Thursday, February 21, 2019

আগুনে নিহত যাদের পরিচয় মিলেছে


রাজধানীর চকবাজার আবাসিক এলাকার ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা সর্বশেষ দাঁড়িয়েছে ৭০ জন। সকাল ৯ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ রয়েছে ৬৭ জনের। এর মধ্যে পরিচয় সনাক্ত করা গেছে ৪১ জনের।


তারা হলেন-  রাজু (৩০), মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আবু বকর সিদ্দিক (২৭), আলি মিয়া (৭৫), মোসারফ হোসেন(৩৮), কামাল হোসেন (৫২),ইয়ামিন খান রনি (৩২), জুম্মন(৬৫), এনামুল হক অভি (২৮), মজিবর হাওলাদার (৪৫), ওমর (৩৫), মোহাম্মদ আলী (৩২), আবু রায়হান (৩১), আরাফাত (৩), ডা. ইমতিয়াজ ইমরোজ রাসু (২৪), হেলাল (৩০), সোনিয়া (২৮), মিঠু, সাহির, রহিম দুলাল (৪৫), হীরক, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওসার, আয়সা খাতুন, আরমান হোসেন, মামুনুর রশিদ, আবু তাহের, রুবেল হোসেন, সৈয়দ আলাউদ্দিন, মুছা, ইলিয়াস মিয়া, মো. হোসেন বাবু, খলিলুর রহমান, ইসলাম হানিফ, নবী উল্লাহ খান, মিজানুর।


বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৩টি ষ্টেশনের ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের ২০০ জন কর্মি ছাড়াও কাজ করেছে রেড সেন্ট,বাংলাদেশ স্কাউটসহ অনেকে।

এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ হওয়া আহত ৪১ জন কে মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।