Saturday, December 29, 2018

স্টুডিও ভাড়া নিয়ে ‘গুজবের কনটেন্ট’ তৈরি হতো, বলছে র‍্যাব


স্টুডিও ভাড়া নিয়ে ডকুমেন্টারি আকারে ‘গুজবের ভিডিও’ এবং প্যারোডি গান তৈরি করে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার দায়ে আটক ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হাসান (২৭), আব্দুল্লাহ আল নোমান (২৬), আ. কাদের (২৮), মোরশেদুল ইসলাম (২২), সাইফুল ইসলাম মিঠু (২৯), দিদারুল ইসলাম (৩৫), আরিফুর রহমান (৩৪) ও মোতাহের হোসেনকে (২১) আটক করে র‍্যাব-২।

এসময় তাদের কাছ থেকে ভিডিও কনটেন্ট তৈরির বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে, আটককৃতরা সবাই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে তিনজন সাইমুম শিল্পীগোষ্ঠীর সদস্য। বাকি পাঁচজন এসব কন্টেন্ট তৈরিতে বিভিন্নভাবে সংশ্লিষ্ট ছিল।

মুফতি মাহমুদ খান বলেন, নির্বাচন কেন্দ্রিক গুজবের বিভিন্ন কনটেন্ট তৈরি ও প্রচারের জন্য কোনও একটি গ্রুপ তাদেরকে ৪৭ লাখ টাকা দিয়েছে। তবে অর্থায়নের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারিনি। এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু ব্যক্তির নাম পেয়েছি। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আটকদের মধ্যে পাঁচজনই একটি স্বনামধন্য কলেজের শিক্ষার্থী জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে তারা একটি প্রজেক্ট হাতে নিয়েছে। এর আওতায় অন্তত ১৫০টি ওয়েবসাইট তৈরি করা ছিল। এরপর বিভিন্ন কনটেন্ট তৈরি করে সেসব ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন পেজে প্রচার করার উদ্দেশ্য ছিল তাদের।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, নির্বাচনকে ঘিরে গুজব ছড়ানোর দায়ে এ পর্যন্ত বিভিন্ন সময় ৩৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Related Posts: