This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

Saturday, December 29, 2018

হিরো আলমের অফিসে ভাঙচুর ও হুমকি


হিরো আলমের নির্বাচনী অফিস ভাঙচুর ও তার সমস্ত পোস্টার ছিঁড়ের ফেলা ও নেতা-কর্মীদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, কে বা কারা নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন। আমি গতকাল রাতেও ওই অফিসে নির্বাচনী সভা করেছি। এরপরেই আজ সকালে জানতে পারি, আমার অফিস ভাঙচুর করা হয়েছে এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও ৫ টি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

হিরো আলম তার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমার কর্মী নজরুল, রাসেল, মোস্তফাসহ আরো অনেককেই ক্রমাগত ফোনে হুমকি দেয়া হচ্ছে। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো শক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকা খ্যাতি পাওয়া হিরো আলাম।

দীপঙ্কর দীপনের ছবিতে নায়ক সিয়াম!


‘পোড়ামন-২’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষক হয় সিয়াম আহমেদের। এরপর ‘দহন’ ছবিতে অভিনয় করে বেশ প্রসংশা কুড়িয়েছেন তিনি। বাণিজ্যিক ঘরানার এই দুইটি ছবিই পেয়েছে ব্যবসায়িক সাফলতা। এবার  ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত পরিচালক দীপঙ্কর দীপনের ‘বিট কয়েন স্ক্যাম’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নতুন প্রজন্মের আলোচিত এই নায়ক।

শনিবার নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন,‘এই সিনেমায় অভিনয়ের ব্যপারে পরিচালকের সঙ্গে প্রথমিক আলাপ হয়েছে। চূড়ান্ত কিছুই হয়নি। আসলে আনুষ্ঠানিক ভাবে ঘোষণাটি আসবে সিনেমার প্রযোজক ও নির্মাতার পক্ষ থেকেই। এখন এর বেশি বলা সম্ভব নয়।’

এদিকে সিনেমাটি নিয়ে নির্মাতা দীপঙ্কর দীপন বললেন, ‘সিনেমার আর্টিস্ট চূড়ান্ত করার আগে বেশ কিছু কাজ থাকে। সিয়ামের সঙ্গে কথা হয়েছে। পারিশ্রমিক, শুটিং ডেইট এইসব বিষয়য়ে আলাপ চলছে। বাকিটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শিগগিরই আনুষ্ঠানিক ভাবে আমরা সিনেমার কলাকুশলীদের নাম প্রকাশ করবো।’

‘বিট কয়েন স্ক্যাম’ ছবির মূল থিম হলো দেশের ও সাধারণ মানুষের টাকা যেনো দেশেই থাকে, দেশ থেকে পাচার না হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি।

থার্টি ফার্স্টে নিরাপত্তা নিয়ে সতর্ক বার্তা ডিএমপি’র


আর মাত্র দুইদিন পর সারা বিশ্বে নানা আয়োজনের মাধ্যমে ইংরেজি নববর্ষকে বরণ করে নেয়া হবে। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও উদযাপন হবে থার্টি ফার্স্ট নাইট। ৩১ ডিসেম্বর (সোমবার) ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে ওইদিন সন্ধ্যা ৬টার পর থেকে হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।

আজ (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ।

প্রেস বার্তায় ডিএমডি উল্লেখ করে, আগের বছরগুলোর অভিজ্ঞতার আলোকে দেখা যায়, ইংরেজি নববর্ষ উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ঐতিহ্যবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকে। কতিপয় ব্যক্তি আনন্দের আতিশয্যে পটকাবাজি, আতশবাজি, অশোভন আচরণ, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানোর মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা/দুর্ঘটনা ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব ঘটায়।

ক্ষেত্রবিশেষে প্রকাশ্যে অভদ্রজনোচিত আপত্তিকর আচরণ করে। এসব নৈতিক মূল্যবোধপরিপন্থী কর্মকাণ্ড একদিকে যেমন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, অন্যদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা সৃষ্টি করে। ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো ধরনের আশঙ্কা রোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।

নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নিম্নোক্ত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বলা হয়েছে-

১. ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।

২. উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

৩. কোথাও কোনো ধরনের আতশবাজি/পটকা ফোটানো যাবে না।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ৬টার পর বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।

৫. ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।

৬. গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে এ দুটি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে।

৭. একইভাবে উপযুক্ত সময়ে সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যেসব নাগরিক বসবাস করেন না তাদের বর্ণিত এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো।

৮. সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।

৯. গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

১০. মাদকদ্রব্যেব অপব্যবহার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না।

১১. ইংরেজি নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট সম্মানিত নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপর্যুক্ত নির্দেশনা পালনে ব্যর্থ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ট্রাফিক ডাইভার্সন ও পরামর্শ

১. গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সব রাস্তা রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে। তবে উক্ত এলাকায় বসবাসরত নাগরিকদের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। সেক্ষেত্রে গুলশান, বনানী ও বারিধারায় বসবাসরত নাগরিকদের রাত ৮টার মধ্যে উক্ত এলাকায় প্রবেশের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

২. রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নং রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং উক্ত এলাকাসমূহে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না, তবে উক্ত এলাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে এসব ক্রসিং ব্যবহার করা যাবে।

৩. একইভাবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা হতে পরদিন ভোর ৬টা পর্যন্ত শুধুমাত্র শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরিচয় প্রদর্শন এবং শনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এ জন্য পরিচয়পত্র সাথে রাখার জন্য সকলকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

৪. পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বক্শীবাজার ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।

৫. হাইকোর্ট পয়েন্ট হতে আগত সকল প্রকার গাড়ি দোয়েল চত্বর বামে মোড় নিয়ে শহীদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।

৬. কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালাবেন না।


৭. সড়ক ব্যবহার সংক্রান্তে যেকোনো জরুরি প্রয়োজনে ফোন করুন :

ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬,
এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮,
ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৪,
ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬।

Thursday, December 27, 2018

নির্বাচনে জয়ী হলে কৃষিমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন হিরো আলম


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন আলোচতি মডেল-অভিনেতা হিরো আলম।

হিরো আলম বলেন, ‘আমরা যদি গরীব-দুঃখী-মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই, তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের হয়ে কাজ করতে হবে।’ কেন কৃষি মন্ত্রী হতে চান এ প্রশ্নে তিনি বলেন, ‘আমি মাটি ও মানুষের জন্য কথা বলতে চাই। তাই কৃষি মন্ত্রী হতে চাই।’

নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে তাকে বিভিন্ন টকশোতেও দেখা গেছে। মনোনয়নপত্র কেনার পর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এই প্রার্থী। তার নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন খবরে মুখরিত ফেসবুক।

তবে এবার তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কৃষিমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভোটের প্রচারণায় বিনোদন জগতের কর্মীদের অংশগ্রহণ নিয়ে হিরো আলম বলেন, ‘এ বেলায় আমার প্রসঙ্গ ভিন্ন, কারণ আমি নিজেই একজন স্টার। কোনো এলাকায় গেলে এমনি ভীড় পড়ে যায়। আমার জন্য অন্যকোনো স্টারের প্রয়োজন নেই।’ তিনি সহাস্যে বলেন, ‘যদি এই জায়গায় আমার মডেলদের নামাই পরিস্থিতি বেসামাল হয়ে যাবে।’

তিনি বলেন, আমি জিরো থেকে হিরো, গরীব ঘরের সন্তান। আমার যে বয়স, এই বয়সে বাংলাদেশে কেউ নির্বাচন করেনি। আমার ইচ্ছা, এলাকার ছোট ছোট কাজগুলো শেষ করা।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হিরো আলম জানান, প্রথমেই নিজের এলাকার সামাজিক কর্মতে মনযোগ দিতে চান। উদাহরণ হিসেবে, রাস্তা মেরামত, আরও স্কুল-মাদ্রাসা নির্মান, বাল্যবিয়ে বন্ধ করার কথা বলেন। আর এসব কাজে তরুণদেরকে পাশে চান হিরো আলম।

তারা হলেন – মহাজোট মনোনীত প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা), বিএনপির মনোনীত মোশারফ হোসেন (ধানের শীষ),

ইসলামী আন্দোলনের মোহাম্মদ ইদ্রিস আলী (হাতপাখা), তরিকত ফেডারেশনের কাজী এম এ কাশেম (ফুলের মালা),

ন্যাশনাল পিপলস পার্টির আয়ুব আলী (আম) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের জীবন রহমান (টেলিভিশন)।

এ আসনে প্রথমে জাতীয় পার্টি থেকে নমিনেশন চাইলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় লড়ছেন হিরো আলম।

প্রসঙ্গত, বগুড়া-৪ আসনে নির্বাচনে হিরো আলমসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী।

Monday, December 24, 2018

প্রচারণায় নামতে হিরো আলমের অনুমতির অপেক্ষায় ৫০০ নায়িকা!


আসন্ন জাতীয় নির্বাচনের অপেক্ষায় রয়েছে সবাই। আর হাতে আছে কিছুদিন। এরমধ্যে প্রার্থীদের শেষ করতে হবে প্রচারণা। তাই নির্বাচনের প্রচারণায় জোরেসোরে নেমেছে প্রার্থীরা।

সেদিক দিয়ে পিছিয়ে নেই আশরাফুল ইসলাম আলম (হিরো আলম)। বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। তার নির্বাচনী প্রচারণায় নায়িকাদের নামতে দিচ্ছেন না। তার মতে, তার সঙ্গে অভিনয় করা নায়িকারা মাঠে নামলে পরিস্থিতি বেসামাল হয়ে পড়বে।

হিরো আলমের সঙ্গে যেসব অভিনেত্রী অভিনয় করেছেন তাদের মাঠে নামালে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, সেখানেই হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরও যদি আমার হিরোইনদের (নায়িকা) মাঠে নামাই, তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে পড়বে। তখন আর কিছুই নিয়ন্ত্রণে থাকবে না। এ কারণেই তাদের মাঠে নামতে দিচ্ছি না। তবে নায়িকারা মাঠে নামতে চাইছে।  আমি প্রায় ৫০০ ভিডিও করেছি। তাহলে আমার নায়িকারাও ৫০০'র মতোই হবে।’

প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে খুশি হিরো আলম। তিনি বলেন, ‘আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি। এখনও কোনো বাধার মুখে পড়িনি। বিএনপি-আওয়ামী লীগের মধ্যেও এখন পর্যন্ত সংঘাত হয়নি এখানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানুষ ঠিকঠাক ভোট দিতে পারলে আমি অবশ্যই জয়ী হব।'

ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে জিরো!


