Thursday, March 7, 2019

যত বাধাই আসুক, রাসায়নিকের গুদাম থাকবে না : প্রধানমন্ত্রী


যত বাধাই আসুক পুরান ঢাকাসহ রাজধানীর অন্যান্য আবাসিক এলাকা থেকে সব ধরনের দাহ্য পদার্থের রাসায়নিকের গুদাম অপসারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত ৫০ জন কাউন্সিলরের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গভবনের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের দাহ্য পদার্থ এখানে থাকতে পারে না। তাদের (ব্যবসায়ী) জন্য আমরা আলাদা জায়গা খুঁজছি। তাদের ব্যবসা আমরা ধ্বংস করতে চাই না। তবে আবাসিক এলাকায় কোনো রাসায়নিকের গুদাম মেনে নেওয়া হবে না।

সম্প্রতি চকবাজারে আগুনের ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এখানে তারা (দাহ্য রাসায়নিকের ব্যবসায়ী) তাদের শোরুম রাখতে পারবেন ও পণ্য বিক্রি করতে পারবেন। গুদামের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলো থাকতে পারে।

এ বিষয়ে কোনো ধরনের বাধাই মানা হবে না বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।