Thursday, December 27, 2018

কাবা শরিফের সামনে দাঁড়ানো সাকিব কন্যা


উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেই পরদিনই সপরিবারে দেশ ছাড়েন সাকিব আল হাসান। এদিন বিকালে স্ত্রী, কন্যা ও মাকে নিয়ে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে ছুটে যান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সৌদি আরব যাওয়ার চারদিনের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা মিললো সাকিব কন্যা আলাইনা হাসান অউব্রির। এদিন দুপুরে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানো ছোট্ট অউব্রির একটি ছবি পোস্ট করেন সাকিব নিজেই।

ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে অউব্রির ছবিটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে বাঁহাতি এই অলরাউন্ডার লিখেন, ‘শান্তি।’

এর আগে ২৩ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৪টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওয়ানা হন সাকিব। তার সঙ্গে ওমরাহ পালনে যান স্ত্রী উম্মে আহমেদ শিশির, মা শিরিন রেজা ও মেয়ে আলাইনা হাসান অউব্রি। পবিত্র ওমরাহ পালন শেষে ২৯ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।


চলতি বছরই হজ পালন করেছেন সাকিব। সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে সেবার হজ পালন করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সৌদি থেকে দেশে ফিরে উড়ে যান যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী-কন্যার সঙ্গে দেখা করে এশিয়া কাপ খেলতে মাঠে নামেন বাঁহাতি এই অলরাউন্ডার।