গতকাল ২১ ডিসেম্বর মুক্তিপেলো বামন শাহরুখ খানের জিরো সিনেমা। বামন শাহরুখের সঙ্গে এ ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন হালের জনপ্রিয় দুই তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা।

চাতকের ন্যায় জিরো ছবির প্রতীক্ষায় সিনেপ্রেমীরা। ইতিমধ্যে ছবিটির ট্রেলার ও গানের কিছু অংশ প্রকাশিত হয়েছে।

তবে এবার সিনেমার মুক্তির আগেই এক বিতর্কের জালে জড়ালো জিরো।

এ ছবিতে ভারতের শিখ সম্প্রদায়কে আঘাত করা হয়েছে, এমন অভিযোগ আনলেন ক্ষমতাসীন বিজেপি সরকারের এমএলএ মঞ্জিন্দর সিং শীর্ষা।

শুধু অভিযোগই নয়, এসব দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে ছবির পরিচালক ও ছবির মুখ্য ভূমিকায় অভিনেতা শাহরুখ খানকে একরকম হুশিয়ারি দিয়েছেন তিনি।

এই মর্মে দিল্লি পুলিশের কাছে জিরোর পরিচালক আনন্দ এল রাই ও অভিনেতা শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ করার ইচ্ছাও পোষণ করেছেন এ নেতা।

তিনি শাহরুখকে সাবধান করে বলেন, যদি আপত্তিকর দৃশ্য বাদ দেয়া না হয়, তা হলে এ ছবি মুক্তির পর শিখ সম্প্রদায় সিনেমা হলে বিক্ষোভ দেখাবে।

কোন দৃশ্যটি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে- এমন প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন মঞ্জিন্দর সিং।



তিনি জানান, সিনেমাটির প্রোমো ও পোস্টারে দেখা গেছে শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন।

আর শিখ ধর্মীয় রীতির কোড অব কনডাক্ট অনুযায়ী-কৃপান শুধু ‘অমৃতধারী' (ব্যাপটাইজড) শিখরাই ধারণ করতে পারেন।

সেখানে শাহরুখের ধর্মীয় বিষয়টি এভাবে সিনেমায় আনা ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

এই দৃশ্য অবিলম্বে বন্ধ করতে হবে বলে দাবি জানান মিস্টার শীর্ষা।



উল্লেখ্য, বিজেপির এমএলএ মঞ্জিন্দর সিং শীর্ষা দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির জেনারেল সেক্রেটারি ও রাজৌরি গার্ডেন বিধানসভার একজন আইনজীবী।

Saturday, December 15, 2018

এ যেন সাক্ষাৎ চাঁদের পূর্ণিমা!


একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পূর্ণিমা। এক সময়ের চলচ্চিত্র অভিনেত্রী বলার কারণ হচ্ছে, পূর্ণিমা অনেকদিন থেকেই বড় পর্দা থেকে দূরে আছেন। বিয়ের পরই চলচ্চিত্র থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন। এরপর যদিও তিনি ফিরেছেন তবে বড় পর্দার হয়ে নয়, ছোট পর্দার অভিনেত্রী হয়ে। তবে বড় আর ছোট যে পর্দায় তিনি থাকুক না কেন, তার লাস্যময়ী রূপে সবসময় কুপোকাত তার ভক্তরা।

এদিকে, মঙ্গলবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেইজে পূর্ণিমা তিনটি ঝলমলে ছবি পোস্ট করেছেন। যেখানে পূর্ণিমার চোখে কুপোকাত হতে দেখা যায় নেটিজেনদের।

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, আপনাকে যত দেখি ততই অবাক হই। মানুষের বয়স বাড়ে, আপনার বয়স দিন দিন কমেই চলেছে। আরেকজন লিখেছে, জীবনের প্রথম যে দিন প্রিয় নায়িকাকে সামনে দেখে ছিলাম সেই সময় মুখ থেকে কোন কথা বের হয়নি আমার, শুধু চেয়ে দেখেছিলাম।

সম্প্রতি জানা গেল পূর্ণিমা ফের বড় পর্দায় ফিরছেন। ‘জ্যাম’ শিরোনামের নতুন ছবিতে দেখা যাবে লাস্যময়ীকে। বহুদিন পর পর্দায় ফিরছেন- এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, সিনেমার প্রতি তো সব সময়ই আমার দুর্বলতা কাজ করে। যেহেতু আমার শুরুটা সিনেমা দিয়েই। মাঝে অনেক দিন সিনেমায় অভিনয় করা হয়নি।

