাপ বন্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

টিকটক বন্ধের বিষয়ে জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শুধু টিকটক নয় দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই।

তিনি বলেন, আমি ইন্টারনেটকে নিরাপদ করতে চাই। আমার দেশ ইউরোপ না আমেরিকা না আমার দেশে বাংলাদেশ। তাই এ দেশের মানুষ, সমাজ, সাহিত্য, সংস্কৃতি সঙ্গে যায় না এমন কোনো কিছুকেই আমি রাখতে চাই না।

এসব সাইট বন্ধ করলে আবার খোলা হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খোলা হলে বন্ধ করে দেব। যতবার খোলা হবে ততবার বন্ধ করে দেব। মানুষের জীবন ও মান ও দেশের জন্য ক্ষতিকর এসব সাইট বন্ধে কতটুকু সফল হব জানি না। তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করে যাব। আমি আমার দেশ, মাটি ও মাকে বাঁচাতে চাই।

Friday, February 15, 2019

জবি’তেও ‘প্রেমবঞ্চিতদের’ বিক্ষোভ


ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কিছু শিক্ষার্থী।

বঞ্চিত প্রকৃত প্রেমিক সংঘের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

‘আমার ভাই সিঙ্গেল কেন জবাব চাই। কেউ পাবে, কেউ পাবে না তা হবে না তা হবে না। দুষ্টু প্রেমিক নিপাত যাক, প্রকৃত প্রেমিক মুক্তি পাক।’ এমন সব স্লোগান দেন তারা।

এ সময় সংগঠনটির সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিবন্ধ হাসান ও সাধারণ সম্পাদক আয়িক হাসানসহ বঞ্চিত প্রকৃত প্রেমিক সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে একই ধরনের কর্মসূচি পালন করেন ওই দুই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

Thursday, February 14, 2019

সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সব রোগী বের করা হয়েছে


রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। অনেক রোগীকে সোহরাওয়ার্দী ছেড়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চলে যেতে দেখা যাচ্ছে।

সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, হাসপাতালে ১৫ শতাধিক রোগী ছিল। তারা আগুন লাগার পর বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসেছে

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ভবনে যত রোগী ছিল সবাইকে বাইরে আনা হয়েছে। ছাত্র, ডাক্তার, নার্স ও রোগীর স্বজনের সহযোগিতায় রোগীদের বাইরে আনা সম্ভব হয়েছে। ভেতরে আর কোনও রোগী নাই বলে জানান তিনি।

প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৫০ মিনিটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানান, আগুনের চেয়ে ধোঁয়ার পরিমাণ বেশি।
শের ই বাংলা নগর থানার এসআই রাজিব জানান, হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে আগুন লেগেছে। কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে আছে।

সূত্র জানায়, আগুনের কারণে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া আজ কোনোভাবেই সম্ভব নয়। যাদের জরুরি সেবা দেওয়া প্রয়োজন তাদের মাঠের মধ্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান বলেন, এখানে যাদের চিকিৎসা চলছিল তাদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল থেকে পাঠানো রোগীদের জরুরিভাবে চিকিৎসা দেওয়ার জন্য অন্যান্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ হাসপাতালের রোগীদের ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদাসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ধোঁয়া পুরো হাসপাতালে ছড়িয়ে পড়েছে। স্টোর রুম ও ফিজিক্যাল মেডিসিন বিভাগ আগুনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান।