Friday, February 15, 2019

জবি’তেও ‘প্রেমবঞ্চিতদের’ বিক্ষোভ


ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কিছু শিক্ষার্থী।

বঞ্চিত প্রকৃত প্রেমিক সংঘের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র‌্যালিটি বের হয়ে ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

‘আমার ভাই সিঙ্গেল কেন জবাব চাই। কেউ পাবে, কেউ পাবে না তা হবে না তা হবে না। দুষ্টু প্রেমিক নিপাত যাক, প্রকৃত প্রেমিক মুক্তি পাক।’ এমন সব স্লোগান দেন তারা।

এ সময় সংগঠনটির সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি নিবন্ধ হাসান ও সাধারণ সম্পাদক আয়িক হাসানসহ বঞ্চিত প্রকৃত প্রেমিক সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে একই ধরনের কর্মসূচি পালন করেন ওই দুই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।