আমি চেয়েছিলাম, ভালো একটা গল্পের সিনেমা দিয়ে ফিরতে। তার জন্য অপেক্ষা করছিলাম। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল ভাই যখন এই সিনেমার গল্পটা শোনালেন, আমার ভীষণ পছন্দ হয়েছে। আশা করি ভালো একটি কাজ হবে।

অভিনেতা সিয়াম-অবন্তী'র বিয়ে রোববার


মিডিয়ায় প্রেম-বিয়ে নিয়ে অনেকে ভক্তদের কালো চশমা পরিয়ে রাখলেও এ ব্যাপারে প্রথম থেকেই সিয়াম ছিলেন স্পষ্টবাদী। যেখানে নায়কেরা নিজেদের প্রেম-বিয়ে গোপন রাখতেই পছন্দ করেন সেখানে সিয়াম আত্মবিশ্বাসের সাথেই প্রকাশ করেছিলেন নিজের প্রেমিকার নাম। আগে প্রায়ই তিনি ফেসবুকে সেই প্রেমিকার সঙ্গে ছবিও পোস্ট করতেন।

চলতি বছরের ফেব্রুয়ারির দিকে সংবাদমাধ্যমে জানিয়েও ছিলেন তার প্রেম ও প্রেমিকার ব্যাপারে। এক সাক্ষাৎকারে জীবনের সবচেয়ে প্রিয় মানুষদের নাম বলতে গিয়েও তিনি জানিয়েছিলেন সে তালিকায় আছেন তার বাবা-মা, নায়ক সালমান শাহ ও তার বান্ধবী অবন্তী।

এবার 'পোড়ামন-টু' কিংবা 'দহন'খ্যাত চিত্রনায়ক সিয়াম আহমেদ বাস্তব জীবনে নতুন এক মোড়কে নিজেকে বাক্সবন্দি করতে চলেছেন। দীর্ঘ ৬ বছরের প্রেমের পর বান্ধবী অবন্তীর সঙ্গে বিবাহবন্ধনের মাধ্যমে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা।

গতকাল শুক্রবার পারিবারিকভাবেই অবন্তীর রাজারবাগের বাসায় গায়ে হলুদের প্রথম পর্ব সম্পন্ন হয়। আজ রাতে সিয়ামের রাজারবাগের বাসায় আরেক দফায় গায়ে হলুদ হবে।

রোববারই আকদ হওয়ার কথা আছে সিয়ামের। তবে বাকি আনুষ্ঠানিকতার জন্য সিয়াম-অবন্তী জুটিকে পরিপূর্ণ জামাই-বৌ হিসেবে দেখতে দর্শককে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। খানিকটা গোপনে বিয়ের আয়োজন হলেও এরই মধ্যে সেটি ছড়িয়ে গেছে শোবিজ অঙ্গনে।

Wednesday, December 5, 2018

যে কারণে সমালোচিত বিএনপি প্রার্থী নায়িকা শায়লা


কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনে ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলোতে যুক্ত হয়েছেন শোবিজ তারকাদের অনেকেই। সেই কাতারে নাম লিখিয়েছেন ঢালিউডের ‘অশ্লীল যুগের’ সমালোচিত নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা।

বিএনপির পক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি। পেয়েছেন নির্বাচন করার টিকিটও। ইতোমধ্যে তার মনোনয়নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা।

শায়লার মনোনয়ন কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর থেকেই ফেসবুকে তার অভিনীত বিভিন্ন ছবির গানের ক্লিপ হরহামেশাই দেখা যাচ্ছে। শায়লার মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিয়ে ট্রল করছেন অনেকেই।


‘জ্বলন্ত নারী’, ‘নষ্টা মেয়ে’, ‘ওরা কারা’, ‘ফুটপাতের শাহেনশাহ’, ‘জ্বলন্ত নারী’, ‘তেজী মেয়ে’ সহ বেশ কিছু ছবিতে খোলামেলা অভিনয় করে সমালোচিত হয়েছিলেন তিনি। চলচ্চিত্র পাড়াতেও শায়লার মনোনয়ন প্রাপ্তি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

তবে অশ্লীলতার এসব অভিযোগ পাত্তা না দিয়ে নায়িকা শায়লা বলেন, ‘এবার সারা দেশে ধানের শীষের জোয়ার। জনগণ চায় বিএনপি ক্ষমতায় আসুক। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জনগণের জন্য আমি ইতোমধ্যে অনেক কাজ করেছি। তারা আমাকে অবশ্যই ভোট দেবে।’

গত বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় শায়লা। ঢাকায় বেড়ে উঠলেও এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সরব ছিলেন তিনি। শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনের সাথে ঘনিষ্ঠ ছবি ভাইরাল হওয়া নিয়ে যা বললেন মিথিলা


তাহসান মিথিলার বিবাহ বিচ্ছেদের এক বছরেরও বেশি সময় পর সোমবার জন কবিরের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রবীণ অভিনেতা থেকে শুরু করে তাদের ফ্যানরাও নানা মন্তব্য করছেন ওই ছবিকে ঘিরে।

তবে বিষয়টি নিয়ে জন কবির একটু মজা করলেও মিথিলা বলছেন, এই ছবির কারণে মানুষ তাকে জ্বালিয়ে মারবে।

সোমবার (৩ ডিসেম্বর) জনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে এ বিষয়টি নিয়ে হাস্যরস শুরু করেন শোবিজ তারকারাও। ফুয়াদ আল মুক্তাদির থেকে শুরু করে প্রবীণ অভিনেতা আবুল হায়াৎও সেখানে মন্তব্য করেন।

গতকাল রাতেই ফুয়াদ ওই ছবির কমেন্টে লেখেন, ভাবি। তখন তার রিপ্লেতে জন ফুয়াদকে ট্যাগ করে লেখেন, আমারও ভাবি। এরপর ফুয়াদের দেয়া একটি ইমোজিতে শেষ হয় তাদের ওই কথোপকথন।

অন্যদিকে আবুল হায়াত ওই ছবির কমেন্টে লেখেন, আর আমি দিলারা জামানের সঙ্গে ফটো দিলে দোষ। এই মন্তব্যের শেষে তিনি যুক্ত করেছেন একটি রাগের ইমো।

হাস্যরস শুধুমাত্র ছবি নিয়েই হচ্ছে না। ছবিটি এত দ্রুত ভাইরাল হওয়ার বিষয়টিও উঠে এসেছে কমেন্ট বক্সে। আর হবেই না কেন? এরইমধ্যে ছবিটি তিন হাজারেরও বেশি শেয়ার হয়েছে, কমেন্টে পড়েছে হাজারেরও বেশি।

এটি নিয়েই অনেকে বলছেন, জন নাকি এই কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়েছেন, সঙ্গে মিথিলাও।

বিষয়টি দৃষ্টিতে আসার পর মিথিলাও ওই ছবিতে গিয়ে কমেন্ট করেন। তিনি লেখেন, জনের বাচ্চা! মানুষ আমাকে এখন জ্বালিয়ে মারবে! কন্টেন্টের এমনিতেই অভাব নাই দুনিয়াতে! অন্তত আমার আমি’টার প্রমোশন কর একটু বেয়াদব!

আপাতদৃষ্টিতে মিথিলার ওই কমেন্টও ভাইরাল বনে গেছে। কারণ ১৫ ঘণ্টার ব্যবধানেই সেখানে ৩৩৯টি ইমো পড়েছে। অনেকে সেটির স্ক্রিনশট নিয়েও শেয়ার করছেন।

প্রসঙ্গত, তাহসান ও মিথিলার বিবাহবিচ্ছেদের পরও এই দুই তারকার দাম্পত্য জীবন নিয়ে মানুষের আগ্রহ একটু কমেনি। গেল বছর তাদের বিবাহবিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়া ‍জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বন্ধ থাকলেও এই ছবি সেই ঝড়ে নতুন করে বাতাস দিয়েছে। তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দম্পতির একটি সন্তানও রয়েছে।

ঢাবিতে নিজের ভাস্কর্যের সামনে হিরো আলম


হিরো আলম মানেই আলোচনার ঝড়। এবার সেখানে আরেকটু ঘি দিলেন হিরো আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এক শিক্ষার্থী তৈরি করছেন হিরো আলমের আবক্ষ ভাস্কর্য।

ইতোমধ্যে ভাস্কর্যের কাজ অনেকটা এগিয়ে গেছে। আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেই  মঙ্গলবার দুপুরে জগন্নাথ হলে নিজের প্রকৃতি দেখে এসেছেন।

এ প্রসঙ্গে আপ্লুত হিরো আলম বলেন, আমি শুনেছি গতকাল। এমনকী আমাকে ভাস্কর্যের ছবিও পাঠানো হয়েছে কিন্তু বিশ্বাস হয়নি। তাই নিজেই চলে এসেছি দেখতে। আমি অবাক হয়েছি আমার নিজের ভাস্কর্য দেখে।’

জানা গেছে, চারুকলার শিক্ষার্থী ও জগন্নাথ হলের আবাসিক ছাত্র উত্তম কুমার নিজ আগ্রহে ভাস্কর্যটি তৈরির উদ্যোগ নেন। ভাস্কর্যটি কোথায় স্থাপন করা হবে, আদৌ স্থাপন করা হবে কি না তিনি নিশ্চিত করতে পারেননি। তবে আপাতত জগন্নাথ হলে নিজের কাছেই ভাস্কর্যটি রাখবেন বলে জানান উত্তম কুমার।

উত্তম কুমার বলেন, আশরাফুল আলমের আলমের ভাস্কর্য নির্মাণ করে শুধু সম্মান ও ভালোবাসাই প্রদর্শন করিনি, সকল শিল্পী সমাজকেও সম্মানিত করেছি এই শিল্পকর্ম নির্মাণের মাধ্যমে। জনাব আলম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, অবৈধ অর্থে আমির হয়ে নিজেকে অনেক বড় বলে কল্পলোকের বাসিন্দা হওয়া যায়, কিন্তু একজন শিল্পীর ভালোবাসা পেতে হলে তাকে প্রকৃত মানুষ হতে হয়। এ দেশে প্রকৃত মানুষের সমাজ প্রতিষ্ঠিত হোক।

সম্প্রতি সংসদ নির্বাচন করার জন্য হিরো আলম বগুড়া ৬ আসন থেকে মনোনয়ন পত্র ক্রয় করে দাখিল করে দেশব্যাপী নতুন করে আলোচনায় আসেন। কিন্তু ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়। অবশ্য তিনি নির্বাচন কমিশনে আপিল করেছেন।

অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে যা বললেন চাচা অনিল কাপুর


বলিউডের বাতাস বর্তমানে গরম করে রেখেছে অভিনেতা অর্জুন কাপুর ও আইটেম তারকা মালাইকা অরোরার বিয়ের খবর। তারা যে এক বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন, এখানে সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন- এসব খবর পুরনো হয়ে গেছে। অলিগলিতে এখন শুধু ঘুরে বেড়াচ্ছে দুই তারকার বিয়ের খবর।

অসম এ জুটির প্রেম ও বিয়ের খবর নিয়ে ইন্ডাস্ট্রি এবং এর বাইরের মানুষ কে কী ভাবছেন সেটা কোনো বিষয় নয়। অর্জুন-মালাইকা এসব পাত্তাও দিচ্ছেন না। দুই তারকার পরিবার তাদের নিয়ে কী ভাবছেন সেটাই মুখ্য। মঙ্গলবার ‘নো ফিল্টার নেহা সিজন ৩’-অনুষ্ঠানে মালাইকার সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় অর্জুনের চাচা অভিনেতা অনিল কাপুরকে।

জবাবে অনিল বলেন, ‘আমি অর্জুনকে খুব ভালোভাবে চিনি এবং জানি। ও যেটাতে খুশি থাকবে আমি সেটাকেই সমর্থন করব। ওর খুশিতেই আমরা খুশি। ওর ব্যক্তিগত বিষয়ে আমি কোনো কথা বলব না। আমরা পরিবারের লোকেরা ওকে সমর্থন করব।’

কয়েকদিন আগে ‘কফি উইথ করণ’-এ অর্জুন যখন জানিয়েছিলেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত। সে সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুনের সৎ বোন বোন অর্থাৎ প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরও। জাহ্নবীও মালাইকার সঙ্গে দাদার বিয়ের বিষয়ে কোনো আপত্তি তোলেননি। শুধু অর্জুনের কথা শুনে লজ্জায় মুখ ঢেকেছিলেন।

প্রিয়াঙ্কার বিয়েতে কী উপহার দিলেন মোদি?


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪ ডিসেম্বর মঙ্গলবার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রিসেপশনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। বর-কনে দুজনের জন্যই বিশেষ উপহার নিয়ে এসেছিলেন তিনি।

স্টেজে উঠেই প্রিয়াঙ্কা এবং নিকের হাতে দুটি লাল গোলাপ দিয়েছেন মোদি। বিয়ের উপহার হিসেবে তাদের জন্য এই গোলাপ এনেছেন তিনি। এর আগে বিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়েতে গিয়েও লাল গোলাপ উপহার দিয়েছিলেন মোদি।

২৪ নভেম্বর প্রিয়াঙ্কা এবং নিক বিয়ের দাওয়াতের কার্ড নিয়ে মোদির সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছিলেন। দেখা হয়নি, তবে কার্ড রেখে এসেছিলেন।

দিল্লির তাজ প্যালেসে হোটেলে প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের রিসেপশনের জমকালো আয়োজন করা হয়েছে। রিসেপশনে উপস্থিত ছিলেন সেলব্রিটি থেকে শুরু করে রাজনৈতি ব্যক্তিত্বরা। নিক-প্রিয়াঙ্কার রিসেপশনের ডেকোরেশন ছিল খুব ছিমছাম। নজর কেড়েছে দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে সাজানো ‘এনপি’।

রিসেপশনে প্রিয়াঙ্কা পড়েছেন গোল্ডেন লেহেঙ্গা। সঙ্গে ডায়ামন্ডের গহনা, সিঁথিতে সিঁদুর এবং হাতে লাল চূড়া। নিকের পরনে ছিল ভেলভেট ব্লু টাক্স ও ট্রাউজার। ফাল্গুনি-শেন এর পিকক কালেকশন এর পোশাক দুটিই।

১ এবং ২ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে খ্রিস্টান এবং হিন্দু রীতিতে বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা এবং নিক এর। সেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কাছের বন্ধুরা।

Sunday, November 25, 2018

ফারজানা ব্রাউনিয়ার এটা কত নম্বর বিয়ে?


জনপ্রিয় উপস্থাপিকা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া তৃতীয়বারের মতো বিয়ে করলেন। পাত্র লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। দুজনই জানালেন, উভয়ের পরিবারের সম্মতিতেই এ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

আজ (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আগামী সোমবার (২৬ নভেম্বর) সেনাকুঞ্জে বিয়ের মূল অনুষ্ঠান হবে।

ব্রাউনিয়া জানান, ২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে তার পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে ৬ নভেম্বর তাদের আকদ সম্পন্ন হয়। ১৬ নভেম্বর বিয়েও নিবন্ধন করা হয়েছে।’

প্রসঙ্গত, রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধারকাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন চৌধুরী হাসান সারওয়ার্দী। ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর তিনি আর্টডকের জিওসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হন।

সেখান থেকে চলতি বছরের ১ জুন অবসের যান। এর আগে তিনি আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক এবং সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বর্তমানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছেন।

এদিকে ২০০০ সালে বাংলাদেশ টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ব্রাউনিয়ার শোবিজ যাত্রা শুরু হয়। তখন তিনি ইংরেজি সংবাদ পড়তেন। তবে ফারজানা ব্রাউনিয়া নামটি দেশজুড়ে আলোচনায় আসে ২০০৪ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ভিন্নধর্মী উপস্থাপনার পর।

এছাড়াও তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- গেম শো লেটস মুভ, হাঁড়ি কড়াই রান্নার লড়াই, চ্যানেল আই সেরা কণ্ঠ অন্যতম।

এর আগে আরও দুইবার বিয়ে করেছেন ব্রাউনিয়া। প্রথম স্বামীর ঘরে এক ছেলে ও দ্বিতীয় স্বামীর ঘরে এক ছেলে ও এক মেয়ের জননী এই উপস্থাপিকা।

রাজশাহী নগরীর সর্বশেষ সিনেমা হলটিও বন্ধ হয়ে যাচ্ছে


কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল রাজশাহী নগরীর সর্বশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। এরপরও ব্যক্তিমালিকাধীন ‘উপহার’ সিনেমা হলটি রক্ষা করা যায়নি। গত ৪ নভেম্বর থেকে হলটি ভবন ভাঙা শুরু হয়েছে। এখনও চলছে ভেঙে ফেলার কাজ। উপহার সিনেমা হলে সর্বশেষ প্রদর্শিত হয়েছে শাকিব খান, নুসরাত, সায়ন্তিকা অভিনীত ‘নাকাব’ ছবিটি।

শনিবার (২৪ নভেম্বর) উপহার সিনেমা হলের ভবনের পিছন অংশটি প্রায় ভেঙে ফেলা হয়েছে। আর সামনে একটি বিশাল ব্যানার টানানো হয়েছে। তাতে লেখা আছে ‘প্রস্তাবিত উপহার কমপ্লেক্স-সিনেপ্লেক্স ও বিশাল ফাস্টফুড, বিবিধ বাণিজ্যিক প্রতিষ্ঠান, হেলথ কেয়ার ও ডে কেয়ার, বিনোদন কেন্দ্র ও গেম সেন্টার, আধুনিক ব্যায়ামাগার ও ডিপার্টমেন্টার স্টোর, সুইমিংপুল ও অত্যাধুনিক আবাসিক ফ্লাট, কর্তৃপক্ষ : উপহার সিনেমা লিমিটেড।

জানা যায়, প্রথম দিকে এই হলের নাম ছিল স্নিগ্ধা। পরে ৯০ দশকে উপহার সিনেমা লিমিটেড নামে নতুন করে পথ চলা শুরু করে। তখন টিকিটের মূল্য ছিল ডিসি সাড়ে ৪ টাকা, প্রথম শ্রেণি সাড়ে ৩ টাকা, দ্বিতীয় শ্রেণি আড়াই টাকা ও তৃতীয় শ্রেণি ছিল ১টাকা ৫০ পয়সা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, ‘আন্দোলন সংগ্রামের ফলে কর্তৃপক্ষ তাদের নকশা বদল করে সিনেপ্লেক্স করার পরিকল্পনা রেখেছে। কিন্তু সিনেপ্লেক্সের টিকিটের মূল্য তো বেশি হবে। আর রাজশাহীতে বেশির ভাগই শিক্ষার্থীর বসবাস। তাই তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আবার হলটি ভেঙে ফেলায় নির্মল বিনোদনের জায়গা নষ্ট হয়ে যাবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আফরিন বানু বলেন, ‘‘রাজশাহীতে পড়তে এসে বন্ধুদের সাথে এই হলে ‘বস-২’ সিনেমা দেখেছিলাম। হলটি ভেঙে ফেলা হচ্ছে। এতে করে বন্ধুদের সাথে এভাবে সিনেমা দেখা হবে না। যদি সিনেপ্লেক্স হয়, তাহলে টিকিটের দামটা যেন সহনীয় হয়।


রাজশাহীর ঐতিহ্যবাহী উপহার সিনেমা হলটির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৫ সালের ১৪ এপ্রিল থেকে। ১৯৯১ সালের সরকারি হিসাব অনুযায়ী রাজশাহী নগরীসহ জেলায় সিনেমা হল ছিল ৫৫টি। তবে জেলায় বর্তমানে চালু আছে মাত্র চারটি সিনেমা হল। এগুলো হলো- পবার নওহাটার বাবুল, মোহনপুর কেশরহাটের দিগান্ত, তানোরের আনন্দ ও বাগমারার মাদারিগঞ্জে অন্তরা।

প্রধানমন্ত্রীর সাহায্যে ব্যাংককে নেওয়া হচ্ছে আমজাদ হোসেনকে


উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে নন্দিত চিত্র পরিচালক আমজাদ হোসেনকে। তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার পরিবার। প্রবীণ এই নির্মাতা বেশ কিছু দিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।

এরইমধ্যে প্রবীণ এই নির্মাতার চিকিৎসার ব্যায় বহনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তত্ত্বাবধানেই আমজাদ হোসেনকে আগামীকাল সোমবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সবার প্রিয় নির্মাতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রেক্ষিতে তাকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাঠানো হবে। এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ এ সংক্রান্ত সকল ব্যায় বহন করবেন প্রধানমন্ত্রী।’

তিনি জানালেন, আমজাদ হোসেনের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদুল আলম দেশের বাইরে বাবাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়াসহ চিকিৎসার ব্যয় বহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বাবার চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সেই হাসপাতাল থেকে বাবার শারীরিক অবস্থার সর্বশেষ প্রতিবেদন চাওয়া হয়েছে। আজ দুপুরের মধ্যে তা পাঠিয়ে দিচ্ছি।’

একুশে পদকজয়ী পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত রবিবার থেকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্ট রাখা হয়েছে।

হিরো আলমের প্রশংসায় নায়লা নাঈম


নায়লা নাঈম এবার সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় হওয়া হিরো আলমকে নিয়ে মন্তব্য করলেন। শুধু মন্তব্য নয় সেটা স্তুতি বাক্য। যখন হিরো আলমের মনোনয়ন ক্রয় করা নিয়ে দেশের সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনা-সমালোচনার ঝড় তখন প্রশংসা এলো নায়লার কাছ থেকে।

নায়লা নাঈম নিজের ফেসবুক পেজে হিরো আলমকে খাঁটি মনের মানুষ উল্লেখ করে বলেন, ‘তাকে নিয়ে যে যাই মন্তব্য করুক না কেন… তিনি একজন খাঁটি মনের মানুষ।’

২০১৪ সালের গোঁড়ার দিকে নায়লা নাঈম র‍্যাম্প মডেল থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হন। এরপর তিনি মূল গণমাধ্যমের সংবাদে আসেন। ব্যক্তিগত জীবনে নায়লা নাঈম দন্ত চিকিৎসক। পাশপাশি মডেলিং ও আইটেম গানে পারফর্ম করছেন তিনি।

অন্যদিকে,  ২০১৬ সালে আশরাফুল আলম আলম ওরফে  হিরো আলম সোশ্যাল মিডিয়াত ট্রোলড হন। সেখান থেকেই আসেন মূল গণমাধ্যমে। ব্যক্তিজীবনে বিবাহিত হিরো আলমের বগুড়ার এরুলিয়া ইউনিয়নে ডিস সংযোগের ব্যবসা রয়েছে।

Sunday, November 4, 2018

কমল হাসান কন্যার গোপন ছবি ফাঁস, উত্তাল সোশ্যাল মিডিয়া


অভিনেতা কমল হাসান ও সারিকা ঠাকুরের মেয়ে বলিউড অভিনেত্রী অক্ষরা হাসানের গোপন ছবি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বলিউড অভিনেত্রী অক্ষরা হাসানের ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সবাই হতবাক হয়ে গেছেন। ২৮ বছরের এই অভিনেত্রীকে এখন টালমাতাল বলিউড পাড়া।

তিনি শুধুমাত্র অন্তর্বাস পরে রয়েছেন, এমন ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে। ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে সেগুলি সবই সেলফি। তিনি নিজেই ছবিগুলি তুলেছেন। তবে কী ভাবে তার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এখনও পর্যন্ত অক্ষরা হাসানের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ছবিগুলি সত্যিই অক্ষরার নাকি এগুলোকে ফোটোশপ করা হয়েছে, তাও এখনও পরিষ্কার নয়।

যদি সত্যিই এই ছবিগুলি অক্ষরার হয়ে থাকে এবং তার ব্যক্তিগত ফোন থেকে এগুলি ফাঁস হয়েছে বলে প্রমাণিত হয়, তাহলে এটি একটি বড় সাইবার অপরাধের ঘটনা। এর আগে অভিনেত্রী অ্যামি জ্যাকসনের ফোন হ্যাক করে তার ব্যক্তিগত ছবিও ইন্টারনেটে ফাঁস করে দেওয়া হয়েছিল।

Monday, October 22, 2018

সিনেমা ছেড়ে যে কারণে ইসলামিক জীবন বেছে নিলেন নাঈম-শাবনাজ


তাদের জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। এমনকি পোশাক আশাকেও। রুপালি পর্দা ছেড়েছেন অনেক আগেই। সুখী জীবন যাপন করা দুই নায়ক নায়িকা এখন সাধারন মানুষের অনেকটা চোখের আড়ালে থাকেন। হ্যাঁ এক সময়ের বাংলাদেশের সিনেমা জগতের অসম্ভব জনপ্রিয় নায়ক ও নায়িকা শাবনাজ ও নাঈমের কথা হচ্ছে।

Thursday, October 18, 2018

এলআরবি’র আইয়ুব বাচ্চু মারা গেছেন


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।